স্বাক্ষর জালিয়াতি করে জন্মনিবন্ধন বানিয়ে দিচ্ছিল দুই তরুণ
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) এক ওয়ার্ড কাউন্সিলরের স্বাক্ষর জালিয়াতি করে নকল জন্ম নিবন্ধন বানিয়ে দেওয়ার অভিযোগে সাগর ও রেজাউল করিম নামে দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৫ মে) সন্ধ্যায় হালিশহর থানার ওসি কায়সার হামিদ কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার রাতে নগরের হালিশহর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় উদ্ধার করা হয় চসিকের প্যানেল মেয়র ও চসিক কাউন্সিলর আব্দুস সবুর লিটনের নামে বানানো সিল এবং প্যাড। তাছাড়া জন্ম নিবন্ধন সহকারী সুমন গুপ্তর নামে জন্ম নিবন্ধন লোগো সম্বলিত ৬টি সিল ও স্ট্যাম্প প্যাড উদ্ধার করা হয়। হালিশহর থানার ওসি কায়সার হামিদ কালবেলাকে বলেন, কাউন্সিলর অফিসের স্টাফ আবার কখনো পাসপোর্ট অফিসের স্টাফ বলে তারা পরিচয় দিত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় কাউন্সিলর ও জন্ম নিবন্ধন সহকারীর নামে করা সিল-স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, এসব ব্যবহার করে নকল জন্ম-নিবন্ধন বানিয়ে প্রতারণা করে আসছিল গ্রেপ্তারকৃতরা। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
১৫ মে, ২০২৪

শেরপুরে পৌর মেয়রসহ বরখাস্ত নির্বাহী কর্মকর্তা ও কাউন্সিলর
বগুড়ার শেরপুর পৌরসভার মেয়র জানে আলম খোকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। রোববার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব আব্দুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়েছে। পৃথক প্রজ্ঞাপনে গতকাল সোমবার পৌর নির্বাহী কর্মকর্তা ইমরোজ মুজিব ও পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফিরোজ উদ্দীন আহমেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এই দুজনকে বরখাস্ত করা হয়। মেয়রকে সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপনে বলা হয়, মেয়রের বিরুদ্ধে বিধিবহির্ভূতভাবে বাস টার্মিনালের ২০২০ এবং ২০২১ সালে ইজারা মওকুফ; অনিয়মতান্ত্রিকভাবে মাস্টাররোলে কর্মচারী নিয়োগ; জিপ গাড়ি মেরামতের নামে অতিরিক্ত বিল প্রদান; ২২৮টি দোকান বরাদ্দ প্রদান না করা; পৌরসভার বিভিন্ন ক্রয়ে দুর্নীতি ও অনিয়ম; পৌরসভার গৃহকর অ্যাসেসমেন্টে দুর্নীতি; ইমারত ও ভূমির ওপর অতিরিক্ত কর আদায় সংক্রান্ত অভিযোগ প্রমাণিত হয়েছে। মেয়র জানে আলম খোকা বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো সঠিক নয়। প্রজ্ঞাপনের চিঠি হাতে পেলে পরবর্তী সময়ে পদক্ষেপ নেবেন বলে জানান তিনি। বরখাস্ত হওয়ার পর প্রতিক্রিয়ায় নির্বাহী কর্মকর্তা ইমরোজ মুজিব বলেন, ৭ লাখ টাকা আত্মসাতের সঙ্গে তিনি জড়িত নন। তার স্বাক্ষর জাল করে টাকা আত্মসাৎ করেছে অন্য কেউ। এ বিষয়ে মন্ত্রণালয়ে জবাব দেবেন তিনি। অন্যদিকে কাউন্সিলর ফিরোজ উদ্দীন আহমেদের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও সেটি বন্ধ পাওয়া যায়। এ কারণে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।
১৪ মে, ২০২৪

নাসিক কাউন্সিলর সামসুজ্জোহা সাসপেন্ড
টিসিবি পণ্য বিতরণে অনিয়ম ও এক নারী কাউন্সিলরকে লাঞ্ছিত করার অভিযোগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সামসুজ্জোহাকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। গতকাল রোববার দুপুরে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেন। জাকির হোসেন বলেন, টিসিবি পণ্য বিতরণে অনিয়ম, দুর্নীতি এবং স্বজনপ্রীতির অভিযোগ ওঠে ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. সামসুজ্জোহার বিরুদ্ধে। এতে প্রতিবাদ জানালে ২৫, ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর সানিয়া আক্তারকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এই অভিযোগের প্রাথমিক তদন্তের পর মন্ত্রণালয় অভিযুক্ত কাউন্সিলরকে সাময়িকভাবে বরখাস্তের সিদ্ধান্ত নেয়। এ-সংক্রান্ত চিঠি আমরা পেয়েছি এবং বরখাস্তের বিষয়ে অভিযুক্ত কাউন্সিলরকেও সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে। সংশ্লিষ্ট ওয়ার্ডের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখার জন্য ওই ওয়ার্ডে আরেকজন কাউন্সিলরকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হবে বলেও জানান জাকির। গত ৫ মার্চ সন্ধ্যায় ২৬ নম্বর ওয়ার্ডের অনুকূলে আসা টিসিবির পণ্য বিতরণে দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতির প্রতিবাদ করায় সংরক্ষিত নারী কাউন্সিলর সানিয়া আক্তারকে লাঞ্ছিত করেন সামসুজ্জোহা ও তার লোকজন। এ ঘটনায় সানিয়া বন্দর থানায় একটি লিখিত অভিযোগও করেন। অভিযোগে কাউন্সিলর সামসুজ্জোহা ছাড়াও তার ভাই মো. জাহাঙ্গীর ও মো. রিপন ওরফে অটো রিপনকে অভিযুক্ত করা হয়। যদিও পরদিন একই থানায় পাল্টা অভিযোগ করেন কাউন্সিলর সামসুজ্জোহা।
১৩ মে, ২০২৪

নারায়ণগঞ্জে নারী কাউন্সিলর লাঞ্ছিত, অতঃপর...
টিসিবি পণ্য বিতরণে অনিয়ম ও এক নারী কাউন্সিলরকে লাঞ্ছিত করার অভিযোগে নারায়ণগঞ্জে সামসুজ্জোহা নামে এক নাসিক কাউন্সিলরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। রোববার (১২ মে) দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেন। টিসিবি পণ্য বিতরণে দুর্নীতি এবং তাতে বাধা দিলে এক সংরক্ষিত নারী কাউন্সিলরকে শারীরিকভাবে আঘাত করার অভিযোগের প্রাথমিক তদন্তের পর তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। জাকির হোসেন বলেন, টিসিবি পণ্য বিতরণে অনিয়ম, দুর্নীতি এবং স্বজনপ্রীতির অভিযোগ ওঠে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. সামসুজ্জোহার বিরুদ্ধে। এতে প্রতিবাদ জানালে ২৫, ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ডের জন্য সংরক্ষিত নারী কাউন্সিলর সানিয়া আক্তারকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এ অভিযোগের প্রাথমিক তদন্তের পর মন্ত্রণালয় অভিযুক্ত কাউন্সিলরকে সাময়িকভাবে বরখাস্তের সিদ্ধান্ত নেয়। এ সংক্রান্ত চিঠি আমরা পেয়েছি এবং বরখাস্তের বিষয়ে অভিযুক্ত কাউন্সিলরকেও সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে। সংশ্লিষ্ট ওয়ার্ডের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখার জন্য ওই ওয়ার্ডে আরেকজন কাউন্সিলরকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হবে বলেও জানান জাকির। এর আগে, গত ৭ মে বরখাস্তের বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করা হয়। স্থানীয় সরকার বিভাগ আরেক চিঠিতে অভিযুক্ত কাউন্সিলর সামসুজ্জোহার বিরুদ্ধে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন অনুযায়ী তাকে কাউন্সিলর পদ থেকে অপসারণের সিদ্ধান্ত চূড়ান্ত করতে তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। গত ৫ মার্চ সন্ধ্যায় ২৬নং ওয়ার্ডের অনুকূলে আসা টিসিবির পণ্য বিতরণে দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতির প্রতিবাদ করায় সংরক্ষিত নারী কাউন্সিলর সানিয়া আক্তারকে মারধর ও লাঞ্ছিত করেন সামসুজ্জোহা ও তার লোকজন। এ ঘটনায় সানিয়া বন্দর থানায় একটি লিখিত অভিযোগও করেন। অভিযোগে কাউন্সিলর সামসুজ্জোহা (৫০) ছাড়াও তার ভাই মো. জাহাঙ্গীর (৩৭) ও মো. রিপন ওরফে অটো রিপনকে (৪০) অভিযুক্ত করা হয়। যদিও পরদিন একই থানায় পাল্টা অভিযোগ করেন কাউন্সিলর সামসুজ্জোহা। সানিয়া আক্তারের অভিযোগ ছিল, কাউন্সিলর সামসুজ্জোহা গত বছরের ৯ জানুয়ারি ২ হাজার পরিবারের জন্য আসা টিসিবির পণ্য বিতরণ না করে বিক্রি করে দেন। এ কারণে বুধবার বিকেলে ২৬ নম্বর ওয়ার্ডে ১৯শ পরিবারের জন্য আসা টিসিবির পণ্য বিতরণের আগে গুনে দেখতে চান সানিয়া। এতে বাধা দেন সামসুজ্জোহা। পরে তাকে অকথ্য ভাষায় গালি দিয়ে চর-থাপ্পড় মারেন বলে লিখিত অভিযোগে সানিয়া আক্তার উল্লেখ করেছেন। এ সময় কাউন্সিলর সানিয়া আক্তারের ব্যক্তিগত সচিব মো. নাঈমকেও মারধর করা হয় বলে জানান তিনি। এই ঘটনায় সানিয়া আক্তার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাও নেন। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। তদন্তে সামসুজ্জোহার বিরুদ্ধে টিসিবি পণ্য বিতরণে দুর্নীতি, স্বজনপ্রীতি ও অনিয়ম এবং নারী কাউন্সিলরকে শারীরিকভাবে আঘাত করার অভিযোগের সত্যতা পাওয়া যায় বলে মন্ত্রণালয়ের চিঠিতে উল্লেখ করা হয়। এ বিষয়ে ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. সামসুজ্জোহা বলেন, এখানে এক পক্ষের কথা শুনে আমাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এটা আবার নতুন করে তদন্ত হবে। সেখানে সকলেরই বক্তব্য শোনা হবে এবং সকলের সঙ্গে সার্বিক বিষয়ে কথা হবে। তখন এ বিষয়টার সমাধান হয়ে যাবে।
১২ মে, ২০২৪

লেবার পার্টির কাউন্সিলর হলেন ‘কাল মার্কস’
লেবার পার্টির কাউন্সিলর নির্বাচিত হয়েছেন ‘কাল মার্কস’। শুনতে অবাক লাগলেও অবিশ্বাস্য নয় এটি। তবে তিনি জার্মান দার্শনিক নন। এ রাজনীতিবীদের পুরো নাম কার্ল পিটার মার্ক্স ওয়ার্ডলো। গত বৃহস্পতিবার (০২ মে) যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে ব্রিনিংটন ও স্টকপোর্ট অঞ্চলের প্রতিনিধি নির্বাচিত হন তিনি। শুক্রবার (০৩ মে দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  ব্রিটিশ এ রাজনীতিবীদের সঙ্গে জার্মান দার্শনিক কাল মার্কসের নামের মিল রয়েছে। তিনি একাধারে জার্মান দার্শনিক, অর্থনীতিবিদ, ইতিহাসবেত্তা, সমাজ বিজ্ঞানী, রাজনৈতিক তাত্ত্বিক, সমাজতান্ত্রিক বিপ্লবী। সমগ্র মানব ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্বদের একজন হলেন কাল মার্কস। তার নামের সঙ্গে মিল থাকা এ রাজনীতিবীদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছেন। মোট ভোটের ৬১ শতাংশই অর্জন করেছেন তিনি।  যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে সাফল্য পেয়েছেন লেবার পার্টির কয়েক ডজন প্রার্থী। এ তালিকায় জায়গা করে নিয়েছেন মার্কস। যদিও স্টকপোর্টের কাউন্সিলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ কারও হাতে নেই। কেননা এ জায়গাটিতে লিবারেল ডেমোক্রেটরা সমচেয়ে বেশি আসন পেয়েছেন।  কাল মার্কস আগে গ্রিন পার্টির সদস্য ছিলেন। তবে লেবার পার্টির হয়ে তার সাফল্য ধরা দিয়েছে। ২০১৯ সালে লেবার পার্টির হয়ে কাউন্সিলর নির্বাচনে অংশ নিয়ে মাত্র ১৩ শতাংশ ভোট পেয়েছিলেন। ওই সময়ে তিনি লেবার পার্টির তৎকালীন প্রার্থী কেরি ওয়াটার্সের কাছে হেরে যান   
০৫ মে, ২০২৪

সেই নারী কাউন্সিলর চামেলীকে দল থেকে বহিষ্কার
ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর সৈয়দা রোকসানা ইসলাম চামেলীকে দল থেকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ। বুধবার (২৪ এপ্রিল) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে দলটি। এর আগে ওই নারী কাউন্সিলরের একটি নগ্ন ভিডিও ভাইরাল হয়। যা নিয়ে রীতিমতো চলে সমালোচনার ঝড়। কয়েকদিন ধরে নগর আওয়ামী লীগ ও কেন্দ্রীয় নেতাদের হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ঘুরপাক খায়। ভিডিওতে দেখা যায়, সংরক্ষিত এ নারী কাউন্সিলর আবাসিক হোটেলের শীতাতপ নিয়ন্ত্রিত একটি কক্ষে একজন পুরুষের সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় রয়েছেন। তার সঙ্গী ওই পুরুষটি চামেলীর ইচ্ছাতেই অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করছেন। যুব মহিলা লীগের সাবেক এ নেত্রীর এমন ভিডিওটি এখন আওয়ামী লীগ নেতাদের মোবাইলে মোবাইলে। আওয়ামী লীগের একাধিক সূত্র জানায়, ২০১৬ সালে যুব মহিলা লীগের শীর্ষ এক নেত্রীর আশীর্বাদে শুরুতেই সংগঠনের কেন্দ্রীয় সদস্যের পদ বাগিয়ে নেন চামেলী। পদকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে আরও ওপরে ওঠার স্বপ্ন দেখেন তিনি। সেজন্য বেশিদিন যুব মহিলা লীগে আর সক্রিয় না থেকে পদকে পুঁজি করে মূল দলে প্রবেশের চেষ্টা করেন। পরে নগর দক্ষিণ আওয়ামী লীগের এক শীর্ষ নেতাকে ম্যানেজ করে মূল দলে নগরের সদস্যপদ বাগিয়ে নেন। এরপর ওপর মহলের আশীর্বাদে চামেলী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৩, ১৯ ও ২০ ওয়ার্ডে পরপর দুবার সংরক্ষিত নারী কাউন্সিলর নির্বাচিত হন।  আওয়ামী লীগের কেন্দ্রীয় ও নগর নেতাদের অনেকের সঙ্গেই শখ্য রয়েছে চামেলীর। প্রভাবশালী হয়ে উঠেন সিটি করপোরেশনেও। সেই প্রভাব খাটিয়ে সরকারি রেলের কোটি কোটি টাকার জমি দখলের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অজ্ঞান অবস্থায় শাহবাগের ফুটপাতে পড়ে থাকার ঘটনাও ঘটান এই নারী কাউন্সিলর। পরে পথচারীরা উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করান।
২৪ এপ্রিল, ২০২৪

নারী কাউন্সিলর চামেলীর নগ্ন ভিডিও ভাইরাল
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য এবং সিটি করপোরেশনের ২০নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর সৈয়দা রোকসানা ইসলাম চামেলীর নগ্ন ভিডিও ভাইরাল হয়েছে। কয়েকদিন ধরে নগর আওয়ামী লীগ ও কেন্দ্রীয় নেতাদের হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে এ ভিডিও ঘুরপাক খাচ্ছে। এতে চরম ইমেজ সংকটে পড়েছে নগর আওয়ামী লীগ। দলীয় ইমেজ নষ্ট ও গঠনতন্ত্র ভঙ্গের অভিযোগে যে কোনো সময় তার বিরুদ্ধে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে একটি সূত্র জানিয়েছে। ভিডিওতে দেখা যায়, সংরক্ষিত এ নারী কাউন্সিলর আবাসিক হোটেলের শীতাতপ নিয়ন্ত্রিত একটি কক্ষে একজন পুরুষের সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় রয়েছেন। তার সঙ্গী ওই পুরুষটি চামেলীর ইচ্ছাতেই অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করছেন। যুব মহিলা লীগের সাবেক এ নেত্রীর এমন ভিডিওটি এখন আওয়ামী লীগ নেতাদের মোবাইলে মোবাইলে। নগর আওয়ামী লীগের একাধিক সূত্র কালবেলাকে জানায়, নারী কাউন্সিলরের নগ্ন ভিডিও ভাইরালের বিষয়টি নিয়ে কেন্দ্রীয় হাইকমান্ডের সঙ্গে কথা বলেছেন নগরের শীর্ষনেতারা। যে কোনো সময় তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এ ব্যাপারে জানতে চাইলে নগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী কালবেলাকে বলেন, বিষয়টি আমরা খুব সিরিয়াসলি দেখছি। কেউ দলের ইমেজ নষ্ট ও সংগঠনের শৃঙ্খলাবিরোধী কাজ করলে অবশ্যই দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, এর আগেও প্রভাব খাটিয়ে সরকারি রেলের কোটি কোটি টাকার জমি দখল, অজ্ঞান অবস্থায় শাহবাগের ফুটপাতে পড়ে থাকাসহ আপত্তিকর নানা কাজে জড়ান এই নারী কাউন্সিলর।
২৩ এপ্রিল, ২০২৪

ভোটের তিন বছর পর কাউন্সিলর হচ্ছেন আলী আহাম্মদ
ভোট গ্রহণের তিন বছর পর আদালতের রায়ে ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর পদে জয় পেয়েছেন এসএম আলী আহাম্মদ। শুক্রবার (১৯ এপ্রিল) নির্বাচন কমিশনের উপসচিব মো. মিজানুর রহমান এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ ও দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য ময়মনসিংহ বিভাগীয় কমিশনারকে চিঠি দিয়েছেন। এর আগে মঙ্গলবার (১৬ এপ্রিল) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। জানা গেছে, ২০২১ সালের ৩০ জানুয়ারি গৌরীপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে পৌরসভার ৯ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে ডালিম প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন এসএম আলী আহাম্মদ। ভোট গ্রহণ শেষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী উটপাখি প্রতীকের মোহাম্মদ আরিফুল ইসলাম ভূঁইয়াকে বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন। এদিকে ফলাফল প্রত্যাখান করে আইনের আশ্রয় নিয়ে আদালতের দ্বারস্থ হন আলী আহাম্মদ। দীর্ঘ আইনি লড়াই শেষে আদালত পুনরায় ভোট গণনার নির্দেশ দেয়। এতে দেখা যায় ডালিম প্রতীক ৬০৪  ভোট  ও উটপাখি প্রতীক ৫৩৯ ভোট পেয়েছে। গত বছর ২৯ অক্টোবর নিম্ন আদালত পূর্বঘোষিত ফলাফল বাতিল করে ডালিম প্রতীকের প্রার্থী আলী আহাম্মদকে বিজয়ী ঘোষণা করেন। এরপর নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেন উটপাখি প্রতীকের প্রার্থী মোহাম্মদ আরিফুল ইসলাম ভূঁইয়া । আপিলের পর উচ্চ আদালত গত ২৫ জানুয়ারি নিম্ন আদালতের রায়ের ওপর ৮ সপ্তাহ স্থগিতাদেশ দেন। এরপর আবারও আইনি লড়াই শুরু হয়। গত ৩ মার্চ উচ্চ আদালত ও নির্বাচনী ট্রাইব্যুনাল আপিলের চূড়ান্ত রায় ঘোষণা করে নিম্ন আদালতের রায় বহাল রাখেন। এস এম আলী আহাম্মদ বলেন, ‘ভোটারদের প্রতি আমার আস্থা ছিল। পাশাপাশি আমি সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম। আমার সঙ্গে যে অন্যায় হয়েছিল তার জন্য ন্যায়বিচার পেতে আইনের দ্বারস্থ হয়েছি। আইনি লড়াইয়ে ন্যায় বিচার পেয়ে জয়ী হয়েছি।’ অপরদিকে পরাজিত প্রার্থী মোহাম্মদ আরিফুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘এ মুহূর্তে আমি এই বিষয়টি নিয়ে কোন মন্তব্য করতে চাচ্ছি না।’ এ বিষয়ে যোগাযোগ করা হলে গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ বলেন, ‘ময়মনসিংহ বিভাগীয় কমিশনার স্যার এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবেন।’
২০ এপ্রিল, ২০২৪

চসিকের কাউন্সিলর নুর মোস্তফা টিনু কারাগারে
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ১৬ নম্বর (চকবাজার) ওয়ার্ড কাউন্সিলর নুর মোস্তফা টিনুকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তার জামিনের আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেওয়া হয়। মঙ্গলবার (১৯ মার্চ) চট্টগ্রাম এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ারের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। অভ্যন্তরীণ বিরোধের জেরে যুবলীগ কর্মীকে তুলে ওয়ার্ড কার্যালয়ে নিয়ে বেধড়ক মারধরের অভিযোগে করা মামলায় টিনুকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি আদালতের বেঞ্চ সহকারী হানিফ কালবেলাকে নিশ্চিত করেছেন। মামলা সূত্রে জানা গেছে, মারধরের শিকার মেহেদী হাসান রাকিব চকবাজার এলাকায় যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়ক উপ-কমিটির সদস্য নুরুল আজিম রনির অনুসারী। গত রোববার (৩ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বন্ধু অভিজিৎ সেনের মালিকানাধীন একুশে ড্রাগ হাউস নামে একটি ফার্মেসিতে বসা ছিলেন মেহেদী হাসান রাকিব। রাত ৮ টার দিকে কাউন্সিলর টিনু তার বন্ধু অভিজিতের মোবাইল ফোনে কল করে মেহেদি হাসান রাকিবের সঙ্গে কথা বলেন। এ সময় তাকে সিটি করপোরেশনের গাড়ি দিয়ে তুলে নেওয়ার এবং মামলা দিয়ে কারাগারে পাঠানোর হুমকি দেন টিনু। কথোপকথনের পর রাত সাড়ে ৮ টার দিকে ১০-১৫ জন যুবক ফার্মেসির সামনে আসেন। তাকে তুলে কাপাসগোলা এলাকায় চকবাজার ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে কাউন্সিলর টিনু তাকে মারধর করেন এবং ঘটনাটি কাউকে জানালে প্রাণ নাশ ও মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেন। এ ঘটনায় পর দিন রাতেই মেহেদি হাসান রাকিব বাদি হয়ে কাউন্সিলর নুর মোস্তফা টিনুসহ ছয়জনের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা দায়ের করেন। মামলার অন্য আসামিরা হলেন- কায়সার হামিদ, সাকিবুল ইসলাম, রবিউল ইসলাম রাজু, মো আজম ও মো শাকিল।
১৯ মার্চ, ২০২৪

ডিএসসিসির ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হলেন নূরের নবী রাজু
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১১ নম্বর ওয়ার্ডের নতুন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ নেতা নূরের নবী ভূঁইয়া রাজু। শনিবার অনুষ্ঠিত ওয়ার্ডটির কাউন্সিলর পদে উপনির্বাচনে রেডিও প্রতীকে তিনি ৩ হাজার ৩৯৬ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘুড়ি প্রতীকের হামিদুল হক পেয়েছেন ১ হাজার ২৩৭ ভোট। ডিএসসিসির ১১ নম্বর ওয়ার্ডটি শাহজাহানপুর ও এর আশপাশের এলাকা নিয়ে গঠিত। উপনির্বাচনে প্রার্থী ছিলেন মোট সাতজন। ঠেলাগাড়ি প্রতীকে আব্দুল লতিফ পেয়েছেন ১ হাজার ১১০ ভোট, লাটিম প্রতীকে মেহেদী হাসান পায়েল ২০৮, এয়ারকন্ডিশনার প্রতীকে জায়েদুজ্জামান ১১৪, ঝুড়ি প্রতীকে মো. খালেদ ১০৩ এবং ট্রাক্টর প্রতীকে সরকার ফেরদৌস আলম ৮৯ ভোট পেয়েছেন। নবনির্বাচিত কাউন্সিলর নূরের নবী রাজু আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক। গত বছরের ১৯ আগস্ট ওয়ার্ডটির কাউন্সিলর মির্জা আসলাম আসিফের মৃত্যুর পর উপনির্বাচনের তপশিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
১০ মার্চ, ২০২৪
X