স্বাধীনতা দিবস / ১ দিন বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি রপ্তানি বন্ধ 
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক দিনের জন্য পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। সোমবার (২৫ মার্চ) রাতে বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত ই খুদা মিলন এক দিন বন্ধের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেন। তিনি জানান, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মঙ্গলবার ২৬ মার্চ বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম ১ দিন বন্ধ থাকবে।  বুধবার (২৭ মার্চ) সকাল থেকে পুনরায় আমদানি রপ্তানি কার্যক্রম চলবে। 
২৫ মার্চ, ২০২৪

ধানুয়া কামালপুরে আমদানি রপ্তানি বন্ধ
জামালপুরের বকশীগঞ্জের ধানুয়া কামালপুর স্থলবন্দরে আমদানি-রপ্তানি ২৩ জুন থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ধানুয়া কামালপুর স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা একেএম রফিকুল। বর্ষা মৌসুমে ভারতের সড়ক যোগাযোগ ব্যবস্থায় জটিলতা থাকায় এ কার্যক্রম বন্ধ রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ধানুয়া কামালপুর স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা একেএম রফিকুল জানান, বাংলাদেশে কোনো সমস্যা নেই। এখান দিয়ে শুধু পাথর আমদানি হয়। বর্ষাকালে ভারতের সড়ক যোগাযোগ ব্যবস্থায় সমস্যা থাকায় পাথরবাহী পরিবহন বন্দরে আসতে পারছে না।
২৭ জুলাই, ২০২৩
X