পডকাস্ট অ্যাপ বন্ধের কারণ জানাল গুগল
বহুল জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল থেকে বন্ধ হচ্ছে গুগল পডকাস্ট অ্যাপ। মঙ্গলবার (২ এপ্রিল) থেকে গুগল পডকাস্ট অ্যাপটি বন্ধ করেছে।  পডকাস্ট বিভিন্ন প্ল্যাটফর্মজুড়ে বেশ জনপ্রিয়। যদিও সার্চ ইঞ্জিনগুগলের রয়েছে নিজস্ব অসংখ্য অ্যাপ। তাই গুগল মনে করছে এটির জন্য এখন আর আলাদাভাবে ব্যবসা  পরিচালনার প্রয়োজন নেই। জানা যায়, কোম্পানি সম্পূর্ণরূপে পডকাস্ট সেগমেন্ট বন্ধ করে দিচ্ছে না। ইউটিউব মিউজিক পডকাস্টের জন্য একটি গো-টু প্ল্যাটফর্ম হবে কারণ কোম্পানি দুটির অ্যাপের পরিবর্তে একটি অ্যাপে সব বিনিয়োগ করতে চায়। এর আগে গুগল গত বছরের সেপ্টেম্বরে অ্যাপটি বন্ধ করতে চেয়েছিল। সে সময় বন্ধ না হওয়ার কারণ- গুগল ব্যবহারকারীদের অ্যাপ সুইচ করার জন্য পর্যাপ্ত সময় দেয়। বর্তমানে পডকাস্ট অ্যাক্সেস করতে চাইলে ইউটিউব মিউজিক পরিষেবার জন্য অর্থ প্রদান করার পরামর্শ দিয়েছে। গুগল শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য এই ফিচার এনেছে এবং সার্ভিস স্যুইচিং অফার করছে। তবে এখনো পর্যন্ত নিশ্চিত ভাবে কিছু বলা যাচ্ছে না যে, মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে পডকাস্ট অ্যাপ ব্যবহারীদের জন্য গুগল কী অফার করবে। গুগল পডকাস্ট অন্য অ্যাপে ট্রান্সফার করবেন যেভাবে: >> এজন্য প্রথমে গুগল পডকাস্ট অ্যাপে যেতে হবে >> এক্সপোর্ট সাবস্ক্রিপশন অপশনে ক্লিক করতে হবে >> এক্সপোর্ট টু ইউটিউব মিউজিকের অধীনে এক্সপোর্ট অপশনে ট্যাপ করতে হবে >> ইউটিউব মিউজিক অ্যাপে ট্রান্সফার অপশন বেছে নিন। >> এবার সাবস্ক্রিপশন ট্রান্সফার দেখতে লাইব্রেরিতে খোঁজ নিন।
০৩ এপ্রিল, ২০২৪
X