ইভটিজিংয়ের দায়ে মারধর, অভিমানে আত্মহত্যা যুবকের
ফেনীর পরশুরামে ইভটিজিংয়ের অভিযোগে মারধর করায় অপমান সহ্য করতে না পেরে নুরুল আফছার নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছেন। গত বৃহস্পতিবার উপজেলার চিথলিয়া ইউনিয়নের দক্ষিণ চন্দনা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল শুক্রবার সকালে মহিমসহ তিনজনকে আসামি করে পরশুরাম মডেল থানায় মামলা করেছেন নুরুলের ভাই শাহজাহান। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নুরুল পেশায় একজন নির্মাণ শ্রমিক (রাজমিস্ত্রি) ছিলেন। তার সঙ্গে স্থানীয় এক তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। তবে এটি মেনে নিতে পারেনি তরুণীর পরিবার ও স্থানীয় কয়েক যুবক। সেই জেরে গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার উত্তর রাজষপুর গ্রামের মহিম ও তার সহযোগীরা নুরুলকে কর্মস্থল থেকে ধরে নিয়ে যায় এবং সিলোনিয়া নদীর পাশে নিয়ে মারধর করে। এ ঘটনার পর রাগে-ক্ষোভে বাড়িতে ফিরে কীটনাশক (বিষ) পান করেন নুরুল। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ফেনী সদর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাতে তার মৃত্যু হয়। পরশুরাম মডেল থানার ওসি শাহাদাত হোসেন খান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তক্রমে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
২৩ সেপ্টেম্বর, ২০২৩
X