স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৪, ১১:৪৮ এএম
আপডেট : ০৭ মার্চ ২০২৪, ১২:২৪ পিএম
অনলাইন সংস্করণ

গোল করায় শীর্ষে রিয়াল, সেরা দশে আর কারা!

রিয়াল মাদ্রিদের খেলোয়াড়। ছবি : সংগৃহীত
রিয়াল মাদ্রিদের খেলোয়াড়। ছবি : সংগৃহীত

যদিও প্রশ্ন উঠে ইউরোপীয় ক্লাব ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই চ্যাম্পিয়নস লিগের রাজা কারা? এক বাক্যে উত্তর আসবে রিয়াল মাদ্রিদ। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বে এখন পর্যন্ত ১৪টি শিরোপা জিতেছে স্প্যানিশ জায়ান্টরা, যা ফুটবল ইতিহাসের সর্বোচ্চ।

এমনকি দ্বিতীয় থাকা এসি মিলানের চেয়ে দ্বিগুণ শিরোপা জয়ের রেকর্ড রিয়াল। এ পর্যন্ত ইতালিয়ান ক্লাবটি জিতেছে ৭টি শিরোপা। সুতরাং রিয়ালের শ্রেষ্ঠত্ব স্বীকার না করার উপায় নেই। শিরোপা জয়ের পাশাপাশি গোল করার ক্ষেত্রেও তারা নতুন রেকর্ড গড়েছে।

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফাও স্প্যানিশ এই ক্লাবটিকে শতাব্দী সেরা ক্লাব বলে অ্যাখ্যায়িত করেছে। ১৯৯২ সালে চালু হয় উয়েফা চ্যাম্পিয়নস লিগে নতুন সংস্করণ। সেই থেকে হিসাব করলেও স্প্যানিশ ক্লাবটির জয়জয়কার।

সে সময় থেকে এখন পর্যন্ত চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছে ৮বার। নতুন সংস্করণ দূরে থাক, পুরোনো-নতুন মিলিয়ে সব সংস্করণে ৮টি শিরোপা জিততে পারেনি বিশ্বের আর কোনো ক্লাব।

শিরোপা জয়ের দিকে যারা শীর্ষে থাকবে, স্বাভাবিকভাবে গোল করাতে তাদেরই এগিয়ে থাকার কথা। ফুটবলবিষয়ক ওয়েবসাইট ট্রান্সফার মার্কেটের পরিসংখ্যানও বলছে একই কথা। তাদের হিসাব বলছে, ১৯৯২ সালের পর থেকে এখন পর্যন্ত ৩১১টি ম্যাচ খেলেছে রিয়াল মাদ্রিদ।

এ সময়ে স্প্যানিশ জায়ান্টরা প্রতিপক্ষের জালে গোল দিয়েছে ৬৫৮টি। বেশ বড় ব্যবধানে এগিয়ে থেকে এই তালিকার শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ ক্লাবের পরে রয়েছে বায়ার্ন মিউনিখের অবস্থান।

১৯৯২ সালের পর তিনটি শিরোপা জিতেছে জামার্ন জায়ান্টরা। আর সবমিলিয়ে ৬টি ইউরোপীয় শিরোপা তাদের। ১৯৯২ সালের পর তিন শিরোপা জিততে বায়ার্ন ম্যাচ খেলেছে ২৯০টি। আর তাদের গোল করার সংখ্যা ৫৯৫।

এই তালিকার তৃতীয় স্থানে আছে আরেক স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। পুরোনো সংস্করণে সবশেষ শিরোপাটি জিতেছিল বার্সা। আর ১৯৯২ সালে শুরু হওয়া নতুন সংস্করণে কাতালানরা শিরোপা জিতেছে ৪টি চ্যাম্পিয়ন্স লিগ। আর এই শিরোপাগুলো জয়ের পথে ২৯২ ম্যাচে স্প্যানিশ জায়ান্টরা গোল করেছে ৫৭৬টি।

চতুর্থ স্থানে রয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের নাম। নতুন সংস্করণে মাত্র দুবার শিরোপা উৎসব করেছে রেড ডেভিলরা। ২৪৮ ম্যাচে ইংলিশ জায়ান্টদের গোলসংখ্যা ৪২০টি।

ম্যানইউর মতো দুটি শিরোপা জেতা চেলসির অবস্থান ঠিক পরে অর্থাৎ ৫ নম্বরে। ১৯৭ ম্যাচে ব্লুদের গোল ৩৩৪টি। চেলসির পরের চার অবস্থান থাকা পোর্তো (৩১৮), আর্সেনাল (২৯৭), পিএসজি (২৮৪) এবং এসি মিলান গোল করেছে ২৭৭টি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে নিয়মের কারণে বিপিএল খেলার অনুমতি পেলেন পিযুষ চাওলা

আপ বাংলাদেশের প্রথম জাতীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

পোস্টাল ব্যালটে ভোট দিতে ৭০ হাজারের বেশি প্রবাসীর নিবন্ধন

ফের ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, শুক্রবার কততে বিক্রি হচ্ছে

ইমরান খান জীবিত না মৃত, প্রশ্ন ছেলের

শক্তি বাড়িয়ে ৮৮ কিলোমিটার বেগে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’

‘খালেদা জিয়াকে জেলের ভেতর স্লো পয়জন দিয়ে মারার চেষ্টা করেছে’

ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু

সীমান্তে বিদেশি শুটার গান ও গুলি উদ্ধার

আমি অন্যায়ের কাছে মাথানত করার মতো লোক না : এ্যানি

১০

একাধিক মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত : ফারুক

১১

প্রতিদিন ২টি করে খেজুর খেলে কী ঘটে শরীরে? যা বলছেন পুষ্টিবিদ

১২

কুয়েটে মারধরের ঘটনায় শিক্ষার্থী বহিষ্কার

১৩

এক ম্যাচে ১৭ লাল কার্ড, মাঠে যা ঘটেছিল (ভিডিও)

১৪

খালেদা জিয়া কেমন আছেন, জানালেন মির্জা ফখরুল

১৫

নারী ইউপি সদস্যকে শ্বাসরোধে হত্যা, স্বামী পলাতক

১৬

কফি পান করার সেরা সময় কখন?

১৭

সাংবাদিকনেতা সোহেলকে মামলায় জড়ানোয় বিএআরএফের তীব্র নিন্দা

১৮

গৃহবধূকে বেধড়ক মারধরের পর বিবস্ত্রের অভিযোগ

১৯

সাংবাদিকদের ঐক্যবদ্ধে সত্যিকারের দেশ গড়া সম্ভব : গোলাম পরওয়ার

২০
X