আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন মনোনয়নপত্র দাখিল করেছেন।
বুধবার (২৯ নভেম্বর) দুপুরে তিনি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজের কাছে মনোনয়নপত্র জমা দেন।
এ ছাড়া বুধবার দুপুর ১টা পর্যন্ত আরও দুজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- ইসলামী ঐক্য ফ্রন্টের হাজী রুবেল হোসেন ও সুপ্রিম পার্টির মো. হেলাল উদ্দিন ।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, জাতীয় পার্টি থেকে মো. নুরুল কাদের সোহেল ও স্বতন্ত্র থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মো. শাহাবুদ্দিন ।
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ বলেন, বুধবার দুপুর পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩ জন। এখন পর্যন্ত এ নিয়ে মোট ৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের মনোনয়নপত্রটি আছে।
মন্তব্য করুন