কমিটির দ্বন্দ্বে ভোট থেকে বাদ গণতন্ত্রী পার্টি
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্রী পার্টির সব বৈধ প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে দ্বন্দ্বের কারণে এ সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশনের উপসচিব মো. মাহবুব আলম শাহ স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এদিকে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল শুনানিতে আরও ৬৪ প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। আপিল শুনানির তৃতীয় দিনে গতকাল তাদের মনোনয়ন বৈধ বলে ঘোষণা দেয় কমিশন। এদিন ১০০ জনের মধ্যে শুনানির পর আপিল আবেদন নামঞ্জুর হয়েছে ৩৫ জনের। আর একটি আবেদনের বিষয়ে সিদ্ধান্ত হয়নি। এ নিয়ে গত তিন দিনে ১৭১ প্রার্থী মনোনয়ন ফিরে পেলেন। এর আগে সোমবার ৫১ জন ও রোববার ৫৬ প্রার্থী তাদের মনোনয়ন ফিরে পান। ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, ৩০০ আসনে মনোনয়নপত্র দাখিল হয় ২ হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা বাতিল করেন ৭৩১টি। আর বৈধ হয় ১ হাজার ৯৮৫টি। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫৬১টি আপিল জমা পড়ে। ১৫ ডিসেম্বর পর্যন্ত শুনানি করে আপিল আবেদনগুলো নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন। গতকাল মনোনয়ন বৈধ ঘোষণা করা প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির চার, জাসদের তিন, গণফোরামের দুই, তৃণমূল বিএনপির এক, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) চার ও কল্যাণ পার্টির একজন ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র আরও ২৮ প্রার্থী রয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্যরা হলেন জাতীয় পার্টির ঢাকা-১৯ আসনের প্রার্থী আবুল কালাম আজাদ, ফেনী-১ আসনের শাহরিয়ার ইকবাল, নোয়াখালী-৬ আসনের মুসফিকুর রহমান ও মানিকগঞ্জ-১ আসনের হাসান সাইদ, গোপালগঞ্জ-২ আসনে জাসদের ফুলমিয়া মোল্লা, ঢাকা-১৭ আসনে ইদ্রিস বেপারি ও কুমিল্লা-১ আসনে বড়ুয়া মনোজিত ধীমান, গণফোরামের কুমিল্লা-১১ আসনে আব্দুর রহমান জাহাঙ্গীর ও নরসিংদী-৩ আসনের মাহফুজুর রহমান, তৃণমূল বিএনপির সিলেট-৪ আসনের আবুল হোসেন, কল্যাণ পার্টির নোয়াখালী-২ আসনের সরওয়ার আলম এবং বিএনএমের ফুরিদপুর-৩ আসনের গোলাম রাব্বানী খান, ঢাকা-১৮ আসনের মফিজুর রহমান, পিরোজপুর-২ আসনের ইয়ার হোসেন রিপন ও কুমিল্লা-২ আসনের আরিফুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ঝারকাঠি-১ আসনের মনিরুজ্জামান, ঢাকা-১৮ আসনের বশির উদ্দিন, ঠাকুরগাঁও-৩ আসনের আশা মনি, কুড়িগ্রাম-৪ আসনের মাসুম ইকবাল, সিলেট-৩ আসনে ইহতেশামুল হক চৌধুরী, লালমনিরহাট-২ আসনে হালিমা খাতুন, খুলনা-৩ আসনে ফাতেমা জামান সাথী, কিশোরগঞ্জ-৫ আসনে সুব্রত পাল, লক্ষ্মীপুর-১ আসনে হাবিবুর রহমান পবন প্রমুখ। এদিকে গণতন্ত্রী পার্টির সব প্রার্থীর প্রার্থিতা বাতিলের চিঠিতে ইসি জানায়, গণতন্ত্রী পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদক পৃথকভাবে দুটি কমিটি ইসিতে জমা দিয়েছেন। দলীয় এ বিভক্তির কারণে কমিশন উভয় কমিটি নামঞ্জুর করেছে। ফলে অনুমোদিত কোনো কমিটি না থাকায় এ দলের পক্ষে যেসব প্রার্থী মনোনয়ন ফরম দাখিল করেছেন, তাদের প্রার্থিতা বাতিলের জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণে অনুরোধ করা হলো। এবারের নির্বাচনে ৪৪টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে গণতন্ত্রী পার্টিসহ ২৯টি রাজনৈতিক দল অংশ নেয়। এর মধ্যে নির্বাচন বর্জনে থাকা বাংলাদেশ মুসলিম লীগকে ইসি নির্বাচনে অংশগ্রহণকারী দলের মধ্যে রাখলেও তারা প্রার্থিতা দেওয়ার কথা অস্বীকার করেছে। ফলে ইসির হিসাবে বর্তমানে ২৮টি রাজনৈতিক দল নির্বাচনের মাঠে থাকল। বাস্তবে সেই সংখ্যা ২৭টি।
১৩ ডিসেম্বর, ২০২৩

নিরপেক্ষ নির্বাচনে ইসির প্রতি পূর্ণ আস্থা রয়েছে : গণতন্ত্রী পার্টি
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের (ইসি) প্রতি পূর্ণ আস্থা রয়েছে বলে জানিয়েছেন গণতন্ত্রী পার্টির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. শহীদুল্লাহ সিকদার। শনিবার (৯ ডিসেম্বর) নির্বাচন কমিশনের আহ্বানে আয়োজিত এক শুনানিতে অংশ নিয়ে সাংবাদিকদের দেওয়া প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।  সম্প্রতি ১৪ দলের অন্যতম শরিক গণতন্ত্রী পার্টির নেতৃত্ব নিয়ে দলে ভাঙন দেখা দেয়। এখন দুই ধারায় বিভক্ত দলটি। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে দু’পক্ষই কবুতর প্রতীকে অংশ নিচ্ছে। ইতোমধ্যে উভয় পক্ষই প্রার্থী ঘোষণা করেছে। যে কারণে বৈধ পক্ষ ও প্রতীক বরাদ্দের বিষয়টি চূড়ান্ত করতে শুনানিতে উভয় অংশকে ডাকে নির্বাচন কমিশন। শুনানিতে নিজ নিজ অবস্থান তুলে ধরেন নেতারা। এখন সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন।   শুনানি শেষে নির্বাচন প্রসঙ্গে শহীদুল্লাহ সিকদার বলেন, আমরা আশা করি, দেশে একটি নিরপেক্ষ ও অর্থবহ নির্বাচন হবে। ইতোমধ্যে নির্বাচনের জন্য সারা দেশে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। শুনানিতে অংশ নেন ব্যারিস্টার আরস আলী, নূরুর রহমান সেলিম, শরাফত আলী হীরা, ভূপেন্দ্র ভৌমিক দোলন প্রমুখ।
০৯ ডিসেম্বর, ২০২৩

নৌকা প্রতীকে ভোট করতে চায় গণতন্ত্রী পার্টি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট করতে জোটগত নির্বাচনে প্রতীক বরাদ্দের জন্য প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) চিঠি দিয়েছে গণতন্ত্রী পার্টি। শনিবার (১৮ নভেম্বর) গণতন্ত্রী পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী সিইসিকে এ চিঠি দেন। চিঠিতে জানানো হয়, জোটভুক্ত দলগুলো জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলে কী প্রতীক ব্যবহার করবে, সে বিষয়ে তপশিল ঘোষণার তিন দিনের মধ্যে নির্বাচন কমিশনে আবেদনের কথা বলা হয়েছে। গণতন্ত্রী পার্টি ১৪ দলীয় জোটভুক্ত একটি নিবন্ধিত রাজনৈতিক দল। গণতন্ত্রী পার্টি থেকে জোটগত প্রার্থী হিসেবে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা ১৪ দলীয় জোটের বৃহত্তম শরিক দল বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকা ব্যবহার করতে ইচ্ছুক। বিষয়টি বিবেচনায় নিয়ে ১৪ দলীয় জোটভুক্ত গণতন্ত্রী পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের নৌকা প্রতীক ব্যবহারের অনুমতি চেয়েছে দলটি। এদিকে গতকাল শুক্রবার (১৭ নভেম্বর) এক বৈঠকে ৫০টি আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দেয় দলটি। পার্টির সভাপতিমণ্ডলীর এই সভাটি ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. মো. শহীদুল্লা সিকদারের সভাপতিত্বে কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বৈঠকে সর্বসম্মতিতে নির্বাচন কমিশন ঘোষিত নির্বাচনী তপশিলকে স্বাগত জানিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্টির পক্ষ থেকে কমবেশি ৫০টি আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। তবে ১৪ দলীয় জোটের সঙ্গে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করার ক্ষেত্রে প্রার্থীর সংখ্যা পুনর্নির্ধারণ করার সিদ্ধান্তও গৃহীত হয়।
১৮ নভেম্বর, ২০২৩

৫০ আসনে প্রার্থী দেবে গণতন্ত্রী পার্টি
দ্বাদশ জাতীয় নির্বাচনে ৫০টি আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে গণতন্ত্রী পার্টি। গতকাল শুক্রবার এক বৈঠকে এ সিদ্ধান্ত নেন ১৪ দলের অন্যতম শরিক দলটির নেতারা। পার্টির সভাপতিমণ্ডলীর সভাটি কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন পার্টির ভারপ্রাপ্ত সভাপতি ডা. মো. শহীদুল্লা সিকদার। সভাপতি আরশ আলী দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অনলাইনে যোগ দেন। বৈঠকে সর্বসম্মতিতে নির্বাচন কমিশন ঘোষিত নির্বাচনী তপশিলকে স্বাগত জানিয়ে জাতীয় সংসদ নির্বাচনে পার্টির পক্ষ থেকে কম-বেশি ৫০টি আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। তবে ১৪ দলীয় জোটের সঙ্গে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করার ক্ষেত্রে প্রার্থীর সংখ্যা পুনর্নির্ধারণ করার সিদ্ধান্তও গৃহীত হয়।
১৮ নভেম্বর, ২০২৩
X