পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির ইফতার ও দোয়া অনুষ্ঠিত
খুলনার পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ এপ্রিল) সন্ধ্যায় পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির কার্যালয় চত্বরে সংগঠনটির সভাপতি শেখ সেকেন্দার আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ফসিয়ার রহমানের সঞ্চালনায় এ আয়োজন সম্পন্ন হয়। দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন পাইকগাছা-কয়রার সংসদ সদস্য মো. রশীদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে পাইকগাছা পৌর মেয়র মো. সেলিম জাহাঙ্গীর, সিনিয়র সহকারী পুলিশ সুপার ( ডি সার্কেল) মো. সাইফুল ইসলাম, ওসি মো. ওবাইদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, খুলনা জেলা পোনা ব্যাবসায়ী সমিতির সভাপতি মো. গোলাম কিবরিয়া রিপন, জেলা আওয়ামী লীগের নেতা মো. খাইরুল ইসলাম, ষোল আনা ব্যবসায়ী সমিতির সভাপতি মো. শুকুরুজ্জামান, সাংবাদিক রাবিদ মাহমুদ চঞ্চল, অ্যাড. আবুল কালাম আজাদসহ বিভিন্ন  পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন । অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা আব্দুল কাদির।
০১ এপ্রিল, ২০২৪

এমপি রশীদুজ্জামানকে সংবর্ধনা দিল পাইকগাছা সরকারি কলেজ
খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. রশীদুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা, সংবর্ধনা, ক্রেস্ট ও মানপত্র প্রদান করেছে পাইকগাছা সরকারি কলেজ।  বুধবার (২৪ জানুয়ারি) সকালে সরকারি কলেজের সুমন চত্বর প্রাঙ্গণে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পাইকগাছা কলেজের অধ্যক্ষ সমরেশ রায়। এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার ইকবাল মন্টু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাত হোসেন বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা রনজিৎ সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু। সংবর্ধনা মঞ্চে স্বাগত বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল। প্রভাষক মোমিন উদ্দীন ও লুৎফা ইসলাম লুবনার উপস্থাপনায় বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক মো. আমান উল্লাহ গাজী, এফএম ইলিয়াস হোসেন, সত্যপ্রিয় মিস্ত্রী ও শহীদুল ইসলাম, প্রভাষক সুস্মিতা সরকার, আসমা আখতার, আমেনা খাতুন, জিএম রহমত আলী, তরুণ কান্তি মন্ডল, তাজুল ইসলাম, নাজনীন নাহার, সঞ্জয় কুমার ঘোষ, জিএমএ রাজ্জাক, স্বাপন কুমার ঘোষ, উজ্জ্বল বিশ্বাস, নিখিল চন্দ্র মন্ডল, মাহবুবা নাজনীন, সোমা রায়, মাধুরী মন্ডল, সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন। এ সময়ে অন্যান্য প্রভাষক, সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও মানপত্র প্রদান করা হয়।
২৪ জানুয়ারি, ২০২৪
X