ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ০৫ মার্চ ২০২৪, ০৪:০২ পিএম
আপডেট : ০৫ মার্চ ২০২৪, ০৪:১০ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবিতে পঞ্চম জাতীয় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পঞ্চম জাতীয় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত। ছবি : কালবেলা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পঞ্চম জাতীয় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটি (ডিইউকিউএস) কর্তৃক আয়োজিত দেশের স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে দুদিনব্যাপী পঞ্চম জাতীয় কুইজ প্রতিযোগিতা-২০২৪ সম্পন্ন হয়েছে।

গত রোববার (৩ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে দুদিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটির মডারেটর অধ্যাপক ড. মুহম্মদ মাহবুবুর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির আরেক মডারেটর ড. রায়হান সরকার এবং ডিএমপির ডেপুটি কমিশনার (তেজগাঁও জোন), এইচ এম আজিমুল হক।

এই প্রতিযোগিতায় ৫৪টি জেলা থেকে আগত ৮৬টি স্কুল, ৫৮টি কলেজ ও ৭৪টি বিশ্ববিদ্যালয় টিমের প্রায় দেড় হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। ৪ মার্চ আন্তঃবিশ্ববিদ্যালয় কুইজ ও মেগা কুইজ ব্যাটলে অংশ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুইজ দলগুলোসহ সমগ্র বাংলাদেশ থেকে আসা কুইজ টিমগুলো।

এ বছর আন্তঃস্কুল কুইজ প্রতিযোগিতায় ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, আন্তঃকলেজ প্রতিযোগিতায় ঢাকা কলেজ এবং আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। একক কুইজে সেরা ১০ ছাড়াও প্রতিটি সেগমেন্টে ১ম রানার্সআপ, ২য় রানার্সআপ নির্ধারিত হয়।

পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে প্রাইজমানিসহ সার্টিফিকেট, বই, ক্রেস্ট ও মেডেল প্রদান করেন প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার। তিনি শিক্ষার্থীদের জ্ঞানের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানান এবং জাতীয় পর্যায়ে এমন কুইজ প্রতিযোগিতা আয়োজনের জন্য ঢাবি কুইজ সোসাইটির ভূয়সী প্রশংসা করেন।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান ‘কুইজ কুইজ’ সঞ্চালক ফেরদৌস বাপ্পী। এ ছাড়া, বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটির সম্মানিত মডারেটর অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও ড. রায়হান সরকার।

দ্বিতীয় দিন অন্তঃবিশ্ববিদ্যালয় কুইজে চ্যাম্পিয়ন হয় পপুলেশন সায়েন্সেস বিভাগের টিম পপ ক্র্যাকার্স এবং সারা দেশ থেকে মেগা কুইজ ব্যাটলে চ্যাম্পিয়ন হয় টিম এস্থেটিকস পপ ক্রাকার্স। একক কুইজে চ্যাম্পিয়ন হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র রাশেদ রাশা চৌধুরী।

শেষ দিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক শহিদুজ্জামান, সাবেক সহসভাপতি আসিফ নিয়াজি, সাবেক সভাপতি অহিদুল ইসলাম রাকিব, সাবেক সভাপতি নওশের আহমেদ।

ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটির দুইদিনব্যাপী এই কুইজ প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি রিমন আল মাহ্দী এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন সাধারণ সম্পাদক শোয়াইব রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্লোগানে-স্লোগানে ফের উত্তাল চবি

আরও তিন হলে ভিপি-জিএসে ছাত্রশিবির এগিয়ে

চাকসুতে কেন্দ্রীয় সংসদে দুই পদে এগিয়ে ছাত্রশিবির, একপদে ছাত্রদল

চবিতে আরও দুই হলের ফল ঘোষণা

কারচুপি হলে বাংলাদেশ অচল করে দেবে ছাত্রদল: রাকিব

সোহরাওয়ার্দী হলে ভিপি-জিএসে এগিয়ে শিবির

সোহরাওয়ার্দী হলে পুনরায় ভোট গণনার দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

আরেক হলের ফল ঘোষণা, তিন পদেই এগিয়ে ছাত্রদল

হাসপাতালে খালেদা জিয়া

ইসরায়েলি কারাগারে নির্যাতনের বর্ণনা দিলেন গ্রেটা থুনবার্গ

১০

চবিতে মুখোমুখি অবস্থানে ছাত্রদল-ছাত্রশিবির

১১

চাকসুর ফল কারচুপির চেষ্টার অভিযোগে শাহবাগে ছাত্রদলের অবস্থান

১২

৩১ দফা বাস্তবায়নে / বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সোহাগের গণসংযোগ ও লিফলেট বিতরণ

১৩

চবিতে ২ প্লাটুন বিজিবি মোতায়েন

১৪

সেনা হেফাজতে থাকা কর্মকর্তাদের বিচার নিয়ে ভলকার তুর্কের আহ্বান

১৫

বিএনপিকে ধন্যবাদ জানাল জামায়াত

১৬

চাকসু নির্বাচনে আরেক হলের ফল ঘোষণা, ভিপি পদে এগিয়ে ছাত্রদল

১৭

গোমতীর চরে আগাম সবজির চাষ, অধিক লাভের আশা কৃষকের

১৮

নতুন কুঁড়ি প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে কেশবপুরের তপস্যা

১৯

গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

২০
X