থাপ্পড় দেওয়ায় ছুরিকাঘাতে যুবককে হত্যা করল কিশোর গ্যাং
ঢাকার সাভারে কিশোর গ্যাংয়ের সদস্যরা ছুরিকাঘাতে সাজ্জাদ হোসেন নামে এক রংমিস্ত্রিকে হত্যা করেছে। শুক্রবার (১২ এপ্রিল) রাতে সাভার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের আরাপাড়ার বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।  নিহত সাজ্জাদ হোসেন সাভারের রায়েরবাজার ছাতা মসজিদ এলাকার বাসিন্দা। তিনি আরাপাড়া এলাকায় ভাড়া থাকতেন। সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) মোহাম্মদ শাহ্জামান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। বেপরোয়া কিশোর গ্যাংকে থামাতে পুলিশের চেষ্টা ও আন্তরিকতার অভাব নেই। নিহতের খালু নজরুল ইসলাম কালবেলাকে বলেন, সাজ্জাদ হেমায়েতপুরের একটি ফার্নিচারের দোকানে রংমিস্ত্রির কাজ করত। সাজ্জাদের বন্ধুদের কাছ থেকে জানতে পারি, ওই এলাকায় সাজ্জাদ ও তার বন্ধুরা আড্ডা দিচ্ছিল। তিনি বলেন, এ সময় স্বপন গ্যাংয়ের দুই সদস্য রিকশা দিয়ে যাওয়ার সময় সাজ্জাদ ও তার বন্ধুদের পরিচয় জানতে চায়। পরে তাদের সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে দুই কিশোরকে থাপ্পড় মারে সাজ্জাদসহ তার বন্ধুরা। কিছুক্ষণ পরে স্বপনসহ  আরও ৭/৮ সদস্য ঘটনাস্থলে এসে সাজ্জাদকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। নজরুল ইসলাম আরও বলেন, গুরুতর আহত সাজ্জাদকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১৩ এপ্রিল, ২০২৪

থাপ্পড় দিয়ে শিক্ষকদের দাঁত ফেলে দেওয়ার হুমকি দিলেন কুবি কর্মকর্তা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নবগঠিত শিক্ষক সমিতির সদস্যদের থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেওয়ার হুমকি দিয়েছেন এক কর্মকর্তা। তিনি কুবি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এবং ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ জাকির হোসেন। সোমবার (১৯ ফেব্রুয়ারি) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কক্ষে নবগঠিত শিক্ষক সমিতির নেতারা সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এ হুমকির ঘটনা ঘটে। এ সম্পর্কিত একটি ভিডিও দৈনিক কালবেলার প্রতিনিধির হাতে এসেছে। ভিডিওতে দেখা যায়, নবগঠিত শিক্ষক সমিতির নেতাদের সঙ্গে ভেতরে কথা বলছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন। এক পর্যায়ে সাবেক কয়েকজন শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে আবেদন করা প্রার্থী, কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে নিয়ে উপাচার্যের কক্ষে প্রবেশ করার চেষ্টা করেন জাকির। তখন তাদের কক্ষে প্রবেশ করতে বাধা দেন সহকারী প্রক্টর হাসেনা বেগম। তখন ওই প্রক্টরের সঙ্গে উচ্চবাচ্য করতে দেখা যায় ডেপুটি-রেজিস্ট্রার জাকির হোসেনকে। এ নিয়ে জাকিরের সঙ্গে আসা লোকজনের সঙ্গে শিক্ষকদের তর্কাতর্কি হয়। তারাও শিক্ষকদের সঙ্গে রূঢ় ভাষায় কথা বলেন। এক পর্যায়ে জাকির বলেন, ‘চিল্লাইতেছে কেন, আমরা মানুষ না। থাপড়াইয়া দাঁত ফালাইয়া দিমু।’ তবে বিষয়টি অস্বীকার করে ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ জাকির হোসেন বলেন, ‘এমন কোনো কিছু আমি বলিনি। ওই মুহূর্তে সবাই হইচই করছিল, কে কাকে কী বলেছে আমি জানি না।’ কর্মকর্তাদের অফিস সময় বিকেল ৪টায় শেষ হয়ে গেলেও সেখানে জাকির হোসেনের উপস্থিতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আজ ভিসি স্যারের সঙ্গে অফিসার্স অ্যাসোসিয়েশনের মিটিং ছিল। সেজন্য আমরা ভিসি স্যারের কার্যালয়ের সামনে অবস্থান করছিলাম। তবে উপাচার্য দপ্তরের সহকারী রেজিস্ট্রার হোসাইন মোর্শেদ ফরহাদ বলেন, ‘আজ উপাচার্যের সঙ্গে অফিসার্স অ্যাসোসিয়েশনের কোনো অ্যাপয়েন্টমেন্ট ছিল না। সবই উদ্ভূত পরিস্থিতিতে হয়েছে।’ অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, একজন কর্মচারী কেন এখানে এসে একজন শিক্ষককে বলে ‘হু আর ইউ’। আমরা এখানে এসেছি উপাচার্য স্যারের সঙ্গে আলোচনা করার জন্য। তারা আমাদের সঙ্গে এইরকম ব্যবহার করতে পারে না। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. কাজী ওমর সিদ্দিকী বলেন, ‘ভিসি দপ্তরে হট্টগোল হয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে আমরা প্রক্টরিয়াল বডি সেটা সমাধানের চেষ্টা করেছি।’
১৯ ফেব্রুয়ারি, ২০২৪

ভালোবাসা দিবসের পরেই কেন থাপ্পড় দিবস?
১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের পর থেকে অ্যান্টি ভ্যালেনটাইনস উইক শুরু হয়। অ্যান্টি-ভ্যালেন্টাইনের প্রথম দিনে পালিত হয় স্ল্যাপ ডে (থাপ্পড় দিবস!)। যেসব ব্যক্তি সম্প্রতি ব্রেকআপের মধ্য দিয়ে গেছেন তাদের জন্য এই দিনটি বিশেষভাবে বিখ্যাত। তবে এই দিনে আপনার প্রতারক সঙ্গীকে সরাসরি চড় মারবেন তা কিন্তু নয়। থাপ্পড় দিবসটি মূলত আপেক্ষিক। এখানে থাপ্পড়ের অর্থ আপনি আপনার সাফল্য বা কথা দিয়ে সঠিক সময়ে তাকে বার্তা দিবেন। থাপ্পড় দিবস কেন পালিত হয়? ভ্যালেন্টাইনস সপ্তাহে দম্পতিরা একে অপরের প্রতি তাদের ভালবাসা প্রকাশ করেন। যারা ভ্যালেন্টাইনস সপ্তাহ উদ্‌যাপন করতে পারেননি, এটি তাদের জন্য। গোটা বিশ্বেই এই চলতি সপ্তাহের নাম ‘অ্যান্টি-ভ্যালেন্টাইন’। যারা তাদের সঙ্গীর প্রতি সন্তুষ্ট নয়, তারা অ্যান্টি ভ্যালেন্টাইন সপ্তাহ পালন করেন। অ্যান্টি ভ্যালেন্টাইন সপ্তাহ শুরু হয় স্ল্যাপ ডে দিয়ে। প্রতি বছর ১৫ ফেব্রুয়ারি স্ল্যাপ ডে পালন করা হয়। এর পেছনে আকর্ষণীয় কারণ রয়েছে। যারা প্রেমে প্রতারিত হয়েছেন তাদের জন্য এই দিনটি বিশেষ। থাপ্পড় দিবস উদযাপনের পেছনের কারণ হলো আপনি আপনার সেই সঙ্গীকে বলতে পারেন যে আপনি তার প্রতি রাগান্বিত। একটি কড়া থাপ্পড় মেরে জীবন থেকে পুরনো বাজে ও তিক্ত স্মৃতিগুলোকে ফেলে দিতেই স্ল্যাপ ডে। এই দিন থেকে সুখী জীবনযাপনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন অনেকেই।
১৭ ফেব্রুয়ারি, ২০২৪

বিচিত্র / ফ্লাইট দেরি পাইলটকে থাপ্পড়
যাত্রাপথে পরিবহন দেরি করলে বিরক্ত হন যাত্রীরা। সাধারণ পরিবহনে এমন ঘটনায় প্রায়ই বাগবিতণ্ডা, হাতাহাতি হতে দেখা যায়। তাই বলে ফ্লাইট দেরি করলে পাইলটকে চড়-থাপ্পড়ের ঘটনা কখনো হয়তো শোনা যায়নি। গত রোববার এমনই এক ঘটনা ঘটেছে ভারতের নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে। ঘন কুয়াশার কারণে বিমানটি প্রায় ১০ ঘণ্টা দেরি করেছিল। এরপর আবারও বিমান দেরি হবে বলে ঘোষণা দিচ্ছিলেন ওই বিমানের পাইলট। তখন এক যাত্রী বিরক্ত হয়ে তাকে চড়-থাপ্পড় দিতে শুরু করেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিমানটি গোয়া রাজ্যে যাচ্ছিল। এদিন ঘন কুয়াশার কারণে শত শত ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়েছে। ভিডিও আপলোডকারী লিখেছেন, বিমানটি এরই মধ্যে ১০ ঘণ্টা দেরি করেছিল। পরে আবার দেরির ঘোষণা দিচ্ছিলেন পাইলট। তখন এক যাত্রী করিডোর থেকে নেমে পাইলটের সঙ্গে কিছু একটা বললে তিনি থেমে যান। তখনই থাপ্পড় মারেন তিনি। সঙ্গে সঙ্গে তাদের মাঝে এক কেবিন ক্রু এগিয়ে আসেন। পরে পাইলট ককপিটে ফিরে চিৎকার করে বলেন, ‘আপনি অন্যায় করেছেন। আপনি এটি করতে পারেন না।’ ভারতীয় সংবাদমাধ্যম এএনআই জানিয়েছে, এ ঘটনায় ইন্ডিগো ওই যাত্রীর বিরুদ্ধে অভিযোগ করেছে। পুলিশ বলছে, অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। সূত্র: খালিজটাইমস
১৬ জানুয়ারি, ২০২৪

সহকর্মীকে থাপ্পড় এএজি তামান্নার নিয়োগ বাতিল
সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) মজিবুর রহমান মজিবকে থাপ্পড় মারার জেরে আরেক এএজি তামান্না ফেরদৌসের নিয়োগ বাতিল করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের সলিসিটর উইং থেকে তাকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। সলিসিটর রুনা নাহিদ আকতার স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট তামান্না ফেরদৌসের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে মন্ত্রণালয়ের নিয়োগ আদেশ বাতিলক্রমে তাকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।’ তামান্নার নিয়োগ বাতিল করায় ন্যায়বিচার পেয়েছেন বলে মন্তব্য করেছেন মজিবুর রহমান। গত ৩ অক্টোবর বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রস্তুতি সভা শেষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদকের রুমের সামনে মজিব ও তামান্নার মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় ব্যবস্থা নিতে ওই দিনই মজিব অ্যাটর্নি জেনারেল বরাবর আবেদন করেন। তাতে তিনি বলেন, দুপুর ২টার সময় বারের সম্পাদকের রুমের সামনে অবস্থানকালে আগের শত্রুতার জের ধরে রাজনৈতিক কথাবার্তা চলাকালীন হঠাৎ সহকারী অ্যাটর্নি জেনারেল তামান্না ফেরদৌস আমাকে গালাগাল করেন। আমি এর প্রতিবাদ করলে তিনি আমার দুই গালে চড়-থাপ্পড় মারেন। প্রত্যক্ষদর্শী এক ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের জানান, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রস্তুতি সভা শেষে খাবারের টোকেন সংগ্রহকে কেন্দ্র করে ওই ঘটনা ঘটে।
১০ নভেম্বর, ২০২৩

মিছিলে ওয়ার্ড বিএনপির সদস্যকে থাপ্পড় জেলা বিএনপি সভাপতির
ঢাকায় সমাবেশে যোগদানের সময় মিছিলের সামনে যাওয়ায় সালাউদ্দিন নামে এক ওয়ার্ড সদস্যকে থাপ্পড় মেরেছেন নারায়ণগঞ্জ বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন। এ ঘটনায় জেলাজুড়ে নেতাকর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। গত বুধবার নয়াপল্টনে সমাবেশে মিছিল নিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। এ ঘটনার ভিডিও গত বৃহস্পতিবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, নীল রঙের শার্ট পরা জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন দৌড়ে গিয়ে মিছিলের সামনে সাদা শার্ট পরা একজনকে থাপ্পড় দেন। এ সময় ধাক্কা দিয়ে সামনে থেকে ওই ব্যক্তিকে সরিয়ে দেন। গিয়াসউদ্দিন আরও একজন বয়স্ক লোককে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। নেতাকর্মীদের সঙ্গে চিৎকার-চেঁচামেচি করতেও দেখা যায় ওই বিএনপি নেতাকে। জানা গেছে, গত বুধবার ৩টার দিকে নয়াপল্টনে যাওয়ার সময় ফকিরাপুল পুলিশ বক্সের সামনে নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীরা জড়ো হন। সেখানে বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিনসহ জেলার বিভিন্ন স্থান থেকে দলের নেতাকর্মীরা অংশ নেন। এ বিষয়ে সালাউদ্দিন বলেন, নদীর (নারায়ণগঞ্জের বন্দর) থেকে কিছু লোক এসে মিছিলের সামনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে আমি তাদের থামানোর চেষ্টা করি। তখন তিনি (জেলার সভাপতি গিয়াসউদ্দিন) আমাকে থাপ্পড় দেন। বিষয়টি কেউ হয়তো ভিডিও করেছে, পরে সেটি ভাইরাল হয়েছে। জেলা বিএনপির কয়েকজন নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, সভাপতির এমন আচরণে আমরা হতাশ। নেতাকর্মীরা মিছিলে আগে-পরে যাবে। এতে একজন নেতাকে থাপ্পড় দিতে হবে—এটা খুবই দুঃখজনক ঘটনা। তিনি শুধু এবারের মিছিলে এমন করেছেন, তা নয়। তিনি অনেক মিছিলেই নেতাকর্মীদের সঙ্গে উদ্ভট আচরণ করেন। অভিযোগের বিষয়ে মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, অতি উৎসাহী কিছু কর্মী সিনিয়র নেতাদের পেছনে ফেলে দিয়ে সামনে এসে ফোনে সেলফি তুলছিল ও বেয়াদবি করছিল। এতে সাংবাদিকদের ছবি তুলতে সমস্যা হচ্ছিল। তাদের ধমক দিয়ে বারণ করি; কিন্তু তারা শোনেনি। তখন আমার লোককে থাপ্পড় দিয়েছি। কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে সেটি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে।
২১ অক্টোবর, ২০২৩

কর্মীকে জেলা বিএনপির সভাপতির থাপ্পড়
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন এক কর্মীকে থাপ্পড় মারছেন- এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তিনি নিজেও বিষয়টি স্বীকার করেছেন। রাজধানীর নয়াপল্টনে সমাবেশে মিছিল নিয়ে যাওয়ার সময় নেতা-কর্মীদের বিশৃঙ্খলার সময় এ কাণ্ড ঘটেছে বলে জানা গেছে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নীল রঙের শার্ট পরা জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন দৌড়ে গিয়ে মিছিলের সামনে সাদা শার্ট পরা একজনকে থাপ্পড় দেন। এ সময় ধাক্কা দিয়ে সামনে থেকে ওই ব্যক্তিকে সরিয়ে দেন। এ সময় গিয়াসউদ্দিন আরও একজন বয়স্ক লোককে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। নেতাকর্মীদের সঙ্গে চিৎকার-চেঁচামেচি করেন এবং একপর্যায়ে নেতাকর্মীদের দুই হাতের বুড়ো আঙুল উঁচিয়ে দেখাতে দেখা যায় তাকে।  বিএনপির কয়েকটি সূত্র জানায়, বুধবার দুপুর ৩টার দিকে নয়াপল্টনে যাওয়ার সময় ফকিরাপুল পুলিশ বক্সের সামনে নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীরা জড়ো হন। সেখানে নেতাকর্মীরা সামনে চলে এলে মেজাজ হারিয়ে ফেলেন গিয়াসউদ্দিন। নেতাকর্মীদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন; ধমক ও ধাক্কা দেন। তার সঙ্গে এসে সালাউদ্দিন নামের এক কর্মীও নেতাকর্মীদের ধাক্কা দেওয়া শুরু করেন। তখন গিয়াসউদ্দিন সালাউদ্দিনকে থাপ্পড় দেন। ভুক্তভোগী সালাউদ্দিন সাংবাদিকদের বলেন, ‘কিছু লোক মিছিলের সামনে এসে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে আমি তাদের থামানোর চেষ্টা করি। তখন তিনি (জেলার সভাপতি গিয়াসউদ্দিন) আমাকে থাপ্পড় দেন। বিষয়টি কেউ হয়তো ভিডিও করেছে, পরে সেটি ভাইরাল হয়েছে।’ এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, ‘মিছিল বের করার সময় অতি উৎসাহী কিছু কর্মী সিনিয়র নেতাদের পেছনে ফেলে দিয়ে সামনে এসে মোবাইল ফোনে সেলফি তুলছিল এবং বেয়াদবি করছিল। এতে সাংবাদিকদের ছবি তুলতে সমস্যা হচ্ছিল। তাদের ধমক দিয়ে বারণ করার চেষ্টা করি, কিন্তু তারা শোনেনি। তখন আমি আমার লোককে থাপ্পড় দিয়েছি। কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে সেটি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে।’
২০ অক্টোবর, ২০২৩
X