বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস / পদত্যাগ করলেন নাজমুল হাসান পাপন
বর্তমান সরকারের যুব ও ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পাওয়ায় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে পদত্যাগ করলেন নাজমুল হাসান পাপন। বেক্সিমকো ফার্মার পরিচালকের পদও ছেড়েছেন তিনি। রোববার (১৪ জানুয়ারি) বেক্সিমকো ফার্মার পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের মাধ্যমে এ তথ্য জানানো হয়। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস শেয়ারবাজারের তালিকাভুক্ত একটি কোম্পানি। সংবিধানের ১৪৭ অনুচ্ছেদ অনুযায়ী, সরকারের কোনো মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী পদে নিযুক্ত বা কর্মরত ব্যক্তি কোনো লাভজনক পদ কিংবা বেতনাদিযুক্ত পদ বা মর্যাদায় বহাল হবেন না কিংবা মুনাফা লাভের উদ্দেশ্যযুক্ত কোনো কোম্পানি, সমিতি বা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় বা পরিচালনায় কোনোরূপ অংশগ্রহণ করবেন না। সংবিধানের এ ধারা অনুযায়ী বেক্সিমকো ফার্মার এমডি ও পরিচালকের পদ থেকে সরে দাঁড়ালেন নাজমুল হাসান পাপন। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে শপথ নেন নাজমুল হাসান। 
১৪ জানুয়ারি, ২০২৪

কিশোরগঞ্জ-৬ আসনে মনোনয়নপত্র জমা দিলেন নাজমুল হাসান পাপন
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন মনোনয়নপত্র দাখিল করেছেন। বুধবার (২৯ নভেম্বর) দুপুরে তিনি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজের কাছে মনোনয়নপত্র জমা দেন। এ ছাড়া বুধবার দুপুর ১টা পর্যন্ত আরও দুজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- ইসলামী ঐক্য ফ্রন্টের হাজী রুবেল হোসেন ও সুপ্রিম পার্টির মো. হেলাল উদ্দিন । উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, জাতীয় পার্টি থেকে মো. নুরুল কাদের সোহেল ও স্বতন্ত্র থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মো. শাহাবুদ্দিন । উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ বলেন, বুধবার দুপুর পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩ জন। এখন পর্যন্ত এ নিয়ে মোট ৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের মনোনয়নপত্রটি আছে।
২৯ নভেম্বর, ২০২৩
X