এসএসসিতে জিপিএ-৫ পাওয়ায় বগুড়ার সেরা জিলা স্কুল
এসএসসি পরীক্ষার ফলে জেলার মধ্যে এবার জিপিএ-৫ পাওয়ার দিক থেকে বগুড়া জিলা স্কুল শীর্ষ অবস্থানে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (ভিএম স্কুল) এবং তৃতীয় অবস্থানে রয়েছে বগুড়া ক্যান্টঃ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। রোববার (১২ মে) প্রকাশিত এসএসসির ফল বিশ্লেষণে জিপিএ-৫ এর শতকরা হিসেবে এই তথ্য ওঠে এসেছে। বগুড়া জেলা থেকে চলতি বছর এসএসসিতে মোট ৩৫ হাজার ২৬১ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ৩১ হাজার ৭০৭ জন। জেলার ফলে শতকরা পাসের হার ৮৯ দশমিক ৯২ শতাংশ। কৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে এবার সর্বমোট জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৫৭৪ জন। প্রকাশিত ফলে দেখা যায়, বগুড়া জিলা স্কুলে এবার মোট ২৩৬ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। তাদের মধ্যে  জিপিএ-৫ পেয়েছে ২৩০ জন। জেলার মধ্যে জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষ অবস্থানে থাকা বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক শ্যামপদ মুস্তাফী বলেন, ‘প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টায় এবার শীর্ষ স্থান অর্জন করেছে। ভবিষ্যতেও ফলের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’ বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ২৪৩ জন পরীক্ষার্থীর সকলেই পাস করেছে। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৩১ জন। বগুড়া ক্যান্টঃ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার ৩৭১ জন এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এই প্রতিষ্ঠান থেকেও শতভাগ শিক্ষার্থী পাস করেছে। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৪২ জন।  বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে ৪৪৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সকলেই পাস করেছে। তাদের মধ্যে  জিপিএ-৫ পেয়েছে ৪০৪ জন। বগুড়া আমর্ড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয়  ৩৪৮ জন। তাদের সকলেই পাস করেছে। এই প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছে ৩১২ জন।  বগুড়া আরডিএ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে ২৩৬ জন পরীক্ষা দিয়ে শতভাগ পাস করেছে। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২০৩ জন। বগুড়া এসওএস হারম্যান মেইনার স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার ৫৩ জন পরীক্ষা দিয়ে সকলেই পাস করেছে। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৪ জন। টিএমএসএস পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ১১২ শিক্ষার্থীর মধ্যে সবাই পাস করেছেন। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৯০ জন। বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার ২৫৭ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের সকলেই পাস করেছে। এই প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছে ১৮৬ জন।
১২ মে, ২০২৪

শুরু হচ্ছে ময়মনসিংহ জিলা স্কুল সাবেকদের ক্রিকেট প্রতিযোগিতা
চতুর্থবারের মতো মাঠে গড়াতে যাচ্ছে ময়মনসিংহ জিলা স্কুল এক্স স্টুডেন্টস স্পোর্টস ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট। জাঁকজমকপূর্ণ এই প্রতিযোগিতার আয়োজক স্বনামধন্য স্কুলটির এক্স স্টুডেন্টস স্পোর্টস ক্লাব। আগামী ২১ ফেব্রুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এই প্রীতি ক্রিকেট টুর্নামেন্টটি। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ময়মনসিংহ জিলা স্কুল হোস্টেল মাঠে এক সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিস্তারিত তথ্য তুলে ধরেন আয়োজকরা।  ময়মনসিংহের ঐতিহ্যবাহী জিলা স্কুলের মোট ৪৪টি ব্যাচ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। জিলা স্কুল ও বোর্ডিং মাঠে দিবারাত্রির এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার ও প্রাইজমানি। এছাড়া অংশগ্রহণকারী অন্যান্য দল ও খেলোয়াড়দের জন্য থাকছে বিভিন্ন পুরস্কার। আয়োজকরা জানান, ময়মনসিংহ জিলা স্কুলের সাবেক ছাত্রদের মাঝে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বৃদ্ধি করতে চতুর্থবার আয়োজন করা হচ্ছে এই টুর্নামেন্ট। ভবিষ্যতেও এমন টুর্নামেন্ট আয়োজন অব্যাহত থাকবে। এ আয়োজনকে ঘিরে জিলা স্কুলের সাবেক শিক্ষার্থীদের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। জাতীয় দলের একাধিক খেলোয়াড়সহ বেশ কয়েকজন সংসদ সদস্যও প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছেন।  সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জিলা স্কুল এক্স স্টুডেন্ট স্পোর্টস ক্লাবের উপদেষ্টা ৭১ ব্যাচের ছাত্র ও জেলা  আওয়ামী লীগের সভাপতি এহতেশামূল আলম। এছাড়া আরও উপস্থিত ছিলেন নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ৭১ ব্যাচের ছাত্র অধ্যাপক শেখ আমজাদ আলী, পৃষ্ঠপোষক শরীফ আহমেদ এমপি, মুশতাক আহমেদ রুহী এমপি, মোহিত উর রহমান শান্ত এমপি, ফাহমী গোলন্দাজ বাবেল এমপি, স্পোটর্স ক্লাবের প্রেসিডেন্ট ও জাতীয় ফুটবল দলের সাবেক কোচ এ, কে, এম, মারুফুল হক, সাধারণ সম্পাদক ক্রীড়া সংগঠক আরিফ চৌধুরী রাসেল, টুর্নামেন্ট কমিটির আহবায়ক মোহাম্মদ এমদাদ উল্লাহ রাজু, সংগঠনের অন্যতম সদস্য শরিফুজ্জামান সোহেল, হাবিব উল্লাহ বাবু, আরিফুর রহমান রবিন উপস্থিত ছিলেন।  এছাড়াও, উপস্থিত ছিলেন মিডিয়া কমিটির চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, মিডিয়া কমিটির সাধারণ সম্পাদক সোহাগ আহমদ, ফিল্ড কমিটির চেয়ারম্যান এনামুল করিম, স্টেজ কমিটির চেয়ারম্যান শিপন আলম, রিসিপশন কমিটিরি চেয়ারম্যান গোলাম শাহরিয়ার শরীফ, অর্থ কমিটিরি চেয়ারম্যান, আফজলুর রহমান, স্বাস্থ্য কমিটির চেয়ারম্যান ডাক্তার মামুনুর রহমান, স্বেচ্ছাসেবক কমিটির চেয়ারম্যান রেজাউল করিম মাসুদ। 
২১ ফেব্রুয়ারি, ২০২৪
X