১২ লাখ টন নিত্যপণ্য আমদানি এস আলম গ্রুপের
মার্চের দ্বিতীয় সপ্তাহে শুরু হচ্ছে রমজান মাস। এ সময় নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে এরই মধ্যে পদক্ষেপ নিয়েছে এস আলম গ্রুপ। প্রতিষ্ঠানটি এরই মধ্যে কয়েকশ মিলিয়ন ডলার বিনিয়োগে ১২ লাখ টনের বেশি নিত্যপণ্য আমদানি করছে, যা দেশে রমজানের মোট ভোজ্যপণ্য চাহিদার প্রায় ৫০ শতাংশ। পণ্যগুলোর মধ্যে চিনি, ভোজ্যতেল, গম, ডাল ও ছোলা উল্লেখযোগ্য। এস আলম গ্রুপ জানিয়েছে, বরাবরের মতো এবারও আমরা রমজানের মোট চাহিদার বেশিরভাগ পণ্য আমদানির উদ্যোগ নিয়েছি। এসব পণ্যের কিছু বর্তমানে মজুত এবং বেশ কিছু চালান খালাসের অপেক্ষায় রয়েছে। রমজানে ঘাটতি হলে আরও পণ্য আমদানির পদক্ষেপ নেব আমরা।
২৩ জানুয়ারি, ২০২৪
X