বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টু হাসপাতালে
রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুকে। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। মিন্টুর ছেলে ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করলে গত শুক্রবার রাত ২টার দিকে বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের আশঙ্কা, উনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত রক্তের তিনটি পরীক্ষা হয়েছে। দুটিতে নেগেটিভ এসেছে। তৃতীয় রিপোর্ট হাতে পাওয়ার পর অসুস্থতার কারণ সম্পর্কে নিশ্চিত করে বলা যাবে। তাদের পরিবারের জন্য দেশবাসীর কাছে দোয়া চান তাবিথ। এদিকে গতকাল শনিবার দুপুরে হাসপাতালে গিয়ে বিএনপির এই জ্যেষ্ঠ নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আবদুল আউয়াল মিন্টু দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সাবেক সভাপতি এবং মাল্টিমোড গ্রুপের কর্ণধার।
২১ এপ্রিল, ২০২৪
X