শেরপুরের নকলা উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়ার অভিযোগে ১৬ বছরের এক কিশোরকে আটক করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান।
মঙ্গলবার (২১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চন্দ্রকোনা রাজলক্ষ্মী উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। আটক কিশোর ওই গ্রামের আলফাজ হোসেনের ছেলে।
কেন্দ্রের দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, আটককৃত কিশোর অন্য একজনের ভোট দেওয়ার চেষ্টার সময় আটক হন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে পুলিশ হেফাজতে দেন।
অপরদিকে জালভোট দেওয়ার অভিযোগে দুপুর ১টায় নকলা পৌর শহরের কায়দা বালিকা দাখিল মাদ্রাসা কেন্দ্রে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এ তথ্য নিশ্চিত করেছেন কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. আলমগীর হোসেন।
নকলা উপজেলায় ১ লাখ ৭৯ হাজার ৬০৬ জন এবং নালিতাবাড়ী উপজেলা ২ লাখ ৩৯ হাজার ৩০৬ জন ভোটার।
নকলা উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অন্যদিকে, নালিতাবাড়ী উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ, র্যাব, বিজিবি, আনসারসহ প্রতিটি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছেন।
মন্তব্য করুন