বিএনপি নেতাকর্মীরা অভাবে থাকলেও ইফতার বিতরণ করছেন : প্রিন্স
বিএনপি নেতাকর্মীরা অভাবের মধ্যে থাকলেও নিজেদের খরচ বাঁচিয়ে অসহায় ও অভাবী মানুষের মাঝে ইফতার এবং খাদ্যসামগ্রী বিতরণ করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। বুধবার (৩ এপ্রিল) বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার সদর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আলোচনা এবং ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিন্স বলেন, শুধু বিএনপির নেতাকর্মী নয়, সাধারণ খেটে খাওয়া মানুষ যোগ দিয়ে বিএনপির ইফতার মাহফিলকে বিশাল বিশাল জনসমাবেশে পরিণত করছে। কোনো কোনো ক্ষেত্রে এত বেশি জনসমাগম ঘটছে যে, একজনের ইফতার দুই তিনজনে ভাগাভাগি করে খাচ্ছেন। আর আওয়ামী লীগের ইফতার বিতরণ শুধু ঢাকায় ওবায়দুল কাদের সাহেবদের ফটো সেশনেই সীমাবদ্ধ। গ্রাম-শহরে অন্য কোথাও আওয়ামী নেতাদের ইফতার সামগ্রী বিতরণে ‘বাটি চালান দিয়েও’ খুঁজে পাওয়া যাবে না। তিনি বলেন, আওয়ামী লীগের ডামি সরকারের দুর্নীতি, লুটপাট, অব্যবস্থাপনা ও ভ্রান্তনীতির কারণে জনসাধারণের মধ্যে অভাব দেখা দিয়েছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের মাত্রাতিরিক্ত ঊর্ধ্বগতিতে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। ঘরে ঘরে বোবাকান্না। অভাবের তাড়নায় আত্মহত্যার ঘটনাও ঘটছে। আওয়ামী নেতারা এই বাস্তবতা আড়াল করতে প্রতিদিন মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করতে চায়। জনগণ তাদের মিথ্যাচারে বিভ্রান্ত হবে না, কারণ জনগণ নিজেই আজ দুর্ভোগের শিকার। তিনি আরও বলেন, ওবায়দুল কাদের সাহেব রাতভর ঈদ শপিংসহ নানা মিথ্যা গল্প শুনিয়ে বাস্তবতা আড়াল করতে পারবেন না। ক্রেতার অভাবে খুচরা, পাইকারি ব্যবসায়ীদের মাথা হাত, ফুটপাতের দোকানেও বিক্রি নাই। এসব নিয়ে মিডিয়ায় খবর বের হচ্ছে, সে খবরগুলো টিনের চশমা পরিহিত আওয়ামী নেতাদের চোখে পরে না। সংগঠনিক সম্পাদক বলেন, নিজেরা দেশ-বিদেশ থেকে ঈদ শপিং করছেন, তারা মনে করেন, জনগণও তাই করছে। সাধারণ মানুষের ‘নুন আনতে পান্তা ফুরানোর’ মতো অবস্থা, সেখানে ঈদ শপিং সাধারণ মানুষের কাছে ‘পূর্ণিমার চাঁদ ঝলসানো রুটি’র মতো। মানুষ  বাজার করতে পারছেন না, ঈদের কেনাকাটা করবেন কীভাবে? মানুষের হাতে টাকা নাই, ঈদের আমেজ নাই। ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মফিজ উদ্দিনের সভাপতিত্বে ও ধোবাউড়া সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান মানিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, আসলাম মিয়া বাবুল, হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রাব্বানী সুমন, জেলা শ্রমিক দলের সভাপতি আবু সাঈদ। এছাড়া আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি নেতা অধ্যাপক আজহারুল ইসলাম, মাহমুদুল হাসান সোহাগ, মাহবুবুল আলম, আব্দুল কুদ্দুস, উপজেলা কৃষক দলের আহ্বায়ক নয়ন মন্ডল, ওলামা দল নেতা মওলানা হাবিবুর রহমান,মওলানা ওবায়দুল্লাহ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফারুক হোসাইন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দীন, উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক মিজানুর রহমান মানিক, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল হাসান সুমন প্রমুখ। 
০৩ এপ্রিল, ২০২৪

নিজ অর্থায়নে ছাত্রলীগ নেতার ইফতার বিতরণ
প্রতি রমজানের মতো এবারের রমজানেও ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ইফতার বিতরণ করছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক, মানবিক ছাত্রনেতা মাসুদ রানা মজুমদার। ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা, কুড়িল ও কুমিল্লা জেলায় এ ইফতার বিতরণ কর্মসূচি অব্যাহত আছে বলে জানা গেছে। রমজান মাসজুড়েই এ ইফতার বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে। এ সম্পর্কে মাসুদ রানা মজুমদার বলেন, ‘বিগত কয়েক বছর ধরে নিজ জন্মভূমি কুমিল্লা ও বর্তমান বাসস্থান ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করছি। এ বছরও তার ব্যতিক্রম ঘটেনি। সম্পূর্ণ নিজ অর্থায়নে রোজাদারদের সাথে রোজার মাসের আনন্দটা ভাগাভাগি করার উদ্দেশ্যে আমার এই ছোট্ট আয়োজন।’ এ মহৎ উদ্যোগ গ্রহণ করার পেছনে কি কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘ছোটবেলা থেকেই মানবসেবায় বিশ্বাসী আমি। নিজ উদ্যোগে যতটুকু পারি চেষ্টা করি কিছু মানুষের পাশে থাকার জন্য। নিজেকে খুবই মহৎ প্রমাণ করতে চাইনি কখনো। আশপাশের খেটে খাওয়া মানুষদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে পছন্দ করি আমি। সেখান থেকেই আমার এ উদ্যোগ। এ বিষয়ে বসুন্ধরা আবাসিক এলাকার এক রিকশাচালক বলেন, রোজার প্রথমদিন থেকেই এই ব্যক্তিকে দেখছি তার বন্ধুদের সঙ্গে ইফতার বিতরণ করতে। আমরা যারা রোজা রেখে রিকশা চালাই, আমাদের জন্য অনেক উপকার হয় ইফতার পেয়ে।
২৭ মার্চ, ২০২৪

ঢাবিতে প্রতিদিন ইফতার বিতরণ করছে ছাত্রলীগ 
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রতিদিনই ইফতার বিতরণ করছে বাংলাদেশ ছাত্রলীগের সমাজসেবা সেল। রমজানের প্রথম দিন থেকে শুরু হয়ে শেষ দিন পর্যন্ত চলবে এই কর্মসূচি।  সংশ্লিষ্টরা জানান, প্রতিদিন প্রায় হাজার খানেক শিক্ষার্থী ও বিভিন্ন পেশার মানুষের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ছোলা, মুড়ি, চপ, পিয়াজু, খেজুর, শরবতসহ নানা রকম পদ রয়েছে এতে। বিকেল সাড়ে ৫টা থেকে এই ইফতার বিতরণ কার্যক্রম শুরু হয়ে চলে মাগরিবের আজান পর্যন্ত। ছাত্রলীগ বলছে, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকেই পবিত্র মাহে রমজানে শিক্ষার্থী, শ্রমজীবী ও অসহায় মানুষের মাঝে এই কার্যক্রম চলছে। সমাজসেবা সেল থেকে রমজানের ৩০ দিনই এই কর্মসূচি চলমান থাকবে। এ প্রসঙ্গে ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক মাহবুবুর রহমান বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এর তত্ত্বাবধানে রমজানের ৩০ দিনব্যাপী আমাদের এই কর্মসূচি। ক্যাম্পাসের অসচ্ছল শিক্ষার্থী, দুস্থ-অসহায়, ছিন্নমূল মানুষদের উদ্দেশে আমাদের এই আয়োজন।  তিনি আরও বলেন, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির এই সময়ে বাংলাদেশ ছাত্রলীগ শিক্ষার্থীদের জন্য কিছুটা হলেও স্বস্তির বার্তা নিয়ে এসেছে। এ ছাড়া বাংলাদেশ ছাত্রলীগের প্রত্যেকটি সাংগঠনিক ইউনিট এর নেতাকর্মীরা কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী রমজানে সেহরি ও ইফতার বিতরণসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করছে।
২৪ মার্চ, ২০২৪

ছিন্নমূল মানুষের মধ্যে জিল্লুর রহমানের ইফতার বিতরণ
শহরের বিভিন্ন পয়েন্টে ছিন্নমূল মানুষের মধ্যে ইফতার বিতরণ করেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান।  শনিবার (২৩ মার্চ) বিকেলে মৌলভীবাজার শহরের সেন্ট্রাল রোড ও কুসুমবাগ এলাকায় ইফতার বিতরণ করেন তিনি। বিতরণ শেষে সবাইকে নিয়ে সড়কেই ইফতার করেন মোহাম্মদ জিল্লুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার মডেল থানার ওসি কেএম নজরুল, আওয়ামী লীগ নেতা এমদাদুর রহমান রেনু, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ জাকারিয়া প্রমুখ। ইফতার বিতরণকালে মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার নির্দেশে এবার আমরা সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করছি। এরই ধারাবাহিকতায় মৌলভীবাজার শহরের বিভিন্ন পয়েন্টে আমরা ইফতার বিতরণ করলাম। 
২৩ মার্চ, ২০২৪

টিফিনের টাকা জমিয়ে ক্ষুদে শিক্ষার্থীদের ইফতার বিতরণ
শরীয়তপুরের ডামুড্যায় টিফিনের টাকায় শ্রমজীবী ও ভিক্ষুকদের মাঝে ইফতার বিতরণ করলেন কোমলমতি শিশুরা। মঙ্গলবার (১২ মার্চ) ডামুড্যা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা এ আয়োজন করে। ইফতারের আগে ডামুড্যা বাজারে প্রায় অর্ধশত শ্রমজীবী ও ভিক্ষুকদের মাঝে ছোট ছোট শিক্ষার্থীরা ইফতার সামগ্রী পৌঁছে দেয়। ডামুড্যা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী রাদীন, রাইয়্যান, সাফফাত ও আবিদ পরিকল্পনা করে নিজেদের টিফিনের টাকা জমিয়ে রমজানের প্রথম দিনেই দরিদ্র রিকশাচালক, অটোচালক ও ভিক্ষুকদের জন্য ইফতারসামগ্রী বিতরণ করেন। তাদের এ জনহিতকর কাজ এলাকার সকল শ্রেণির মানুষের প্রশংসা কুড়িয়েছে। এ বিষয়ে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী রাদীন মাদবর বলেন, ভিক্ষুক ও রিকশাচালকরা টাকা দিয়ে ইফতার কিনে খেতে পারে না তাই তাদের জন্য আমরা আমাদের টিফিনের টাকা জমিয়ে ইফতার তৈরি করে নিয়ে এসেছি। তাদেরকে ইফতার দিতে পেরে আমাদের খুব আনন্দ লাগছে।  কুলকুড়ি খেজুর তলা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আক্তার পারভেজ বলেন, প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের এমন সুন্দর মানবিক আয়োজন আমাকে মুগ্ধ করেছে। তারা অতিমানবিকতার পরিচয় দিয়েছে। তারা বুঝিয়ে দিল ভালোকাজের জন্য বয়স লাগে না, শুধু মন ও ইচ্ছে থাকলেই হয়।  এ বিষয়ে ডামুড্যা পৌর মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল বলেন, ডামুড্যা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের এমন মানবিক কাজে আমি আবেগাপ্লুত। এদের মধ্যে থেকেই আগামীর নতুন মানবিক প্রজন্ম গড়ে উঠবে বলে আমার বিশ্বাস।
১২ মার্চ, ২০২৪
X