অস্ট্রেলিয়া সফর করবে বিসিবি এইচপি দল
জাতীয় দলের ব্যস্ততার ফাঁকেই কার্যক্রম শুরু করতে যাচ্ছে বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) ইউনিট। কদিন আগেই শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগের সেরা পারফর্মারদের গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে ২৫ জনের স্কোয়াড। তাদের নিয়ে আগামী ২০ মে থেকে বিশেষ ক্যাম্প করতে যাচ্ছে এইচপি। বোর্ডের একটি সূত্র জানিয়েছে, এ ক্যাম্পের মাঝে অস্ট্রেলিয়ায় সফর করবে এইচপির সদস্যরা। ফিটনেস ট্রেনিংয়ের মধ্য দিয়ে দীর্ঘমেয়াদি এই ক্যাম্পের প্রথম পর্ব হবে মিরপুরে, ১৪ জুন পর্যন্ত। এ সময় ক্রিকেটারদের ইংরেজি ভাষা, সংবাদমাধ্যম সামলানো এবং আম্পায়ারদের সঙ্গে কথোপকথন বিষয়ক দক্ষতার ওপর গুরুত্ব দেওয়া হবে। শেষ দিকে স্কিল ক্যাম্পও হবে। দ্বিতীয় পর্বের অস্ট্রেলিয়া সফর করার কথা রয়েছে এইচপি দলের। সেখানে স্থানীয় দুটি ক্লাব নিয়ে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করতে কাজ করে যাচ্ছে বিসিবি। এই সিরিজের পর পাকিস্তান ইর্মাজিং দল অথবা অস্ট্রেলিয়ার একটি রাজ্য দলের বিপক্ষে ২টি চারদিনের ম্যাচ ও ৩টি পঞ্চাশ ওভারের ম্যাচ খেলার আলোচনা চলছে।
১২ মে, ২০২৪

সরকারি সফরে অস্ট্রেলিয়া গেলেন বিমান বাহিনী প্রধান 
সরকারি সফরে অস্ট্রেলিয়া গেলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। রোববার (৫ মে) সস্ত্রীক এবং তিনজন সফরসঙ্গীসহ এক সরকারি সফরে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন বিমান বাহিনী প্রধান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।  আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান রয়্যাল অস্ট্রেলিয়া বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল রবার্ট চিপম্যানের আমন্ত্রণে ৬ থেকে ৯ মে অস্ট্রেলিয়া সফর করবেন। সফরকালে বিমান বাহিনী প্রধান অস্ট্রেলিয়ার ক্যানবেরায় অনুষ্ঠিতব্য ‘এয়ার অ্যান্ড স্পেস পাওয়ার কনফারেন্স-২০২৪’ এ যোগদান করবেন। সরকারি সফর শেষে আগামী  ১১ মে দেশে ফিরবেন বিমান বাহিনী প্রধান।
০৫ মে, ২০২৪

কনসার্ট করতে অস্ট্রেলিয়া যাবেন তাহসান
সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। দেশ ও দেশের বাইরে নিয়মিতই কনসার্ট করেন তিনি। সেই ধারাবাহিকতায় এবার এই শিল্পী অস্ট্রেলিয়া মাতাতে যাবেন। আগামী ১ জুন অস্ট্রেলিয়ার সিডনিতে পারফর্ম করবেন। অস্ট্রেলিয়া কনসার্টের বিষয়ে তাহসান তার ফেসবুক পেজ থেকে একটি ভিডিও শেয়ার করেন। যেখানে তাকে বলতে শোনা যায়, ‘হ্যালো সিডনিবাসী, আমি তোমাদের শহরে আসছি। ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলসের এয়ার সায়েন্স থিয়েটারে আমি পারফর্ম করব। দেখা হচ্ছে সবার সঙ্গে।’  একক কনসার্টটি আয়োজন করছে রিমেইনস অস্ট্রেলিয়া। তবে এর টিকিট মূল্য এখনো প্রকাশ করা হয়নি।  এর আগে আগামী ১০ মে অনুষ্ঠিত হবে ‘রক অ্যান্ড রিদম ৪.০’ শীর্ষক কনসার্ট। এতে ‘ব্ল্যাক’র বর্তমান সদস্যদের সঙ্গে পারফর্ম করবেন সাবেক সদস্য তাহসান, জন, মিরাজ ও টনি।  
০৫ মে, ২০২৪

ইরানে হামলার পর নাগরিকদের ইসরায়েল ছাড়তে বলল অস্ট্রেলিয়া
ইরানের হামলার জবাবে দেশটিতে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। এর আগে দেশ দুটি কখনো একে অন্যের ভূমিতে সরাসরি হামলা করেনি। ইসরায়েলের এই হামলার পর মধ্যপ্রাচ্য ও এই অঞ্চলের পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। আর এমন অবস্থার মধ্যেই এবার নাগরিকদের ইসরায়েল ছাড়তে বলেছে অস্ট্রেলিয়া। এই অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির দ্রুত অবনতি ঘটতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে দেশটি। শুক্রবার, (১৯ এপ্রিল) বিবিসি এই খবর জানিয়েছে।  সংবাদমাধ্যমটি বলছে, ইরানের ওপর ইসরায়েলি হামলার খবরের পর অস্ট্রেলিয়া তার নাগরিকদের ইসরায়েল ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের স্মার্টট্রাভেলার অ্যাকাউন্টে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগ বলেছে, সারা অঞ্চলজুড়ে ইসরায়েল ও ইসরায়েলি স্বার্থের বিরুদ্ধে সামরিক প্রতিশোধ এবং সন্ত্রাসী হামলার উচ্চ হুমকি রয়েছে। নিরাপত্তা পরিস্থিতির দ্রুত অবনতি ঘটতে পারে। এতে আরও বলা হয়, আমরা ইসরায়েল বা অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে থাকা অস্ট্রেলিয়ানদের ওই অঞ্চল ছেড়ে চলে যাওয়ার জন্য অনুরোধ করছি। এ ছাড়া আকাশপথ বন্ধ হয়ে যাওয়া, ফ্লাইট বাতিল এবং ভ্রমণসংক্রান্ত অন্যান্য ব্যাঘাতের বিষয়েও মধ্যপ্রাচ্যের এই অঞ্চলে অবস্থানরত অস্ট্রেলিয়ানদের সতর্কও করেছে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগ। গত ১ এপ্রিল ইরানের কনস্যুলেটে ইজরায়েলি হামলার প্রতিশোধ নিতে নিবার (১৩ এপ্রিল) ইসরায়েলে নজিরবিহীন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইসরায়েলে বিভিন্ন শহর লক্ষ্যে ৩০০টিরও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে দেশটি। এ হামলার জবাবে আজ শুক্রবার ভোররাতে ইরানের গুরুত্বপূর্ণ ইস্ফাহান শহরে হামলা চালিয়েছে ইসরায়েল।  ইরান ও ইসরায়েল পাল্টাপাল্টি হামলা চালাতে থাকলে দেশ দুটি মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তেমনটি ঘটলে সমগ্র অঞ্চলে সেই সংঘাত ছড়িয়ে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন অনেকে। 
১৯ এপ্রিল, ২০২৪

কামিন্সের মুকুটে উইজডেনের খেতাব
অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়ক প্যাট কামিন্সকে যদি প্রশ্ন করা হয়, আপনার ক্যারিয়ারের সেরা বছর কোনটি? নিঃসন্দেহে উত্তর আসবে ‍২০২৩ সাল। গত বছরটিতে তার অধিনায়কত্বে সেরা সময়ই কাটিয়েছে অজি ক্রিকেট দল।    তার দুর্দান্ত নেতৃত্বে ভারতকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং বিশ্বকাপের ট্রফি জিতেছে অস্ট্রেলিয়া। তাই বিশ্বের সবচেয়ে ক্রিকেট সাময়িকী উইজডেনের লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড হিসেবে জায়গা পেয়েছেন অজি এই পেসার। উইজডেন ক্রিকেটার্স অ্যালামনাকের নতুন (১৬১তম) সংস্করণে লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড হিসেবে প্যাট কামিন্স (পুরুষ) ও ইংল্যান্ডের ন্যাট সিভার-ব্রান্টের (নারী) নাম ঘোষণা করেছে ক্রিকেটের বাইবেল খ্যাত এই ম্যাগাজিন। কামিন্সের আগে সর্বশেষ ২০১২ সালে এই পুরস্কার জিতেছিলেন সাবেক অজি অধিনায়ক মাইকেল ক্লার্ক। তাই প্রায় এক যুগ পর অন্য কোনো অজি ক্রিকেটার পেলেন উইজডেন লিডিং ক্রিকেটারের খেতাব। গত বছরে শুধু অধিনায়ক হিসেবে নয় বল হাতেও আলো ছড়িয়েছেন কামিন্স। অস্ট্রেলিয়াকে ওয়ানডে বিশ্বকাপ ও টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতার পাশাপাশি অ্যাশেজের শিরোপা ধরে রাখতেও নেতৃত্বের দারুণ ছাপও রাখেন তিনি। কামিন্সকে নিয়ে উইজডেন সম্পাদক লরেন্স বুথ বলেন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সফলতার সঙ্গে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেওয়ার পর, প্যাট কামিন্স অ্যাশেজ ধরে রাখেন। এজবাস্টনে প্রথম টেস্টে লেট অর্ডারে রানের জন্য বড় ধন্যবাদ প্রাপ্য তার। ‘এরপর ভারতে ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার জয়ের পথে নেতৃত্ব দেন তিনি। ২০২৩ সালে বিশ্ব ক্রিকেটের কোনো পেসারই টেস্টে তার ৪২ উইকেটের চেয়ে বেশি উইকেট নিতে পারেননি।’ কামিন্স ছাড়াও উইজডেনের বর্ষসেরা পাঁচ ক্রিকেটারের তালিকাতেও অজিদের আধিপত্য। অ্যাশেজের সর্বোচ্চ রান সংগ্রাহক (৪৯৬) উসমান খাজা, বিশ্বকাপে ১৬ উইকেট নেওয়া মিচেল স্টার্ক ও নারী দলের অলরাউন্ডার অ্যাশলি গার্ডনার আছেন এই তালিকায়। এ ছাড়াও আছেন ইংল্যান্ডের মার্ক উড ও হ্যারি ব্রুক। এ ছাড়াওে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ১৭৪ বলে ১৬৩ রান করে সেরা টেস্ট পারফরম্যান্সের পুরস্কার জিতেছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। এর আগে গত বছর প্রথম ক্রিকেটার হিসেবে এই পুরস্কার জিতেছিলেন জনি বেয়ারস্টো। লিডিং টি-টোয়েন্টি ক্রিকেটার হিসেবে ওয়েস্ট ইন্ডিজ নারী দলের অলরাউন্ডার হেইলি ম্যাথিউসের নাম ঘোষণা করেছে উইজডেন। গত বছর টানা ৮ ম্যাচে ম্যাচসেরা হওয়ার কীর্তি গড়েন তিনি। এ ছাড়া ব্যাটিং করেছেন ৮৮ গড় ও ১৪৪ স্ট্রাইকরেটে। পাশাপাশি বল হাতে নিয়েছেন ১২ উইকেট।
১৬ এপ্রিল, ২০২৪

জ্যোতিদের বাস্তবতা বোঝাল অস্ট্রেলিয়া
ওয়ানডের পর টি-টোয়েন্টি—দুই সিরিজের শেষ ছবিটা একই থেকে গেল। ম্যাচসেরা, সিরিজসেরা কিংবা ট্রফি নিয়ে উল্লাস— সবকিছুই করল অ্যালিসা হিলির দল। নিগার সুলতানা জ্যোতির দল শুধু চেয়েই রইল। বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের শক্তি-সামর্থ্যের পার্থক্যটা কোথায়? সেটা এতদিন ধারণা করে এলেও অবশেষে অনুধাবন করল বাংলাদেশ। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে এমন একটা সিরিজ থেকে অনেক কিছুই শিখেছেন নাহিদা আক্তাররা। গতকাল ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসে সেটাই জানালেন বাংলাদেশ দলের সহঅধিনায়ক। তিন ম্যাচের সিরিজের সবকটিতেই দাপটের সঙ্গে জিতেছে অস্ট্রেলিয়া। প্রথম দুই ম্যাচে বাংলাদেশ একশ পেরোতে পারলেও গতকাল আর সেটা পারেনি। মিরপুরে আগে ব্যাটিং করে স্কোর বোর্ডে ১৫৫ রান যোগ করে সফরকারীরা। রান তাড়ায় বাংলাদেশ থেমেছে প্রায় অর্ধেক কমে। ব্যাটিং ব্যর্থতায় ৭৭ রানে গুটিয়ে যায় জ্যোতির দল। দুদলের পার্থক্যের তুলনা করতে গিয়ে নাহিদা বলেছেন, ‘তারা অনেক অভিজ্ঞ দল। অনেকগুলো বিশ্বকাপ জিতেছে। ওদিক থেকে তারা অনেক অভিজ্ঞ দল। আমাদের কিছু তরুণ ক্রিকেটার ছিল। আমরা তাদের থেকে অনেক কিছু শিখতে পেরেছি। আমরা আশা করব, এই শিক্ষাটা পরেরবার কাজে লাগাতে পারব।’ দুদলের লড়াইয়ে বাস্তবতাও শিখেছেন তারা। টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলাপ করে জানা গেছে, বিশ্বকাপের আগের দলের বিভিন্ন ঘাটতি নিয়ে কাজ করার পথ খুঁজে পেয়েছেন তারা। ব্যাটিং-ফিল্ডিংয়ে আরও কঠোর পরিশ্রমের প্রয়োজনীয়তা অনুভব করছেন তারা। নাহিদাও ঘাটতির কথা স্বীকার করলেন, ‘আমাদের যে ঘাটতিগুলো হয়েছে। চেষ্টা করব সামনের দিনগুলোতে সেগুলো কাটিয়ে ওঠার।’ ওয়ানডে সিরিজে পুরো দলের ব্যর্থতার পর টি-টোয়েন্টিতে মানসিক শক্তি ফিরে পেতে চেয়েছিলেন জ্যোতি। তিন ম্যাচ পর কিছুটা হলেও স্বস্তিতে থাকার কথা বাংলাদেশ অধিনায়কের। অন্তত দুই ম্যাচে তার দলের ব্যাটিং-বোলিং মোটামুটি ভালো করেছিল। আসন্ন ভারত সিরিজসহ বেশ কয়েকটি খেলায় ভালো করতে মুখিয়ে আছেন নাহিদা, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আমাদের আরও খেলা আছে। ভারতের বিপক্ষে পাঁচটি ম্যাচ খেলব। আমরা চেষ্টা করব, এই সিরিজে যে ঘাটতিগুলো ছিল, সেগুলো নিয়ে কাজ করার। আমরা আশা করছি, পরবর্তী সিরিজে ভালো খেলার চেষ্টা করব।’
০৫ এপ্রিল, ২০২৪

অস্ট্রেলিয়া সিরিজে ফিরছেন তৃষ্ণা-দিলারা, নতুন মুখ লিসা
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন ফারিহা তৃষ্ণা ও দিলারা আক্তার। বাদ পড়েছেন দ. আফ্রিকায় সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে খেলা ফারজানা হক পিংকি, লতা মন্ডল ও দিশা বিশ্বাস।  নতুন মুখ হিসেবে সংক্ষিপ্ত সংস্করণের দলেও জায়গা পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা ফারজানা আক্তার লিসা। ওয়ানডের মতোই চোটে দলে নেই শামিমা সুলতানা। বাংলাদেশ স্কোয়াড : নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, সুমাইয়া আক্তার, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, ফারজানা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, শরিফা খাতুন, দিলারা আক্তার দোলা। স্ট্যান্ড বাই: লতা মণ্ডল, নিশিতা আক্তার নতুন মুখ: ফারজানা আক্তার লিসা দলে ফিরলেন দিলারা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা  বাদ পড়লেন: ফারজানা হক, লতা মণ্ডল, দিশা বিশ্বাস চোটের কারণে নেই: শামিমা সুলতানা
২৭ মার্চ, ২০২৪

চাপে এবার অস্ট্রেলিয়া
হ্যাগলি ওভাল টেস্টের প্রথম ইনিংসে ১৬২ রানে অলআউট হয়েছিল নিউজিল্যান্ড। এরপর অস্ট্রেলিয়া ২৫৬ রান তোলে। ৯৪ রানের লিড নেওয়া প্যাট কামিন্সের দল তৃতীয় দিন শেষে আবার চাপে পড়েছে। কারণ দ্বিতীয় ইনিংসে ৩৭২ রান করে নিউজিল্যান্ড। জেতার জন্য অস্ট্রেলিয়ার সামনে টার্গেট ২৭৯ রানের। খেলতে নেমে তৃতীয় দিন শেষে ৭৭ রান তুলতেই ৪ উইকেট হারিয়েছে। প্রথম ইনিংসে ৭ উইকেট নেওয়া ম্যাট হেনরির কারণেই চাপে পড়েছে অজিরা। তবে বেন শেয়ার্সও গতকাল দারুণ বোলিং করেছেন। তিনি অল্প রানে মারনাস লাবুশানে এবং ক্যামেরন গ্রিনকে আউট করেন। আজ জিততে হলে ৬ উইকেট দরকার স্বাগতিকদের। আর অস্ট্রেলিয়ার দরকার ২০২ রান। প্রথম টেস্ট হারের পর দ্বিতীয় টেস্টেও একটা সময় পর্যন্ত পিছিয়ে ছিল নিউজিল্যান্ড। তবে ম্যাট হেনরি তাদের ম্যাচে ফেরান। দ্বিতীয় দিন খেলার শেষে স্বাগতিকদের দ্বিতীয় ইনিংসের রান ছিল ২ উইকেটে ১৩৪। উইকেটে ছিলেন টম লাথাম। অপরাজিত ৬৫ রানের সঙ্গে আর মাত্র ৮ রান যোগ করে আউট হন। রাচিন রবীন্দ্র অপরাজিত ছিলেন ১১ রানে। তিনি খেলেন ৮২ রানের ইনিংস। প্রথম ইনিংসে ব্যর্থ হলেও শততম টেস্ট খেলতে নামা উইলিয়ামসন দ্বিতীয় ইনিংসে ৫১ রান করেন। পাঁচ নম্বরে নেমে ৫৮ রান করেন ডেরেল মিচেল। এ ছাড়া স্কট কুগেলিজন করেছেন ৪৪ রান। দ্বিতীয় ইনিংসে কামিন্স ৬২ রানে ৪ উইকেট নেন। ৪৯ রানে ৩ উইকেট নেন নাথান লায়ন। অস্ট্রেলিয়ার শেষ ইনিংস শুরু হয় বিপর্যয়ের মাধ্যমে। মাত্র ৩৪ রানে ৪ উইকেট হারায় তারা। স্টিভ স্মিথ করেন ৯ রান। ওপেনিংয়ে উঠে আসার পর নিউজিল্যান্ডে তিনি রান পাননি। উসমান খাজা ১১ রান করেন। মার্নাস লাবুশানে ৬ এবং ক্যামেরন গ্রিন ৫ রানে আউট হন। এরপর পঞ্চম উইকেট জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে অস্ট্রেলিয়া। ট্রাভিস হেড এবং মিচেল মার্শ ৪৩ রান তুলে অপরাজিত আছেন। হেড ১৭ এবং মার্শ ২৭ রানে ব্যাট করছিলেন। এই জুটির ওপর নির্ভর করছে অস্ট্রেলিয়ার টেস্ট জয়ের সম্ভাবনা। কিউই ওপেনার টম লাথাম বলেন, ‘আমাদের জন্য একটা ভালো দিন। আমরা লড়াই করেছি।’
১১ মার্চ, ২০২৪
X