ভোট দিতে যাওয়ার পথে কুপিয়ে জখম
নোয়াখালীর সুবর্ণচরে ভোটকেন্দ্রে যাওয়ার পথে দোয়াত-কলম প্রতীকের প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আনম চৌধুরী সেলিমের এক সমর্থককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আহত শামছুদ্দিন সর্দার (৫৫) সুবর্ণচর উপজেলার ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা। জানা যায়, শামছুদ্দিন সর্দার তার ভোটকেন্দ্র এসহাক মুন্সীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে যাচ্ছিলেন। এ সময় আনারস প্রতীকের সমর্থকরা তাকে ভোটকেন্দ্রে যেতে নিষেধ করে। এর পরেও ভোট দিতে গেলে দুর্বৃত্তরা শামছুদ্দিনকে বেধড়ক মারধর করে এবং মাথায় ও হাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।  পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে আসলে সেখান থেকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করা হয়। চরজব্বর থানার ওসি কাওসার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত করে আইগত ব্যবস্থা নেওয়া হবে।
১৮ ঘণ্টা আগে

লোহাগড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধ / কুপিয়ে জখম ৩
নড়াইলের লোহাগড়া উপজেলার লোহাগড়া ইউনিয়নের চরবকজুড়ি গ্রামের এরশাদ মোল্যার বাড়িতে গত ১৭ এপ্রিল সন্ধ্যার দিকে একই গ্রামের মো. মহিউদ্দিন মোল্যার নেতৃত্বে ১৪/১৫ জন দুর্বৃত্ত বোন নাজমা বেগম, এরশাদ মোল্যা, হারুন মোল্যাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।  এজাহার ও স্বজনদের সূত্রে জানা গেছে, উপজেলার চরবকজুড়ি গ্রামের হুমায়ুন মোল্যার পরিবারের সঙ্গে জমিজমা সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন একই গ্রামের মো. মহিউদ্দিন মোল্যার পরিবারের মধ্যে ঝামেলা চলছিলো। এরই জের ধরে বুধবার (১৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার সময় মহিউদ্দিন মোল্যা, আফজাল মোল্যা, উজ্জল মোল্যা, খোকা মোল্যা, লিঠু মোল্যা, মনসুর মোল্যা, জাহিদ মোল্যা, উজ্জ্বল মোল্যা, মুকিত মোল্যা, রঞ্জু মোল্যা, সাইদ মোল্যাসহ আরও ৩/৪ জন মোট ১৪/১৫ জন মিলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নাজমা বেগম, এরশাদ মোল্যা, হারুন মোল্যাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।  এ সময় স্থানীয় লোকজন আহতদেরকে দ্রুত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য গুরুতর আহত নাজমা বেগমকে নড়াইল সদর হাসপাতালে পাঠায়। এ ছাড়া আহত বাকি ২ জন এরশাদ মোল্যা ও হারুন মোল্যা লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। এ সময় আহত এরশাদ মোল্যা প্রাথমিক চিকিৎসা নিয়ে আহত ভাই-বোনের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ফার্মেসি থেকে ঔষধ কেনার জন্য আসলে পুনরায় দুর্বৃত্তরা এরশাদ মোল্যাকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। এ সময় নিজেকে রক্ষা করার জন্য এরশাদ মোল্যা দৌড়ে লোহাগড়া থানায় আশ্রয় নেন। পরবর্তীতে পুলিশি হেফাজতে তাকে চিকিৎসার জন্য লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। এ ঘটনায় বৃহস্পতিবার (১৮এপ্রিল) আহতদের বোন লোহাগড়া উপজেলার লংকারচর গ্রামের বাবুল হোসেনের স্ত্রী সাবিনা ইয়াসমিন বাদী হয়ে উল্লিখিত ১১ জনকে ও অজ্ঞাতনামা আরও ৩/৪ কে আসামি করে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নম্বরটি ২১/১৮। এ বিষয়ে আহত মহিউদ্দিন মোল্যা বলেন, এ ঘটনায় আমার কোন ধরনের সম্পৃক্ততা নেই, এরশাদ মোল্যার পরিবারের সঙ্গে আফজাল মোল্যার মারামারি হচ্ছিলো। তখন আমি মারামারি ঠেকাতে গেলে প্রতিপক্ষের লোকজন আমাকে মারপিট করে আমার বাম হাত ভেঙে দেয়। আমি এখন লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছি। এ বিষয়ে লোহাগড়া থানার ইনস্পেক্টর তদন্ত আব্দুল্লাহ আল মামুন বলেন, মারামারির খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ দ্রত ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ ঘটনায় ১১ জনসহ অজ্ঞাত আরও ৩/৪ জনকে আসামি করে থানায় একটি মামলা রুজু হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। প্রতিপক্ষের কেউ থানায় এখনো কোন অভিযোগ করেনি, তবে অভিযোগ পেলে সেটিও তদন্ত করে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।  
১৯ এপ্রিল, ২০২৪

আ.লীগ নেতা ও তার ছেলেকে কুপিয়ে জখম
মৌলভীবাজারের মোংলায় তুচ্ছ ঘটনায় চিলা ইউনিয়নের এক আওয়ামী লীগ নেতা ও তার ছেলেকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। সোমবার (২৫ মার্চ) রাতে ইউনিয়নের কালিকাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।  আহত ওই আওয়ামী লীগ নেতার নাম আব্দুল হালিম হাওলাদার (৫৫)। তিনি চিলা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য। অপর আহত তার ছেলে সোহাগ হাওলাদার (৩৬)। আর অভিযুক্ত প্রতিপক্ষের নাম বেলাল সরদার বলে জানা যায়। ঘটনায় গুরুতর অবস্থায় আহত বাবা-ছেলেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাতেই তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এ ঘটনার থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আহত হালিম হাওলাদারের ভাই আলম হাওলাদার।   আলম হাওলার জানান, হাসপাতালে ভর্তি হালিম হাওলাদার তার ছেলেকে নিয়ে শ্যালক হাফিজ হাওলাদারকে দেখতে যাচ্ছিলেন। চিলা ইউনিয়নের কালিকাবাড়ী এলাকায় পৌঁছালে তুচ্ছ ঘটনায় কথাকাটাকাটির একপর্যায়ে বেল্লাল সরদার দেশীয় অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা করেন। এতে বাবা ও ছেলে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তাদের ওপর হামলাকারী বেল্লাল সরদার একসময় সুন্দরবনের বনদস্যু ছিলেন।   এদিকে অভিযুক্ত বেল্লাল সরদারকে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করলেও ফোন রিসিভ করেননি। এলাকাবাসী অনেকে বলছেন, বেল্লাল এলকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। মোংলা থানা ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছিল। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
২৬ মার্চ, ২০২৪

সাভারে দুজনকে কুপিয়ে জখম করল কিশোর গ্যাং
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাভারে কর্মরত এক সাংবাদিকের ছেলেসহ দুজনকে কুপিয়ে গুরুতর জখম করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় সাভারের এনাম মেডিকেলে চিকিৎসা দেওয়া হয়। রোববার (১৭ মার্চ) ঢাকা-আরিচা মহাসড়কের সাভার রেডিও কলোনি স্কুলের সামনে এ ঘটনা ঘটে।  আহতরা হলেন- সাংবাদিক মতিউর রহমান ভান্ডারীর ছেলে জিসান প্রামাণিক (১৫) ও তার সহপাঠী সিয়াম রাজা (১৫)। তারা দুজনই বিপিএটিসি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী। তবে হামলাকারীদের পরিচয় পাওয়া যায়নি। আহত জিসানের বাবা মতিউর রহমান ভান্ডারী বলেন, হামলাকারীরা ও আমার ছেলে একই শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ালেখা করে। স্কুল বাসে বসা নিয়ে ওই স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে বেশ কিছুদিন আগে বাকবিতণ্ডা হয়। সেই বাকবিতণ্ডার জেরে আমার ছেলে ও তার সহপাঠীকে আজ বাড়ি থেকে ডেকে নেয় হামলাকারীরা। কোনো কিছু বুঝে ওঠার আগেই পূর্ব পরিকল্পনা মতো তাদের ওপর হামলা চালায় তারা। এ ব্যাপারে সাভার মডেল থানার এসআই সাব্বির বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করে হাসপাতালে খবর নিয়েছি। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানতে পেরেছি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
১৮ মার্চ, ২০২৪

চাঁদার দাবিতে ৪ তরমুজ চাষিকে কুপিয়ে জখম
বরিশালের বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ৪ তরমুজ চাষিকে কুপিয়ে জখম করা হয়েছে। আহতরা হলেন- বাহাদুর হাওলাদার (৩৬), বাবু হাওলাদার (৩০), কবির হাওলদার (৩৫) ও পনির হাওলাদার (৩০)। আহতদের মধ্যে বাহাদুর হাওলাদার ও বাবুকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলার ভরপাশা ইউনিয়নের কামারখালী বাজারে এ ঘটনা ঘটেছে।  আহতের ভাই মিলন হাওলাদার বাদী হয়ে ১৪-১৫ জনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় পুলিশ মৃত গাজী আলাউদ্দিনের পুত্র ও ভরপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মিজানুর রহমান লিটনকে থানা পুলিশ আটক করেছে। অপরদিকে ঘটনার পরপর বেলা ১টায় তরমুজ চাষিরা বাকি অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে চাষি মহির হাওলার ও কামাল জানান, প্রতি বছর তারা তরমুজ চাষ করতে এসে এলাকায় চাঁদাবাজি ও হয়রানির শিকার হন। চাঁদাবাজরা তাদের হুমকি দিয়েছে শিগগিরই চাঁদা দাবির ১ লাখ টাকা না দিলে চাঁদাবাজরা তাদেরকে খুন করবে, তরমুজ নিয়ে যাবে ও মিথ্যা মামলা দিবে বলে  হুমকি দেয়। এ ঘটনায় তারা ঊর্ধ্বতন পুলিশ প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।   বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আফজাল হোসেনে বলেন, তরমুজ চাষিদের কাছে চাঁদা দাবি ও ৪ জনকে কুপিয়ে জখম করার ঘটনায় মিলন  হাওলাদার নামে এক তরমুজ চাষি বাদী হয়ে একটি মামলা দায়ের করেন, মামলার এজাহারে উল্লেখ আসামি ভরপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকি আসামিদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে।
০৫ মার্চ, ২০২৪

মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ সভাপতিকে কুপিয়ে জখম
পিরোজপুরে নৌকার এজেন্ট ও জেলা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সভাপতি ফয়সাল আকনকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাতে শহরতলীর নামাজপুরে ইমরুল কায়েসের দোকানের সামনে এ ঘটনা ঘটে।  এ ঘটনায় ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ বিচারের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করেছে। এ সময় সন্ত্রাসীদের মদদদাতাসহ দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে তারা। ফয়সাল আকন মধ্য নামাজপুর মোফাজ্জেল আকনের ছেলে। ফয়সালের পারিবারের অভিযোগ সূত্রে জানা গেছে, ফয়সাল বাড়ি থেকে বের হওয়া মাত্রই স্বতন্ত্র প্রার্থী একেএম আউয়ালের ঈগল প্রতীকের সমর্থক (ক্যাডার) সাইদুল ফরাজি, মিজান, সাইদুল ফকির ও ভাড়াটিয়া সন্ত্রাসী জামালসহ আরও ১০-১২ জন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা তাকে মৃত ভেবে ফেলে রেখে চলে যায়। ঘটনার পর এলাকাবাসী তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ফয়সালকে খুলনায় পাঠিয়ে দেন। জেলা হাসপাতালের চিকিৎসক আরিফ হাসান জানান, রোগীর অবস্থা যথেষ্ট সংকটাপন্ন। তার মাথা, গাল, পিঠের নিচে থেকে পাকস্থলির কিছু অংশ বের হয়ে এসেছে। ডান হাতের পেশি পুরাপুরি কেটে গেছে। বাম হাতের তর্জনীর মাঝখানের অংশটা সম্পূর্ণ পড়ে গেছে। এতে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আমরা প্রথমিক চিকিৎসা দিয়ে তাকে খুলনা পাঠিয়েছি। এ ব্যাপারে পিরোজপুর সদর থানার ওসি তদন্ত মোহাম্মদ জুলফিকার বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভিকটিমের বাবার সঙ্গে কথা বলেছি। আসামি গ্রেপ্তারের জন্য আমাদের একাধিক টিম মাঠে কাজ করছে। গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে।
২৪ ফেব্রুয়ারি, ২০২৪

বিচ্ছেদ সইতে না পেরে স্ত্রী, কন্যা ও শাশুড়িকে কুপিয়ে জখম
নোয়াখালীর সেনবাগে বিবাহ বিচ্ছেদ সইতে না পেরে স্ত্রী, কন্যা ও শাশুড়িকে কুপিয়ে জখম করেছেন সাবেক স্বামী। এতে গুরুত্বর আহত দুজনকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।    শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার অর্জুনতলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইদিলপুর গ্রামের ফাতেমার নতুন বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর পরই অভিযুক্ত আমির হোসেন (৫০) পালিয়ে যায়। সে জেলার সোনাইমুড়ী উপজেলার অম্বরনগর ইউনিয়নের এতিম আলী জমাদার বাড়ির সফি উল্যার ছেলে।   আহতরা হলেন, অর্জুনতলা ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের ইদিলপুর গ্রামের  লোকমান হোসেনের স্ত্রী মাফিয়া বেগম (৬০), তার মেয়ে ফাতেমা বেমগ (৩৮) ও নাতনি রাবেয়া আক্তার (১৮)।   ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ২৬ বছর আগে পারিবারিকভাবে সোনাইমুড়ীর উপজেলার আমির হোসেনের সঙ্গে সেনবাগের ইদিলপুর গ্রামের ফাতেমা বেগমের বিয়ে হয়। কয়েক বছর পর তাদের সংসারে কলহ দেখা দেয়। এতে এখন থেকে তিন বছর আগে তাদের বিচ্ছেদও হয়ে যায়। এরপর ফাতেমা দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে বাবার বাড়ির পাশে ইদিলপুর গ্রামে নতুন বাড়ি করে বসবাস শুরু করেন। শুক্রবার ভোর রাতের দিকে ফাতেমা ও তার মা নামাজ পড়তে উঠলে আমির ধারালো দা নিয়ে আকস্মিক তাদের ঘরে ঢুকে পড়ে। এরপর এলোপাতাড়ি সাবেক স্ত্রী ফাতেমা, শাশুড়ি মাফিয়া বেগম ও তার মেয়ে রাবেয়াকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।  পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে মাফিয়া বেগম ও তার মেয়ে ফাতেমা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। তাদের দুজনের অবস্থা আশঙ্কাজনক।    এ বিষয়ে জানতে চাইলে সেনবাগ থানার ওসি (তদন্ত) মো. হেলাল উদ্দিন বলেন, বিষয়টি আমাকে জানানো হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১৬ ফেব্রুয়ারি, ২০২৪

চট্টগ্রামে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম
চট্টগ্রামের লোহাগাড়ায় আরিফুল ইসলাম নামে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ সময় তার সঙ্গে থাকা ইসমাইল নামের আরও একজন হামলার শিকার হয়েছেন। আরিফ উপজেলার বারো আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি। বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাত পৌনে নয়টায় পদুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ফরিয়াদিরকুল এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলার শিকার আরিফুল ইসলাম (২৬) পদুয়ার ফরিয়াদিরকুলের মোহাম্মদ হাসানের পুত্র। একই এলাকার মোহাম্মদ হারুনের পুত্র মোহাম্মদ ইসমাইল (২২)। জানা যায়, আরিফ পদুয়া বাজার হতে মোটরসাইকেল যোগে তার নিজ বাড়িতে যাচ্ছিল। এ সময় ওত পেতে থাকা দুর্বিত্তরা মোটরসাইকেলের গতিরোধ করে। তাদের থামিয়ে সঙ্গে সঙ্গেই এলোপাথাড়ি মারতে শুরু করে। সঙ্গে থাকা ধারালো অস্ত্র দিয়ে আরিফের মাথা এবং শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে জখম করে। আর আরিফের সঙ্গে থাকা ইসমাইলকে কিল ঘুষির সঙ্গে বুকে জোরালোভাবে আঘাত করে। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিয়ে যান। সদর হাসপাতালের নেওয়ার পর অবস্থা গুরুতর দেখে আরিফকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যজনকে প্রাথমিক চিকিৎসার পর তার পরিবারের লোকেরা বাড়িতে নিয়ে যায়। এ ব্যাপারে জানতে লোহাগাড়া থানার ওসি রাশেদুল ইসলামকে কয়েকবার ফোন করা হলেও তার ফোন রিসিভ হয়নি।
১৫ ফেব্রুয়ারি, ২০২৪

গাছ কাটার দ্বন্দ্বে স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম করল প্রতিবেশী
ঝালকাঠির নলছিটিতে গাছ কাটাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। রোববার (২১ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার ১নং ভৈরবপাশা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে ইশ্বরকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর নাম জহর আলী হাওলাদার (৬০) ও তার স্ত্রী মিনারা বেগম (৫০)। আহত জহর আলী হাওলাদারের ছেলে হিরণ বলেন, সকালে মৃত কাঞ্চন হাওলাদারের ছেলে ইকবাল ও উজ্জল আমাদের জমির গাছ কাটছিলেন। বাবা তাদের বাধা দিলে এক পর্যায়ে লাঠি দিয়ে তারা আমার বাবাকে পেটাতে শুরু করে। পরে মা তাকে রক্ষা করতে গেলে, মাকে ধারালো অস্ত্রের কোপে জখম করে। আমার বাবা ঘাড়, পিঠ, মাথা ও হাতে মারাত্মক আঘাত পেয়েছেন। মায়ের প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এরপরে স্থানীয় লোকজন জহর আলী হাওলাদার ও তার স্ত্রীকে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যান। মিনারা বেগমের মাথায় ১৪টি সেলাই লাগে। এ বিষয়ে নলছিটি থানায় অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে নলছিটি থানার এসআই হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। গাছ কাটাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। জমিজমা নিয়ে তাদের বিরোধ চলছে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা চলমান।
২১ জানুয়ারি, ২০২৪

আশুলিয়ায় যুবককে কুপিয়ে জখম
সাভারের আশুলিয়ায় পূর্বশত্রুতার জের ধরে সাইফুল ইসলাম অপু (২৮) নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। ভুক্তভোগী সাইফুল আশুলিয়ার টংগাবাড়ি এলাকার জামাল উদ্দিন ব্যাপারীর ছেলে। এ ঘটনায় আটজনের নামোল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও তিনজনের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করেছেন ভুক্তভোগীর বড় ভাই শহিদুল ইসলাম বাবু। মামলার আসামিরা হলেন—আশুলিয়ার টংগাবাড়ী এলাকার হাসান মাদবর ওরফে মগন (২৮), রানা মাদবর (২৭), আবুল মাদবর (৬২), রনি মাদবর (২৭), তুহিন মাদবর (২৩), মনো মাদবর (৫৫), অলি মাদবর (২০) ও মুন্না মাদবরসহ (২৪) অজ্ঞাতপরিচয় আরও তিনজন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৭ জানুয়ারি রাত সাড়ে ১১টার দিকে অপু তার বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন। এ সময় জমি-সংক্রান্ত পূর্বশত্রুতার জের ধরে মামলায় উল্লিখিত আসামিরা দেশি ধারালো অস্ত্র, লোহার রড, লাঠিসোটা নিয়ে অতর্কিতভাবে তার ওপর হামলা চালায় এবং কুপিয়ে জখম করে। এ সময় ভুক্তভোগীর বড় ভাই বাবু এগিয়ে এলে তার ওপরও হামলা চালানো হয়। একপর্যায়ে স্থানীয়রা এগিয়ে এলে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা। পরে তাদের আহত অবস্থায় উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ভুক্তভোগী অপু জানান, মামলা দায়েরের সাত দিন পেরিয়ে গেলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানান তিনি। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আরাফাত বলেন, এ ঘটনায় দায়ের করা মামলার আসামিদের মধ্যে সাতজন জামিনে রয়েছেন। বাকিজন পলাতক। তবে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
১৬ জানুয়ারি, ২০২৪
X