তহুরা-সাগরিকাদের গোল উৎসব
তহুরা খাতুন একাই করলেন ৭ গোল। জাতীয় দলের স্ট্রাইকারের সঙ্গে গোল উৎসবে মেতেছিলেন সাগরিকাও। চার গোল করেছেন উঠতি এ ফরোয়ার্ড। তাতে আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব ১৭-০ গোলে জামালপুর কাচারিপাড়া একাদশকে উড়িয়ে দিল। কমলাপুর শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের সপ্তম মিনিটে গোল উৎসবের সূচনা করেন স্বপ্না রানী। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে শেষ করেছেন সাগরিকা। মাঝে আরও ১৫ বার কাচারিপাড়া একাদশ জাল থেকে বল কুড়াতে হয়েছে। ম্যাচে তহুরা খাতুন ও সাগরিকার হ্যাটট্রিকের ম্যাচে জোড়া গোল করেছেন সুরভী আকন্দ প্রীতি। স্কোরশিটে নাম লেখান স্বপ্না রানী, কোহাতি কিসকু, সুরমা জান্নাত, মুনকি আক্তার।
১০ মে, ২০২৪

সাবিনা-মারিয়াদের এক ম্যাচে ১৯ গোল
ইউসিবি নারী লিগে নাসরিন স্পোর্টস একাডেমির সামনের রীতিমতো উড়ে গেল জামালপুর কাচারিপাড়া একাদশ। সাবিনা খাতুন, শামসুন্নাহার জুনিয়র ও মারিয়া মান্ডার হ্যাটট্রিকে তারকাসমৃদ্ধ দলটি জিতল ১৯-০ গোলে। সাবিনা, শামসুন্নাহার ও মারিয়া মান্ডা করেছেন চারটি করে গোল। মাসুরা পারভীন, সানজিদা আক্তার ও মাতসুশিমা সুমাইয়া করেছেন দুটি করে গোল। ম্যাচের অন্য গোলটি করেছেন মারজিয়া আক্তার। ম্যাচে নাসরিন স্পোর্টস একাডেমির গোল উৎসব শুরু হয়েছিল ৩ মিনিটে সেন্টারব্যাক মাসুরা পারভীনের কল্যাণে। গোল উৎসব শেষ হয়েছে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে শামসুন্নাহারকে দিয়ে। মাঝে ১৭ মিনিটে সাবিনা খাতুনের করা গোলটি আসে পেনাল্টি থেকে। বসুন্ধরা কিংস নারী লিগ থেকে নাম প্রত্যাহার করায় জাতীয় দলের একঝাঁক তারকা নতুন গন্তব্য হিসেবে নাসরিন স্পোর্টস একাডেমিকে বেছে নেন। উড়ন্ত সূচনা পেল তারকাসমৃদ্ধ দলটি। এ ম্যাচ দিয়ে প্রতিপক্ষ দলগুলোকে সতর্কবার্তাও দিয়ে রাখল সাবিনা খাতুনদের দল।
৩০ এপ্রিল, ২০২৪

এল ক্লাসিকো / জানা গেল কেন ইয়ামালের গোল দেয়নি রেফারি 
রিয়াল মাদ্রিদের একক আধিপত্যের মধ্য দিয়ে শেষ হয়েছে এই মৌসুমের সর্বশেষ এল ক্লাসিকো। মাঠে রিয়াল-বার্সার লড়াই শেষ হলেও মাঠের বাইরে এর উত্তাপ কমছে না। বেশিরভাগ বার্সা সমর্থকের দৃঢ় বিশ্বাস রেফারির ভুলের কারণেই ম্যাচ হেরেছে তারা।   বিশেষ করে ম্যাচের ২৮তম মিনিটে লামিনে ইয়ামালের শট গোললাইন অতিক্রম করেছিল কিনা, এ নিয়ে স্প্যানিশ ফুটবল পুরো সরগরম। রেফারির গোল না দেওয়ার সিদ্ধান্তের পক্ষে-বিপক্ষে বিস্তর আলোচনা চলছে। অবশেষে বিতর্কিত সেই সিদ্ধান্তের ব্যাখা দেওয়ার চেস্টা করেছে স্প্যানিশ এফএ। ঘটনাটি ম্যাচের ২৮তম মিনিটের। রাফিনহার করা কর্নার থেকে লামিনে ইয়ামালের বুদ্ধিদীপ্ত টোকায় বোকা বনে যান রিয়াল গোলকিপার আন্দ্রি লুনিন। কোনোরকমে বল গোলের ভেতর ঢোকা থেকে বাঁচান। তবে বল ঠেকালেও খালি চোখে মনে হচ্ছিল বল গোললাইন অতিক্রম করেছে। তবে এরপর নানা অ্যাঙ্গেল থেকে দেখে এটিকে গোল নয় বলে জানায় ভিএআর। বার্সেলোনার বিপক্ষে রিয়ালের জয় ছাপিয়ে এই সিদ্ধান্তই এখন ফুটবল দুনিয়া গরম করে রেখেছে। এদিকে বিষয়টি নিয়ে রীতিমতো মুখোমুখি অবস্থানে চলে গেছে বার্সা ও রিয়াল। বার্সা সভাপতি হুয়ান লার্পোতা তো ভিএআর ভুল প্রমাণ হলে পুনরায় ম্যাচ আয়োজনের দাবি তুলেছেন। অবশেষে এমন আলোচনা-সমালোচনার মধ্যেই স্প্যানিশ ফুটবল ফেডারেশন ইয়ামালকে গোল না দেওয়ার একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) জনপ্রিয় ফুটবলভিত্তিক ওয়েবসাইট গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী, ইয়ামালের সেই গোল নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ না করলেও ভিএআরের অডিও প্রকাশ করেছে স্প্যানিশ এফএ। সেই অডিও থেকে জানা গেছে, ভিএআর রেফারি সানচেজ মার্তিনেজ মাঠের রেফারি সোতো গার্দোকে আসলে কী বলেছিলেন। স্প্যানিশ এফএর প্রকাশ অডিওতে মার্তিনেজকে বলতে শোনা গেছে, ‘আমার কাছে বল যে পুরোপুরি গোল লাইন অতিক্রম করেছে তার সুস্পষ্ট কোনো প্রমাণ নেই। তাই আমি তোমাকে (সোতো গার্দো) তোমার প্রথম সিদ্ধান্তে অটল থাকার পরামর্শ দিব।’
২৩ এপ্রিল, ২০২৪

মোহামেডানের গোল বন্যায় দিয়াবাতের পাঁচ
একদা বাংলাদেশ ফুটবলের ঐতিহ্যবাহী ক্লাব ব্রাদার্স ইউনিয়নকে প্রিমিয়ার লিগের ফিরতি লেগে ৮ গোল দিয়েছে আলফাজ আহমেদের মোহামেডান। সুলেমানে দিয়াবাতে একাই করেছেন ৫ গোল। প্রিমিয়ার লিগে দারুণ খেলছে মোহামেডান। গতকাল টানা তৃতীয় জয় তুলে নিয়েছে তারা। ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে শনিবার একেবারেই পাত্তা পাননি ব্রাদার্স ইউনিয়ন। লিগের প্রথম পর্বের ম্যাচে তারা লড়াই করেছিল মোহামেডানের বিপক্ষে। হেরেছিল ২-১ গোলে। গতকাল দিয়াবাতের দাপটে উড়ে গেছে ব্রাদার্স। মোহামেডান ম্যাচের শুরুতে গোল পায়নি। খাতা খোলার জন্য তাদের ৩৪তম মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। প্রথম গোল করেন ইমন। এরপর শুরু করেন দিয়াবাতে। দ্রুতই হ্যাটট্রিক করেন তিনি। ৭৫তম মিনিটে গোলের করেন জুয়েল মিয়া। ৮৭তম মিনিটে দিয়াবাতের গোলে ৮-০ করে মোহামেডান। চলতি লিগে এটিই সবচেয়ে বড় ব্যবধানের জয়। গতকাল ৫ গোলসহ মোট ১৩ গোল করে দিয়াবাতে প্রিমিয়ার লিগের গোলদাতার তালিকায় শীর্ষে উঠেছেন। গতকাল মোহামেডানের জয়ের ফলে টেবিলে শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে তারা। মোহামেডান ১২ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে । ১২ ম্যাচে বসুন্ধারা কিংসের পয়েন্ট ৩১। গতকাল দিনের অন্য ম্যাচে ফর্টিস এফসির বিপক্ষে ১-০ গোলে জিতেছে বসুন্ধরা কিংস। চলতি প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল মোহামেডান। ব্রাদার্স ইউনিয়ন একমাত্র দল যারা চলতি লিগে কোনো জয় পায়নি। রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে গতকাল প্রিমিয়ার লিগের ফিরতি ম্যাচে ফর্টিস লড়াই করে শেষ পর্যন্ত ১-০ গোলে হেরেছে। প্রথম লেগে ৩-১ ব্যবধানে তারা অস্কার ব্রুজোনের বসুন্ধরা কিংসের কাছে হেরেছিল। গত তিন ম্যাচে এটা ফর্টিসের দ্বিতীয় হার। প্রিমিয়ার লিগে তাদের পয়েন্ট ১৩। গতকাল আক্রমণাত্মক ফুটবল খেলে ২৩তম মিনিটে একমাত্র গোলের দেখা পায় কিংস। রাকিব হোসেন পাস ধরে দারুণ গোল করেন দামাশেনো। চলতি লিগে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের এটা ৬ নম্বর গোল।
২১ এপ্রিল, ২০২৪

সুপারসাব এমবাপ্পের গোল হার এড়াল পিএসজি
একদিন পর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শেষ আটের লড়াইয়ে বার্সেলোনার বিপক্ষে খেলবে পিএসজি। ইউরো সেরার মঞ্চে প্রথম লেগের লড়াইয়ে আগে ক্লেরমন্তের বিপক্ষে জয়কে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন প্যারিসের ক্লাবটির কোচ লুইস এনরিকে। যদিও এ ম্যাচে নিয়মিত একাদশের বাইরে রাখা হয় কিলিয়ান এমবাপ্পেকে। এদিকে ১৭ বছর বয়সী দুই ফুটবলার ইয়ুরাম জাগুয়ে এবং সেনি মায়ুলুকে প্রথমবারের মতো একাদশে সুযোগ দেন স্প্যানিশ এ কোচ। গোল পোস্ট সামলান তৃতীয় গোলকিপার আরনাউ তেনাস। মূলত বার্সেলোনার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের তারকা ফুটবলারদের বিশ্রাম দেন এনরিকে। তবে একাদশ নিয়ে এমন পরীক্ষা-নিরীক্ষায় হারতে বসেছিল পিএসজি। কোনোমতে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে ফরাসি চ্যাম্পিয়নরা। এ ড্রতে মূল অবদান এমবাপ্পের। ম্যাচের ৩২ মিনিটে হাবিব কেইটার গোলে এগিয়ে যায় ক্লেরমন্ত। ম্যাচের ৬৭ মিনিটে বদলি হিসেবে নেমে গোলে অবদান রাখেন ফরাসি তারকা। ম্যাচের ৮৫ মিনিটে সমতাসূচক গোলটি করেন পর্তুগিজ তারকা গঞ্জালো রামোস। মূলত পিএসজি ছাড়ার ঘোষণা দেওয়ার পর থেকে এমবাপ্পেকে পুরো ৯০ মিনিট মাঠে রাখেন না দলের কোচ। সবশেষ লিগের ৮ ম্যাচে পুরো ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। এনরিকে জানিয়েছে, এমবাপ্পেবিহীন দলকে অভ্যস্ত করতে এ সিদ্ধান্ত তার। নিজের এ অবস্থান থেকে সরে আসেনি স্প্যানিশ এ কোচ। যদিও শনিবার রাতে ম্যাচের হার এড়াতে ফরাসি তারকাকে মাঠে নামান তিনি। গোল না পেলেও এমবাপ্পের অ্যাসিস্টে ম্যাচ ড্র করে পিএসজি। এ ম্যাচে এমবাপ্পেকে একাদশে না রাখা এবং দুই কিশোরের অভিষেক নিয়ে তিনি বলেন, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একাদশ গড়াই তার মূল লক্ষ্য।
০৮ এপ্রিল, ২০২৪

ব্রাদার্সের জালে কিংসের গোল উৎসব
নিজেদের শততম ম্যাচে প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসিয়ে উৎসবে মেতেছে বসুন্ধরা কিংস। প্রিমিয়ার লিগের ফিরতি লেগে গতকাল তারা ব্রাদার্স ইউনিয়নকে ৭-১ গোলে হারিয়েছে। রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে গতকাল প্রিমিয়ার লিগের ফিরতি লেগে কিংসের সামনে দাঁড়াতে পারেনি ব্রাদার্স ইউনিয়ন। প্রথম পর্বেও ৫-২ গোলে হেরেছিল তারা। চলতি লিগে এটিই সবচেয়ে বড় হার। গতকালই প্রথম কোনো দল ৭ গোল খেয়েছে। গতকাল জয়ের ফলে ১০ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করেছে অস্কার ব্রুজোনের দল। ১০ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ব্রাদার্স আছে টেবিলের শেষে। ১৯তম মিনিটে কিংসের হয়ে প্রথম গোল করেন সাদউদ্দিন। ৩০তম মিনিটে আরেকটি গোল করেন রবসন ডি সিলভা রবিনিয়ো। বাকি ৫ গোলের ৪টি করেছেন দুজনে। মিগুয়েল ও এমফন ওদোহ দুটি করে গোল করেন। মিগুয়েল ম্যাচসেরা হয়েছেন। অন্য গোলটি সোহেল রানার। বাংলাদেশ ফুটবলে ধারাবাহিকভাবেই নতুনত্ব উপহার দিচ্ছে বসুন্ধরা কিংস। ফেব্রুয়ারি মাসে জার্সিতে বাংলা লেখা নিয়ে খেলতে নেমেছিল তারা। গতকাল ক্লাবটির শততম ম্যাচেও ছিল ব্যতিক্রমী সাজ। রাজশাহীতে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে টানা চারবারের চ্যাম্পিয়নরা জার্সিতে ‘শততম ম্যাচ’ লিখে খেলতে নামে। শততম ম্যাচে জয়ের পর বসুন্ধরা কিংসের পরিসংখ্যান আরও সমৃদ্ধ হয়েছে! ১০০ ম্যাচের ৮৫টি জিতেছে অস্কার ব্রুজোনের দল। ড্র করেছে ১০ ম্যাচ। বাকি পাঁচ ম্যাচে হার। শততম ম্যাচ তারা স্মরণীয় করে রেখেছে ব্রাদার্সকে ৭ গোল দিয়ে।
৩১ মার্চ, ২০২৪

কোস্টারিকা-আর্জেন্টিনা ম্যাচের গোল (ভিডিও)
মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নেমেছিল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে দলে ছিলেন না দলপতি লিওনেল মেসি। মেসি না থাকলেও অবশ্য জিততে সমস্যা হয়নি আলবিসেলেস্তেদের। বিশ্বচ্যাম্পিয়নরা প্রথমে একটি গোল হজম করেও ৩-১ গোলের জয় আদায় করে নিয়েছে কাতার বিশ্বকাপজয়ীরা। বুধবার (২৭ মার্চ) মার্কিন মূলকে প্রীতি ম্যাচে কোস্টারিকাকাকে ৩-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ম্যাচটিতে আলবিসেলেস্তেদের হয়ে গোল করেন অ্যাঞ্জেল ডি মারিয়া, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও লাউতারো মার্তিনেজ।  ম্যাচটিতে আর্জেন্টিনা আধিপত্য দেখালেও প্রথমার্ধে গোল হজম করে বসে বিশ্বচ্যাম্পিয়নরা। কোস্টারিকার স্ট্রাইকার ম্যানফ্রেড উগালদে প্রথম গোলটি করেন। অবশ্য এরপর আর গোলের দেখা পায়নি মধ্য আমেরিকার দেশটি।    Costa Rica had gone ahead with this Ugalde goal pic.twitter.com/TAKPBTNNyA — Footy Weekly World (Banky) (@Footybanky) March 27, 2024 প্রথমার্ধে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় ডি মারিয়ারা। ৫২ মিনিটে ফ্রি কিক থেকে দুর্দান্ত এক গোলে সমতায় ফেরান তিনি। ️GOAL️ ️Di Maria with the perfect free kick to draw them level Argentina 1-1 Costa Rica pic.twitter.com/EBkSiKHTLS — Footy Weekly World (Banky) (@Footybanky) March 27, 2024 এরপর ৫৬ মিনিটে অ্যালেক্সিস ম্যাক আলিস্টারের গোলে লিড নেয় তারা।  ️GOAL️ ️Alexis Mac Allister Argentina 2-1 Costa Rica pic.twitter.com/M9FZKoE8D1 — Footy Weekly World (Banky) (@Footybanky) March 27, 2024 ৭৭ মিনিটে লাউতারো মার্তিনেজের গোলে ব্যবধান বেড়ে হয় ৩-১। এরপরে আর কোনো গোল না হওয়ায় জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা।  ️GOAL️ ️Lautaro settled the match Argentina 3-1 Costa Rica pic.twitter.com/BOjDYQDdIy — Footy Weekly World (Banky) (@Footybanky) March 27, 2024
২৭ মার্চ, ২০২৪

পাঁচ গোল খাওয়ার কারণ খুঁজছেন কাবরেরা
হিউমিলিয়েশন- শব্দের অর্থে অপমান। আন্তর্জাতিক ফুটবলে ৫ গোল গোল খাওয়াকে সাধারণত হিউমিলিয়েশন বলা হয়। যা যেকোনো দলের জন্য অপমানজনকই। আর যে দলের কাছে আগে দুই গোলের বেশি খাওয়া হয়নি, তাদের কাছে ৫ গোল হজম করা অপমানের চেয়ে বেশি যন্ত্রণাদায়ক। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের বর্তমানে অবস্থা এমনতাই। বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের তৃতীয় ম্যাচে ফিলিস্তিনের কাছে ৫-০ গোলে রীতিমতো উড়ে গেছেন জামাল-তপুরা। অথচ ম্যাচের প্রথম ৪০ মিনিট প্রতিপক্ষের সঙ্গে সমান তালে লড়াই করে বাংলাদেশ। তৈরি করে গোলের সুযোগও। তবে প্রথমার্ধের শেষ ৫ মিনিট আর দ্বিতীয়ার্ধে প্রথম ৫ মিনিট-- এই ১০ মিনিটে ৫ গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে হেড কোচ হ্যাভিয়ের কাবরেরা বলেন, প্রথম গোলটি ম্যাচের টার্নিং পয়েন্ট। তিনি বলেন, ‘প্রথম ৪০ মিনিট আমরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা ম্যাচই খেলেছি। ফিলিস্তিনের মতো একটা দলের সঙ্গে যা ছিল বেশ ভালো। কিন্তু প্রথমার্ধের শেষটা আমরা যেভাবে করেছি, তা আমাদের ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। এটাই আসলে ম্যাচের টার্নিং পয়েন্ট।’ রক্ষণে ঝড় তুলবে ফিলিস্তিন, এটাই ভালো জানা ছিল বাংলাদেশ কোচের। তবে এভাবে ভেঙে পড়বে বাংলাদেশের রক্ষণ, তা ভাবেননি স্প্যানিশ এই কোচ, ‘আমরা জানতাম ম্যাচের একটা সময় এমন কিছু হতে পারে। কিন্তু সেটা যে এভাবে আমাদের ধসিয়ে দেবে, তা ভাবনার বাইরে ছিল। এরপর ম্যাচে ফেরা আমাদের জন্য কঠিন হয়ে যায়। দ্বিতীয়ার্ধে আমরা শক্তিশালী একটা দলের সামনে রীতিমতো উড়ে যাই।’ হতাশা সঙ্গী হলেও ভুল থেকে শিক্ষা নিতে চান কাবরেরা, ‘কোথায় ভুল হয়েছে সেটা এখন আমাদের বের করতে হবে। এটাও খুঁজে দেখতে হবে যে কেন আমরা লড়াই করতে পারলাম না। বিশেষ করে প্রথম ৪০ মিনিট এমন খেলার পর এভাবে হেরে যাওয়া কোনোভাবে মেনে যাওয়া যায় না। আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে, আত্মবিশ্লেষণ করতে হবে এবং অবশ্যই আরও উন্নতি করতে হবে। আপাতত এটিই এখন আমাদের মূল কাজ।’ আগামী ২৬ মার্চ ফিরতি লেগে ঢাকায় আবারও মুখোমুখি হবে দুদল। বাংলাদেশ কি পারবে, ফিলিস্তিনকে রুখে দিয়ে পাঁচ গোলের ক্ষততে প্রলেপ দিতে?
২২ মার্চ, ২০২৪

আবাহনীর গোল উৎসবে তিন হ্যাটট্রিক
প্রিমিয়ার হকি লিগে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে ১৬-০ গোলে বিধ্বস্ত করল আবাহনী লিমিটেড। চলতি লিগে এটিই দলটির সবচেয়ে বড় জয়। দিনের আরেক ম্যাচে আজাদ এসসিকে ৪-১ গোলে হারিয়েছে অ্যাজাক্স। মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে ধানমন্ডির ক্লাবটির গোল উৎসবে নেতৃত্ব দিয়েছেন আশরাফুল ইসলাম, ওবায়দুল হাসান জয় ও পুস্কর খিসা মিমো। হ্যাটট্রিকসহ ৪ গোল করেছেন তিনজনই। জোড়া গোল করেছেন হুজাইফা হোসেন। বাকি দুই গোল করেছেন ফরহাদ আহমেদ শিতুল ও রাকিবুল হাসান। ৫ ম্যাচ খেলে লিগে এ নিয়ে ১২ গোল করলেন আশরাফুল ইসলাম। দ্বিতীয়বারের মতো চার বা তার চেয়ে বেশি গোল করলেন এ তারকা। দিলকুশার বিপক্ষে ম্যাচে ৫ গোল করেছিলেন আশরাফুল। ৪ ম্যাচ থেকে ১৭ গোল করে শীর্ষে আছেন মেরিনারের সোহানুর রহমান সবুজ। লিগে ৫ ম্যাচে শতভাগ জয় তুলে নিল আবাহনী। পূর্ণ ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে দলটি। ৫ ম্যাচে ৪১ গোল করেছে ক্লাব কাপের ফাইনালিস্টরা। আবাহনীর চেয়ে বেশি গোল করেছে মেরিনার ইয়াংস (৪৩)। গোল গড়ে অবশ্য সবার ওপরে আছে আবাহনী। ৪১ গোল করা দলটি হজম করেছে তিনটি। মেরিনার ৪৩ গোল করলেও হজম করেছে ১০ গোল। আরেক ম্যাচের ষষ্ঠ মিনিটে সিলহেইবার ফিল্ড গোলে এগিয়ে যায় অ্যাজাক্স (১-০)। ২১ মিনিটে সুব্রত পালের ফিল্ড গোলে ব্যবধান দ্বিগুণ করে দলটি (২-০)। ৩৪ মিনিটে দীপকের ফিল্ড গোলে স্কোরলাইন ৩-০ হয়। ৩৭ মিনিটে খোরশেদের ফিল্ড গোলে ব্যবধান কমায় আজাদ (৩-১)। ৪১ মিনিটে নিজের দ্বিতীয় ও অ্যাজাক্সের চতুর্থ গোল করেন সিলহেইবা।
১৯ মার্চ, ২০২৪

গোল করায় শীর্ষে রিয়াল, সেরা দশে আর কারা!
যদিও প্রশ্ন উঠে ইউরোপীয় ক্লাব ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই চ্যাম্পিয়নস লিগের রাজা কারা? এক বাক্যে উত্তর আসবে রিয়াল মাদ্রিদ। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বে এখন পর্যন্ত ১৪টি শিরোপা জিতেছে স্প্যানিশ জায়ান্টরা, যা ফুটবল ইতিহাসের সর্বোচ্চ। এমনকি দ্বিতীয় থাকা এসি মিলানের চেয়ে দ্বিগুণ শিরোপা জয়ের রেকর্ড রিয়াল। এ পর্যন্ত ইতালিয়ান ক্লাবটি জিতেছে ৭টি শিরোপা। সুতরাং রিয়ালের শ্রেষ্ঠত্ব স্বীকার না করার উপায় নেই। শিরোপা জয়ের পাশাপাশি গোল করার ক্ষেত্রেও তারা নতুন রেকর্ড গড়েছে।  বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফাও স্প্যানিশ এই ক্লাবটিকে শতাব্দী সেরা ক্লাব বলে অ্যাখ্যায়িত করেছে। ১৯৯২ সালে চালু হয় উয়েফা চ্যাম্পিয়নস লিগে নতুন সংস্করণ। সেই থেকে হিসাব করলেও স্প্যানিশ ক্লাবটির জয়জয়কার।  সে সময় থেকে এখন পর্যন্ত চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছে ৮বার। নতুন সংস্করণ দূরে থাক, পুরোনো-নতুন মিলিয়ে সব সংস্করণে ৮টি শিরোপা জিততে পারেনি বিশ্বের আর কোনো ক্লাব।  শিরোপা জয়ের দিকে যারা শীর্ষে থাকবে, স্বাভাবিকভাবে গোল করাতে তাদেরই এগিয়ে থাকার কথা। ফুটবলবিষয়ক ওয়েবসাইট ট্রান্সফার মার্কেটের পরিসংখ্যানও বলছে একই কথা। তাদের হিসাব বলছে, ১৯৯২ সালের পর থেকে এখন পর্যন্ত ৩১১টি ম্যাচ খেলেছে রিয়াল মাদ্রিদ।  এ সময়ে স্প্যানিশ জায়ান্টরা প্রতিপক্ষের জালে গোল দিয়েছে ৬৫৮টি। বেশ বড় ব্যবধানে এগিয়ে থেকে এই তালিকার শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ ক্লাবের পরে রয়েছে বায়ার্ন মিউনিখের অবস্থান।  ১৯৯২ সালের পর তিনটি শিরোপা জিতেছে জামার্ন জায়ান্টরা। আর সবমিলিয়ে ৬টি ইউরোপীয় শিরোপা তাদের। ১৯৯২ সালের পর তিন শিরোপা জিততে বায়ার্ন ম্যাচ খেলেছে ২৯০টি। আর তাদের গোল করার সংখ্যা ৫৯৫।  এই তালিকার তৃতীয় স্থানে আছে আরেক স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। পুরোনো সংস্করণে সবশেষ শিরোপাটি জিতেছিল বার্সা। আর ১৯৯২ সালে শুরু হওয়া নতুন সংস্করণে কাতালানরা শিরোপা জিতেছে ৪টি চ্যাম্পিয়ন্স লিগ। আর এই শিরোপাগুলো জয়ের পথে ২৯২ ম্যাচে স্প্যানিশ জায়ান্টরা গোল করেছে ৫৭৬টি।  চতুর্থ স্থানে রয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের নাম। নতুন সংস্করণে মাত্র দুবার শিরোপা উৎসব করেছে রেড ডেভিলরা। ২৪৮ ম্যাচে ইংলিশ জায়ান্টদের গোলসংখ্যা ৪২০টি। ম্যানইউর মতো দুটি শিরোপা জেতা চেলসির অবস্থান ঠিক পরে অর্থাৎ ৫ নম্বরে। ১৯৭ ম্যাচে ব্লুদের গোল ৩৩৪টি। চেলসির পরের চার অবস্থান থাকা পোর্তো (৩১৮), আর্সেনাল (২৯৭), পিএসজি (২৮৪) এবং এসি মিলান গোল করেছে ২৭৭টি।
০৭ মার্চ, ২০২৪
X