ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েল ফুটবল দল থেকে সরে দাঁড়ালো পুমা
ফুটবলের জার্সি ও বুট প্রস্তুতকারক যে কয়েকটি বড় ব্র্যান্ড আছে তার মধ্যে অন্যতম প্রধান হলো জার্মান ব্র্যান্ড পুমা। নাইকি এবং অ্যাডিডাসের সাথে পুমাকেই ধরা হয় ফুটবলের কিট প্রস্তুতকারক সবচেয়ে বড় ব্র্যান্ড হিসেবে। ম্যানচেস্টার সিটি, নেইমার ও বুরুসিয়া ডর্টমুন্ডের মতো দলকে স্পন্সর করা এই প্রতিষ্ঠান অনেক জাতীয় দলকেও স্পন্সর করে যার মধ্যে ইসরায়েল একটি। তবে ২০২৪ সালের পর থেকে আর ইসরায়েলের সাথে থাকছে না পুমা। মঙ্গলবার (১২ ডিসেম্বর) জার্মান স্পোর্টসওয়্যার ফার্মের এক মুখপাত্র জানিয়েছেন, আগামী বছর ইসরায়েলের জাতীয় ফুটবল দলের সঙ্গে করা স্পনসরশিপ চুক্তি শেষ করবে পুমা। ফিন্যান্সিয়াল টাইমসের করা রিপোর্টে অবশ্য পুমার অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে দাবি করা হয়েছে যে, এক বছর আগেই ইসরায়েলের সাথে চুক্তি শেষ করার সিদ্ধান্ত নিয়েছিল পুমা। এর সাথে সম্প্রতি ইসরায়েলের গাজায় চালানো নৃশংসতার কোনো সম্পর্ক নেই। ফিন্যান্সিয়াল টাইমসের করা প্রতিবেদনে আরও বলা হয়, এই সিদ্ধান্তের সাথে সাম্প্রতিক শুরু হওয়া ইসরায়েলের সাথে সংশ্লিষ্ট সবকিছু বয়কটের সিদ্ধান্তের কোনো সম্পর্ক নেই। এটি শুধু আর্থিক কারণেই করা হয়েছে। কোম্পানিটি ইসরায়েলের সাথে সার্বিয়ার মতো আরও কিছু জাতীয় দলের সাথেও নিজেদের চুক্তি নবায়ন করবে না বলে জানা গেছে। যদিও পুমার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, ফিলিস্তিনিপন্থি অনেক মানবাধিকার কর্মী পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকে সমর্থন করার জন্য এই ব্র্যান্ডকে অভিযুক্ত করে আসছে, যা পুমা বরাবরই অস্বীকার করেছে। সম্প্রতি বছরগুলোতে, পুমার স্টোরের বাইরে বিক্ষোভও অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়াও ব্র্যান্ডটির পণ্য বয়কটের আহ্বান গাজায় ইসরায়েলের আক্রমণ শুরু হওয়ার পর থেকে আরও তীব্রতর হয়েছে।
১২ ডিসেম্বর, ২০২৩
X