ঢাকায় অনার স্মার্টফোনের আরও দুটি আউটলেট উদ্বোধন
জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড অনার যমুনা ফিউচার পার্কে নতুন দুটি আউটলেট চালু করেছে। সম্প্রতি নতুন এ ফ্ল্যাগশিপ আউটলেটগুলোর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশে অনারের একমাত্র পরিবেশক ও স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম, অনার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মিস্টার ল্যাং, ডেপুটি কান্ট্রি ডিরেক্টর মুজাহিদুল ইসলাম, জিএম আবদুল্লাহ আল মামুন, ডিজিএম শুভংকর গোলদারসহ আরও অনেকে। একইদিনে আরও চার জেলা টাঙ্গাইল, খুলনা, কক্সবাজার এবং কুষ্টিয়ায় অনারের ব্র্যান্ড আউটলেটের উদ্বোধন হয়। এরইমধ্যে ব্র্যান্ডটি দ্রুত সময়ে ২০টি আউটলেটের মাইলফলক স্পর্শ করল। অনার তাদের আউটলেটগুলো থেকে গ্রাহকদের অফিসিয়াল ডিভাইস সরবরাহ এবং সেবা প্রদানে ভূমিকা রাখবে। স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, একইদিনে ঢাকায় দুটি এবং চার জেলায় ব্র্যান্ড আউটলেট চালু করা অনারের জন্য রোমাঞ্চকর মাইলফলক। আমরা আমাদের গ্রাহকদের কাছে সেরা পণ্য ও সেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং ব্র্যান্ড আউটলেটগুলোর মাধ্যমে এমন অনন্য সেবা অব্যাহত রাখা হবে। এখন থেকে সারাদেশে চালু হওয়া আউটলেটগুলোতে বাংলাদেশের বাজারে আসা অনারের সব অফিসিয়াল পণ্য পাওয়া যাবে। প্রযুক্তিপ্রেমিদের জীবন সহজ ও সমৃদ্ধ করতে ডিজিটাল এবং মাল্টিমিডিয়ার নানা ধরনেরও অভিজ্ঞতা সরবরাহ করবে স্মার্টফোন ব্র্যান্ড অনার। কারণ অনার একটি নির্ভরযোগ্য এবং প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড। অনার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মিস্টার ল্যাং বলেন, বাংলাদেশের বাজারে দ্রুত এগিয়ে যাচ্ছে স্মার্টফোন ব্র্যান্ড অনার। প্রযুক্তিপ্রেমিরা অনার ব্র্যান্ডকে এগিয়েও রেখেছে নির্ভরযোগ্য ব্র্যান্ড, প্রিমিয়াম ডিজাইন, প্রিমিয়াম অভিজ্ঞতা এবং উন্নত পারফর্মেন্সের দিক থেকে। ঢাকার যমুনা ফিউচার পার্কে নতুন দুটি আউটলেট যাত্রা শুরু করল। সারাদেশে মোট আউটলেটের সংখ্যা হলো ২০টি। এ সংখ্যা বাড়তেই থাকবে এবং ভবিষ্যতে দেশের প্রতিটি জেলাতেই থাকবে অনারের ব্র্যান্ড আউটলেট। সেখানে গ্রাহকেরা নতুন নতুন ডিভাইস কেনার পাশাপাশি এক্সপেরিয়েন্সও নিতে পারবেন।
০৫ এপ্রিল, ২০২৪

নড়াইলে গার্ড অব অনার পেলেন মাশরাফী
জাতীয় পতাকা সংবলিত গাড়ি পেয়ে প্রথমবারের মতো নড়াইলে আওয়ামী লীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক ক্রিকেট তারকা মাশরাফী বিন মোর্ত্তজা। হুইপ হিসেবে নিজ জেলায় গার্ড অব অনার পেলেন নড়াইল-২ আসনের এ সংসদ সদস্য। গতকাল বৃহস্পতিবার সকালে সার্কিট হাউসে পৌঁছলে প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। গার্ড অব অনার গ্রহণ শেষে সার্কিট হাউস মিলনায়তনে ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় নড়াইল’ বইয়ের মোড়ক উন্মোচন করেন হুইপ মাশরাফী। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। হুইপ নির্বাচিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে মাশরাফী বিন মোর্ত্তজা বলেন, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ, পাশাপাশি আমার নির্বাচনী এলাকার মানুষের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করার কারণে আমি আজ এখানে দাঁড়িয়ে। জেলা প্রশাসন প্রকাশিত বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, পুলিশ সুপার মেহেদী হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস প্রমুখ।
০২ ফেব্রুয়ারি, ২০২৪

বাজারে অনার এক্স৯বি
স্মার্টফোন ব্র্যান্ড অনার রোববার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে নতুন হ্যান্ডসেট অনার এক্স৯বি-এর বিক্রি শুরু করেছে। অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশে অনারের একমাত্র পরিবেশক ও স্মার্ট টেকনোলজিসের (বিডি) ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম, অনার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ল্যাং, অনার বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর মুজাহিদুল ইসলাম, অনার বাংলাদেশের হেড অব বিজনেস আবদুল্লাহ আল মামুন, অনার বাংলাদেশের জিটিএম ম্যানেজার শুভংকর গোলদার প্রমুখ। অনার এক্স৯বি স্মার্টফোনের দাম ৪৩ হাজার ৯৯৯ হলেও প্রিবুক এবং আর্লিবার্ড কনজিউমাররা ২ হাজার টাকা ডিসকাউন্টে এখন ৪১ হাজার ৯৯৯ টাকায় ফোনটি কেনা যাচ্ছে।
২৪ জানুয়ারি, ২০২৪

২০০ মেগাপিক্সেলের ক্যামেরা নিয়ে অনার ৯০
২০০ মেগাপিক্সেলের ফোর কে ক্যামেরা নিয়ে বাংলাদেশের বাজারে এলো অনার ৯০। স্মার্ট টেকনোলজিসের মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে আসছে ডিভাইসটি। সম্প্রতি অনার ৯০ বাংলাদেশে উন্মোচনের আনুষ্ঠানিক ঘোষণা দেন স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম, অনার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মিস্টার গুও ল্যাং, হেড অব বিজনেস আবদুল্লাহ আল মামুন, জিটিএম ম্যানেজার শুভংকর গোলদার, সেলস ম্যানেজার তৌহিদুর রহমান। নতুন এ ফোনের আকর্ষণ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। আরও রয়েছে ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর, ১২জিবি র‌্যামের সঙ্গে ৫১২ জিবি স্টোরেজ। ৬৬ ওয়াটের সুপারচার্জিং সুবিধা মাত্র ৪৫ মিনিটে ৫০০০ এমএএইচ ব্যাটারিকে শতভাগ চার্জ করতে পারে। আছে ম্যাজিক ইউআই ৭.১ (অ্যানড্রয়েড ১৩ অপারেটিং), গুগল সাপোর্ট। সেইসঙ্গে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ১ (৪ এনএম) প্রসেসর। ইআইএসএ বেস্ট প্রোডাক্ট ২০২৩-২৪ অ্যাওয়ার্ড পাওয়া স্মার্টফোনটির ডিসপ্লে ৬.৭ ইঞ্চির কোয়াড-কার্ভড এমোলেড, যার রেজল্যুশন ২৬৬৪ বাই ১২০০ পিক্সেল, রিফ্রেশ রেট ১২০ হার্জ। স্মার্টফোনটি ডায়মন্ড সিলভার ও মিডনাইট ব্ল্যাক এ দুই আলাদা রঙে পাওয়া যাবে। ৩০ অক্টোবর পর্যন্ত ফোনটি প্রিবুকিংয়ে অর্ডার করা যাবে। আকর্ষণীয় গিফটসহ প্রিবুক দাম পড়বে ৫৬ হাজার ৯৯৯ টাকা।
২৯ অক্টোবর, ২০২৩
X