নাটোরে বাস-ট্রাক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ
নাটোরের বড়াইগ্রামে বাস-ট্রাক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ওমর ফারুক (৩২) নামে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকেলে বনপাড়া-হাটিকুমরুল-ঢাকা মহাসড়কের মহিষভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহত ওমর ফারুক সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার চোপাকিয়া গ্রামের দরদ জামান এর ছেলে। তিনি মোটরসাইকেলের চালক ছিলেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেল সোয়া পাঁচটার দিকে সিরাজগঞ্জ থেকে নাটোরগামী মোটরসাইকেল (সিরাজগঞ্জ হ ১৩-৯৩১৫) কে ঢাকা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী কেটিসি হানিফ পরিবহন (ঢাকা মেট্রো ব ১৫-৯২৬) পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় একই দিক থেকে আসা মালবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ট ২৪-০১৬২) পেছন থেকে হানিফ পরিবহনের বাসটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলচালক ওমর ফারুক মহাসড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন এবং বাসের পাঁচ যাত্রী আহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বনপাড়া হাইওয়ে থানার ওসি হাবিবুর রহমান জানান, দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাকটি জব্দ করা হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
১১ জানুয়ারি, ২০২৪
X