ঢাবি সাহিত্য সংসদের আয়োজনে উন্মুক্ত সাহিত্য কুইজ প্রতিযোগিতা
ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ (ডিইউএলএস) আয়োজন করতে যাচ্ছে সর্বসাধারণের জন্য উন্মুক্ত ‘ডিইউএলএস অনলাইন সাহিত্য কুইজ প্রতিযোগিতা ২০২৪’।  আয়োজকরা জানান, এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রতিযোগীদের নির্ধারিত সময়ের পূর্বে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। প্রতিযোগিতাটি অনলাইনে গুগল ফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হবে। রেজিস্ট্রেশনের শেষ সময় ৩০ এপ্রিল রাত ১২টা পর্যন্ত। এ প্রতিযোগিতায় ৫০টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান ১, সময় ৩০ মিনিট। প্রশ্নের মূল বিষয় থাকবে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ, মধ্য যুগ, আধুনিক যুগ ও মহান ভাষা আন্দোলন। এতে সর্বোচ্চ নম্বর অর্জনকারী পাঁচজন বিজয়ীকে ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে। প্রতিযোগিতার বিস্তারিত নিয়মাবলি পাওয়া যাবে সংসদের অফিসিয়াল ফেসবুক পেইজে।  আয়োজন প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদের সভাপতি মো. ফারহান ইশরাক বলেন, প্রতিবছরের ন্যায় এবারও আমরা সাহিত্য কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছি। সবার মাঝে সাহিত্য চর্চা ছড়িয়ে দিতে আমাদের এই প্রয়াস। সাধারণ সম্পাদক নাহিয়ান ফারুক বলেন, আমরা বিশ্বাস করি, সাহিত্য চর্চা সমাজকে আলোকিত করে। সেই লক্ষ্যে বর্তমান প্রজন্মকে সাহিত্যের আলোয় আলোকিত করতে আমাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও আমরা এমন আয়োজন করব। উল্লেখ্য, ‘জন্মাতে চাই প্রাক্তন সময়ের গর্ভে’- স্লোগানকে ধারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে সাহিত্যপাঠ ও চর্চায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এ ছাড়াও নিয়মিত পাঠচক্র, বুক রিভিউ প্রতিযোগিতা, প্রবন্ধ প্রতিযোগিতা, পাক্ষিক সাহিত্য আড্ডা, ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা ‘ডাহুক’ প্রকাশ, বইমেলা বাৎসরিক গল্প ও প্রবন্ধ সংকলন, সাহিত্য উৎসব আয়োজনসহ সাহিত্য সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে সংগঠনটি।
১৬ এপ্রিল, ২০২৪

যবিপ্রবিতে বঙ্গবন্ধু ও বাংলাদেশ বিষয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (যবিপ্রবিসাস) ঐতিহাসিক ৭ মার্চ পালন করেছে। এ উপলক্ষে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তনে (টিএসসি) সাংবাদিক সমিতির কার্যালয়ে এ সভা ও প্রতিযোগিতা হয়। কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন সমিতির সদস্য মো. ফরিদ হাসান, দ্বিতীয় হন মোতালেব হোসাইন ও তৃতীয় শেখ সাদী ভূঁইয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও যবিপ্রবিসাসের উপদেষ্টা অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, বঙ্গবন্ধু চেয়েছিলেন মানুষের মুখে হাসি ফুটাতে। সোনার বাংলাদেশ গড়তে। বঙ্গবন্ধুর সেই স্বপ্নপূরণ করতে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন স্মার্ট বাংলাদেশ গড়তে হলে তোমাদের আলোকিত মানুষ হতে হবে। যবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি মো. জহুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যবিপ্রবিসাসের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখার উপপরিচালক আব্দুর রশিদ অর্ণব, বিশ্ববিদ্যালয়ের তথ্য কর্মকর্তা ও সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসাইন ও বর্তমান সাধারণ সম্পাদক সজীবুর রহমান।
০৭ মার্চ, ২০২৪

ঢাবিতে পঞ্চম জাতীয় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটি (ডিইউকিউএস) কর্তৃক আয়োজিত দেশের স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে দুদিনব্যাপী পঞ্চম জাতীয় কুইজ প্রতিযোগিতা-২০২৪ সম্পন্ন হয়েছে। গত রোববার (৩ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে দুদিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটির মডারেটর অধ্যাপক ড. মুহম্মদ মাহবুবুর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির আরেক মডারেটর ড. রায়হান সরকার এবং ডিএমপির ডেপুটি কমিশনার (তেজগাঁও জোন), এইচ এম আজিমুল হক। এই প্রতিযোগিতায় ৫৪টি জেলা থেকে আগত ৮৬টি স্কুল, ৫৮টি কলেজ ও ৭৪টি বিশ্ববিদ্যালয় টিমের প্রায় দেড় হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। ৪ মার্চ আন্তঃবিশ্ববিদ্যালয় কুইজ ও মেগা কুইজ ব্যাটলে অংশ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুইজ দলগুলোসহ সমগ্র বাংলাদেশ থেকে আসা কুইজ টিমগুলো। এ বছর আন্তঃস্কুল কুইজ প্রতিযোগিতায় ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, আন্তঃকলেজ প্রতিযোগিতায় ঢাকা কলেজ এবং আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। একক কুইজে সেরা ১০ ছাড়াও প্রতিটি সেগমেন্টে ১ম রানার্সআপ, ২য় রানার্সআপ নির্ধারিত হয়।  পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে প্রাইজমানিসহ সার্টিফিকেট, বই, ক্রেস্ট ও মেডেল প্রদান করেন প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার। তিনি শিক্ষার্থীদের জ্ঞানের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানান এবং জাতীয় পর্যায়ে এমন কুইজ প্রতিযোগিতা আয়োজনের জন্য ঢাবি কুইজ সোসাইটির ভূয়সী প্রশংসা করেন।  বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান ‘কুইজ কুইজ’ সঞ্চালক ফেরদৌস বাপ্পী। এ ছাড়া, বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটির সম্মানিত মডারেটর অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও ড. রায়হান সরকার।  দ্বিতীয় দিন অন্তঃবিশ্ববিদ্যালয় কুইজে চ্যাম্পিয়ন হয় পপুলেশন সায়েন্সেস বিভাগের টিম পপ ক্র্যাকার্স এবং সারা দেশ থেকে মেগা কুইজ ব্যাটলে চ্যাম্পিয়ন হয় টিম এস্থেটিকস পপ ক্রাকার্স। একক কুইজে চ্যাম্পিয়ন হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র রাশেদ রাশা চৌধুরী।  শেষ দিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক শহিদুজ্জামান, সাবেক সহসভাপতি আসিফ নিয়াজি, সাবেক সভাপতি অহিদুল ইসলাম রাকিব, সাবেক সভাপতি নওশের আহমেদ।  ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটির দুইদিনব্যাপী এই কুইজ প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি রিমন আল মাহ্দী এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন সাধারণ সম্পাদক শোয়াইব রহমান।
০৫ মার্চ, ২০২৪

আইএসইউ ওয়ার্ল্ডকাপ জিনিয়াস কুইজ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) আয়োজনে রাজধানীর মহাখালী ক্যাম্পাসে ‘আইএসইউ ওয়ার্ল্ডকাপ জিনিয়াস’ এর গ্র্যান্ড ফিনালে ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় এ আয়োজনে ঢাকা কমার্স কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় আদমজী ক্যান্টনম্যান্ট কলেজ। আইএসইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ কে এম মোশাররফ হুসাইন, ভাইস-চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আতিকুর রহমান,উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান ও অনলাইন পাঠদান প্রতিষ্ঠান টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। প্রতিযোগিতায় নটরডেম কলেজকে পরাজিত করে তৃতীয় স্থান অর্জন করেছে মাইলস্টোন কলেজ। ৯৮ রান করে টুর্নামেন্ট সেরা জিনিয়াস হয়েছেন নটরডেম কলেজের হামিম আদনান। পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দল ৫০,০০০ টাকা রানার্সআপ দল যথাক্রমে ৩০,০০০ টাকা ও ১৫,০০০ টাকা। টুর্নামেন্ট সেরা জিনিয়াস পেয়েছেন ১০,০০০ টাকা , ক্রেস্ট এবং সার্টিফিকেট। ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষ্যে একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি তিন দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করে। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির হেড অব পাবলিক রিলেশন্স রাইসুল হক চৌধুরীর পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় ‘আইএসইউ ওয়ার্ল্ডকাপ জিনিয়াস’ কুইজ প্রতিযোগিতার পার্টনার ছিল যমুনা ব্যাংক লিমিটেড, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, স্ট্যান্ডার্ড ইন্সুরেন্স লি., জাপানের নাম্বার ওয়ান ওয়াটার পিউরিফাইয়ার টরেভিনো, ফিওনা বাংলাদেশ, ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ) এবং এক্সিলেন্স বাংলাদেশ। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত ট্রেজারার এইচ টি এম কাদের নেওয়াজ, রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিকসহ বিভিন্ন বিভাগের চেয়ারপার্সন, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীরা।
১৮ অক্টোবর, ২০২৩
X