পদোন্নতি পেয়ে পুলিশ সুপার হলেন ৭ কর্মকর্তা
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদের ৭ জনকে পুলিশ সুপার (এসপি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।  বুধবার (৮ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা হতে উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।  পদোন্নতিপ্রাপ্ত ৭ কর্মকর্তা হলেন- দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মুমিনুল করিম, সিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. আমিনুল ইসলাম, পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো. আশ্রাফুজ্জামান, চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার কবির আহম্মেদ, মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব, পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আলম ও পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো. সুফি উল্লাহ।  প্রজ্ঞাপনে এসব কর্মকর্তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর পদোন্নতিপ্রাপ্ত পদে যোগদানপত্র প্রেরণ করতে বলা হয়েছে।  এ ছাড়া জনস্বার্থে জারিকৃত এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। 
০৮ মে, ২০২৪

গ্রেড-১ পদে পদোন্নতি পেলেন মাউশি ডিজি
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) অধ্যাপক নেহাল আহমদের শেষ কর্মদিবস আগামী ৯ এপ্রিল। এর ১০ দিন আগে গ্রেড-১ এর পদোন্নতি পেয়েছেন তিনি। শিক্ষা ক্যাডারের দ্বিতীয় ব্যক্তি হিসেবে এ মর্যাদা পেলেন অধ্যাপক নেহাল আহমদ। সোমবার (১ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় থেকে তার পদোন্নতির আদেশ জারি করা হয়েছে। মাউশি অধিদপ্তরের বর্তমান মহাপরিচালক একজন অধ্যাপক অর্থাৎ গ্রেড-৪ এর মর্যাদাপ্রাপ্ত। গ্রেড-১ পাওয়ার পর তিনি এখন সচিব সমমর্যাদার। ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক নেহাল আহমেদ ২০২২ সালের ৩১ জানুয়ারি মাউশির নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পান।
০১ এপ্রিল, ২০২৪

বিএনপির তিন নেতার পদোন্নতি
দলের জাতীয় নির্বাহী কমিটির তিন নেতাকে বিভিন্ন পদে পদোন্নতি দিয়েছে বিএনপি। এর মধ্যে আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদারকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য করা হয়েছে। এ ছাড়া গণশিক্ষাবিষয়ক সম্পাদক সেলিম ভূঁইয়াকে কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক এবং সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশেদুল হককে আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দল আশা করে, নেতৃবৃন্দ দলকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এদিকে পদোন্নতি পেয়ে নিজের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন বলে জানিয়েছেন মনোনীত সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া ও আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক রাশেদুল হক। রাশেদুল হক বলেন, দলের জন্য সর্বোচ্চ ভূমিকা পালন করব।
২০ মার্চ, ২০২৪

পদোন্নতি পাওয়া ছয় অতিরিক্ত আইজিপির পদায়ন 
সদ্য পদোন্নতি পাওয়া পুলিশের ছয় অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকে (অতিরিক্ত আইজিপি) পদায়ন করা হয়েছে। সোমবার (১১ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন দেওয়া হয়েছে। পদায়ন করা কর্মকর্তাদের মধ্যে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি দেবদাস ভট্টাচার্য্যকে রেলওয়ে পুলিশের প্রধান করা হয়েছে। ট্যুরিস্ট পুলিশের প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে রাজশাহীর সারদায় অবস্থিত পুলিশ একাডেমির প্রিন্সিপাল মীর রেজাউল আলমকে। ওই প্রজ্ঞাপন অনুযায়ী, পদোন্নতির পর পুলিশ সদর দপ্তরে থাকা খন্দকার লুৎফুল কবিরকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি, এন্টি টেররিজম ইউনিটের প্রধান মোহা. আবদুল আলীম মাহমুদকে নৌ পুলিশের প্রধান, হাইওয়ে পুলিশ থেকে মো. মাসুদুর রহমান ভূঞাকে দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশ একাডেমির প্রিন্সিপাল হিসেবে। এ ছাড়া পদোন্নতির পর পুলিশ সদর দপ্তরে থাকা মো. তৌফিক মাহবুব চৌধুরীকে পুলিশ সদর দপ্তরেই অতিরিক্ত আইজিপি হিসেবে পদায়ন করা হয়েছে। 
১১ মার্চ, ২০২৪

পদোন্নতি পাওয়া ছয় অতিরিক্ত আইজিপির পদায়ন
সদ্য পদোন্নতি পাওয়া পুলিশের ছয় অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকে (অতিরিক্ত আইজিপি) পদায়ন করা হয়েছে। সোমবার (১১ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন দেওয়া হয়েছে। পদায়ন করা কর্মকর্তাদের মধ্যে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি দেবদাস ভট্টাচার্য্যকে রেলওয়ে পুলিশের প্রধান করা হয়েছে। ট্যুরিস্ট পুলিশের প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে রাজশাহীর সারদায় অবস্থিত পুলিশ একাডেমির প্রিন্সিপাল মীর রেজাউল আলমকে। ওই প্রজ্ঞাপন অনুযায়ী, পদোন্নতির পর পুলিশ সদর দপ্তরে থাকা খন্দকার লুৎফুল কবিরকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি, এন্টি টেরোরিজম ইউনিটের প্রধান মোহা. আবদুল আলীম মাহমুদকে নৌপুলিশের প্রধান, হাইওয়ে পুলিশ থেকে মো. মাসুদুর রহমান ভূঞাকে দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশ একাডেমির প্রিন্সিপাল হিসেবে। এ ছাড়া পদোন্নতির পর পুলিশ সদর দপ্তরে থাকা মো. তৌফিক মাহবুব চৌধুরীকে পুলিশ সদর দপ্তরেই অতিরিক্ত আইজিপি হিসেবে পদায়ন করা হয়েছে। 
১১ মার্চ, ২০২৪

সিনিয়র সহকারী জজ পদে পদোন্নতি পেলেন ১৩১ কর্মকর্তা
বাংলাদেশ সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে ১৩১ কর্মকর্তাকে সিনিয়র সহকারী জজ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। রোববার (১০ মার্চ) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের বিচার শাখা-১ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেছেন উপসচিব মোহাম্মদ ওসমান হায়দার। এর আগে, তারা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সহকারী জজ/সমপর্যায়ের বিচারক জুডিশিয়াল সার্ভিসে কর্মরত ছিলেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত বিচারকরা পদোন্নতিপ্রাপ্ত পদ/সমপর্যায়ের পদে স্ব-স্ব কর্মস্থলে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত কর্মরত থাকবেন। এছাড়া পদোন্নতিপ্রাপ্ত পদে যোগদানের তারিখ হতে উল্লিখিত বিচারকদের পদোন্নতি কার্যকর হবে। এতে আরও বলা হয়েছে, জনস্বার্থে এ-আদেশ জারি করা হলো।
১০ মার্চ, ২০২৪

৭৩ চিকিৎসকের পদোন্নতি
সহকারী পরিচালক পদে ৭৩ চিকিৎসককে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। এসব চিকিৎসক দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন।  সোমবার (৪ মার্চ) মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের (পারসোনেল-২) যুগ্ম সচিব মো. মঞ্জুরুল হাফিজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের নিম্নবর্ণিত ৭৩ জন কর্মকর্তাকে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ৫ম গ্রেড (টাকা ৪৩,০০০-৬৯,৮৫০/-) বেতনক্রমে সহকারী পরিচালক বা সমমান পদে পদোন্নতি প্রদান করা হলো। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা তাদের যোগদানপত্র ([email protected]) ই-মেইলে পাঠাবেন। রাষ্ট্রপতির আদেশক্রমে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হলো বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব ও সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সবার কাছে পাঠানো হয়েছে।
০৫ মার্চ, ২০২৪

সেই জামালকে পদোন্নতি দিল বিএনপি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে শাহজাহান ওমর আওয়ামী লীগে যোগ দেওয়ায় ঘুরে ফিরে একটাই প্রশ্ন আসছিল ঝালকাঠির রাজনীতিতে বিকল্প হিসেবে কাকে বেছে নেবে বিএনপি? তখন অনেকের মধ্যে ব্যবসায়ী রফিকুল ইসলাম জামালের নামও আলোচনায় আসে। অবশেষে ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রভাবশালী সদস্য জামালকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সম্পাদক পদে পদোন্নতি দেওয়া হলো। তাকে ঝালকাঠি জেলা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। এ ছাড়া রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন জায়গায় উৎফুল্ল নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেছেন। জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ হোসেন এবং সদস্য সচিব শাহাদাৎ হোসেনসহ জেলার সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা নবনির্বাচিত ধর্মবিষয়ক সম্পাদককে অভিনন্দন জানান। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বুধবার বলা হয়—‘ঝালকাঠি জেলা বিএনপির সদস্য মো. রফিকুল ইসলাম জামালকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে। দল আশা প্রকাশ করে, রফিকুল ইসলাম জামাল দলকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।’ ২০১৮ সালের জুলাইয়ে ধর্মবিষয়ক সম্পাদক বদরুজ্জামান খসরু মারা যাওয়ায় পদটি দীর্ঘদিন শূন্য ছিল। ঝালকাঠি জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান মুবিনের (দপ্তরের দায়িত্বে) পাঠানো অভিনন্দন বার্তায় বলা হয়—গণতান্ত্রিক আন্দোলনে দলের পক্ষে অগ্রণী ভূমিকা পালন করায় দল রফিকুল ইসলাম জামালকে মূল্যায়ন করেছে। সাবেক ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমরের বিকল্প হিসেবে জামালকে মূল্যায়ন করা হয়েছে কি না এমন প্রশ্নে ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব শাহাদাৎ হোসেন জানান, শাহজাহান ওমর দলের সঙ্গে বেইমানি করে চলে যাওয়ায় তার বিকল্প হিসেবে রফিকুল ইসলাম জামালকে মূল্যায়ন করায় ঝালকাঠি জেলা বিএনপি পরিবার আনন্দিত। তিনি আরও বলেন, শাহজাহান ওমর দলের তৃণমূল নেতাকর্মীদের কাছে গ্রহণযোগ্য ছিলেন না। কিন্তু রফিকুল ইসলাম জামাল ভদ্র বিনয়ী এবং কর্মীবান্ধব হওয়ায় সবার আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। তাকে এ পদে মূল্যায়ন করায় দল আরও বেশি সুসংগঠিত হবে এবং রাজাপুর-কাঁঠালিয়াসহ পুরো জেলায় একটি মজবুত সাংগঠনিক ভিত্তি তৈরি হব। জানা গেছে, ঝালকাঠি বিএনপিতে শাহজাহান ওমরের একটি প্রভাব ছিল। কিন্তু তিনি আওয়ামী লীগে যোগ দেওয়ায় সেখানে তার বিকল্প হিসেবে নতুন কাউকে সামনে আনতে চায় বিএনপি। জামালকে পদোন্নতি সে প্রক্রিয়ারই অংশ মনে করা হচ্ছে। গতকাল এক প্রতিক্রিয়ায় জামাল কালবেলাকে বলেন, আমি ক্ষমতাসীনদের শত নির্যাতন-নিপীড়নেও প্রতিটি কর্মকাণ্ডে সক্রিয় ছিলাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমার ওপর যে বিশ্বাস রেখে দায়িত্ব দিয়েছেন আমি তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পালনে সচেষ্ট থাকব। সংগঠনকে আরও বেশি গতিশীল করতে ভূমিকা রাখব এবং তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশের হারানো গণতন্ত্র পুনরুদ্ধার হবে ইনশাআল্লাহ। রফিকুল ইসলাম জামাল ২০০৮ সালে বিএনপি থেকে নির্বাচনে অংশ নেন। ওই সময় তিনি আওয়ামী লীগের প্রার্থী বজলুল হক হারুনের কাছে হেরে যান। ২০১৮ সালে শাহজাহান ওমরকে প্রধান প্রার্থী ও জামালকে বিকল্প প্রার্থী মনোনয়ন দিয়েছিল বিএনপি।  
২২ ফেব্রুয়ারি, ২০২৪
X