নারীদের ভোটকেন্দ্রে আনতে নাসিমপত্নীর উঠান বৈঠক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের পক্ষে ভোটের মাঠে নেমেছেন তার সহধর্মিণী বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ড. জাহানারা আরজু।  জানা গেছে, প্রতিদিনই বিভিন্ন এলাকা, দোকানপাট, পাড়া, মহল্লায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। এরই ধারাবাহিকতায় ছাগলনাইয়া উপজেলার পৌরশহরের ১, ২, ৩ ওয়ার্ডে নারী ভোটারদের সঙ্গে উঠান বৈঠক করেছেন নাসিমপত্নী। এ সময় ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে আসতে নারীদের প্রতি জোড় আহ্বান জানান তিনি। মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেলে পৌরশহরের ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর খোকন পাটোয়ারীর উদ্যোগে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকের মধ্য দিয়ে ডা. জাহানারা আরজু স্বামীর পক্ষে প্রতিদিনের মতো নির্বাচনী প্রচারণা শুরু করেন। বৈঠকে কয়েক হাজার নারী ভোটার অংশ নেন এবং আগামী ৭ জানুয়ারি নৌকায় ভোট দিবেন বলে আশ্বস্ত করেন। নৌকার পক্ষে তারা নাসিমপত্নীর সঙ্গে স্লোগান ধরেন। পরে সবার হাতে স্বামীর নির্বাচনী লিফলেট তুলে দেন ডা. জাহানারা আরজু। উঠান বৈঠকে আসা সুফিয়া বেগমের বাড়ি দক্ষিণ সতর গ্রামে। তিনি মূলত অন্যের বাড়িতে কাজ করেন। প্রার্থীর সহধর্মিণীকে কাছে পেয়ে খুশি হন তিনি। তাদের জীবনমানের উন্নতির জন্য কিছু আবদারের কথাও জানান নাসিমপত্নীর কাছে। তার মতো অনেকেই নানা দাবির কথা তুলে ধরেন।  ডা. জাহানারা আরজু বলেন, এই আসনে নারীর ক্ষমতায়ন, নারীরা যেন তথ্যপ্রযুক্তিতে এগোতে পারে, সর্বোপরি মানুষের জীবনমান পরিবর্তনের জন্য নৌকার প্রার্থী কাজ করবেন। তিনি সব শ্রেণিপেশার মানুষকে ভালোবাসেন ও শ্রদ্ধা করেন। কারো মধ্যে কোনো ভেদাভেদ করেন না। উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, এনসিসি ব্যাংকের কর্মকর্তা, জালাল চৌধুরী পাপ্পু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ নিজাম উদ্দিন মজুমদার, পৌর মেয়র এম মোস্তফা, ফেনী জেলা আওয়ামী লীগের সহসভাপতি শেখ আব্দুল্লাহ প্রমুখ।
০২ জানুয়ারি, ২০২৪
X