দাউদকান্দি উপজেলা ভাইস চেয়ারম্যানকে মারধরের অভিযোগ
কুমিল্লায় দাউদকান্দি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তরিকুল ইসলাম নয়নকে মারধরের অভিযোগ উঠেছে। দাউদকান্দি মডেল মসজিদে শুক্রবার জুমার নামাজে গেলে এ ঘটনা ঘটে। শুক্রবার (১২ জানুয়ারি) দাউদকান্দি  উপজেলা মডেল মসজিদে উপজেলা ভাইস চেয়ারম্যান তরিকুল ইসলাম নয়ন জুমার নামাজ পড়তে যান। পরে তিনি পার্শ্ববর্তী কেন্দ্রীয় ঈদগাহে মায়ের কবর জিয়ারত করে বের হওয়ার সময় মডেল মসজিদের পাশে দাউদকান্দি বিশ্বরোড স্ট্যান্ডে দুর্বৃত্তরা ভাইস চেয়ারম্যান তরিকুল ইসলাম নয়নকে মারধর ও লাঞ্ছিত করে। তরিকুল ইসলাম নয়ন অভিযোগ করে বলেন, জুমার নামাজ পড়তে আমি দাউদকান্দি মডেল মসজিদে যাই। নামাজ শেষে মায়ের কবর জিয়ারত করে বাসায় ফেরার পথে আমার ওপর হামলা হয়। এ ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেন তিনি। দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন সিকদার বলেন, আমাদের নবনির্বাচিত এমপির নির্দেশ দাউদকান্দি তিতাসে কোনো সন্ত্রাসী কার্যকলাপ হতে পারবে না। এ ঘটনায় আওয়ামী লীগের কেউ জড়িত নন বলে তিনি দাবি করেন। এ বিষয়ে দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সাংবাদিকদের বলেন, এ ঘটনা সম্পর্কে আমি শুনেছি। এটি নিন্দনীয় ঘটনা, আমি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এ ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত বা কেন করেছে সেটা তদন্তের মাধ্যমে বের হয়ে আসবে। এ ব্যাপারে মডেল থানার ওসি মোজাম্মেল হক বলেন, আমি এ ঘটনার কথা শুনেছি, অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব।
১৩ জানুয়ারি, ২০২৪
X