আটলান্টিক মহাসাগর থেকে ৩৫ ঘণ্টা পর যুবক উদ্ধার
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূল থেকে ১২ মাইল দূরে আটলান্টিক মহাসাগরে আংশিকভাবে নিমজ্জিত একটি নৌকা থেকে চার্লস গ্রেগরি (২৫) নামে এক বোটারকে উদ্ধার করেছে ইউএস কোস্টগার্ড। খবর বিবিসির।  আরও পড়ুন : তথ্য ফাঁসের অভিযোগে যুক্তরাষ্ট্রে দুই নৌ কর্মকর্তা আটক   চার্লস গ্রেগরির বাবা রেমন্ড গ্রেগরি সিএনএনকে জানিয়েছেন, সমুদ্রে মাছ ধরতে গিয়ে প্রায় ৩৫ ঘণ্টা ধরে নিখোঁজ ছিলেন তার ছেলে। ফ্লোরিডার সেন্ট অগাস্টিনে বোট র‌্যাম্পে ফিরে আসতে বিলম্ব করায় তার পরিবার রেসকিউ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে।  আরও পড়ুন : খালি গায়ে হাফ প্যান্টে বাইডেন, ছবি ভাইরাল ইউএস কোস্ট গার্ড বলছে, অবশেষে ওই যুবককে উদ্ধার করা হয়েছে। একটি অনুসন্ধানী বিমানের ক্রু ওই যুবককে একটি সমতল মাছ ধরার নৌকায় বসে থাকতে দেখে। পরে তাকে উদ্ধার করা হয়। চার্লস এখন বাসায় বিশ্রাম নিচ্ছে। সে এখন খুব ক্লান্ত। তিনি ডিহাইড্রেটেড এবং র‌্যাবডোমায়োলাইসিসে ভুগছেন। চার্লস গ্রেগরির বাবা জানান, একটি বড় ঢেউ চার্লসের নৌকা ডুবিয়ে দেয়। চার্লস উপকূল থেকে অনেক দূরে যেতে শুরু করে। চার্লস তার লাইফ জ্যাকেট এবং মোবাইল ফোন হারিয়ে ফেলেছিল।  চার্লস গ্রেগরি জানিয়েছেন, তিনি মৃত্যুকে খুব ভয় পেয়েছিলেন। তিনি তার সারা জীবনের চেয়ে এই দীর্ঘ সময়ে ঈশ্বরকে বেশি স্মরণ করেছেন।   
০৭ আগস্ট, ২০২৩
X