ইমরান খানের জামিনের মেয়াদ বাড়ল
জামিনের মেয়াদ বাড়ল পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের। আরও চার মামলায় তার জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে। লাহোরের সন্ত্রাসবিরোধী আদালত (এটিসি) তাকে জামিন দিয়েছেন। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  রাওয়ালপিন্ডি কোর্টে ইমরান খান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি ৯ মের সহিংসতার এক ডজন মামলায় জামিনের পর নতুন করে আরও চার মামলায় জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে। আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত এ মেয়াদ বাড়ানো হয়।  সন্ত্রাসবিরোধী আদালতের (এটিসি) বিচারক আরশাদ জাভেদের আদালতে আজ এ শুনানি হয়। এরপর তিনি চার মামলায় জামিনের মেয়াদ আরও বাড়িয়ে দেন।  শুনানির সময় আদালতের কাছে এক সহকারী আইনজীবী বলেন, ইমরান খানের আইনজীবী আল কাদির ট্রাস্টের মামলায় ব্যস্ত ছিলেন। ফলে তিনি যুক্তি উপস্থাপনের সময় বাড়িয়ে দেওয়ার আবেদন করেন।  আইনজীবীর আবেদনের ভিত্তিতে আদালত তার আবেদন মঞ্জুর করেন। তিনি পরবর্তী শুনানিতে আদিয়ালা কারাগারে ভিডিও লিংকের মাধ্যমে ইমরান খানের উপস্থিতি নিশ্চিতের জন্য নির্দেশ দেন।  এর আগে গত শনিবার (১০ ফেব্রুয়ারি) রাওয়ালপিন্ডির সন্ত্রাসবিরোধী আদালত (এটিসি) ৯ মে দাঙ্গাসংশ্লিষ্ট ১২টি মামলায় ইমরান খানের জামিন মঞ্জুর করেন। এ ছাড়া সেনাবাহিনীর সদর দপ্তর এবং সেনা জাদুঘরে হামলা নিয়ে আরও দুই মামলায় তাকে জামিন দেন আদালত। অন্যদিকে ইমরান সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পিটিআইয়ের নেতা শাহ মাহমুদ কুরেশি ১৩টি মামলায় জামিন পান। জানা যায়, ইমরান ও মাহমুদ কুরেশির জামিন আবেদনের শুনানি করেন এটিসির বিচারক মালিক এজাজ আসিফ। আদালত বলেছেন, ইমরানকে গ্রেপ্তার করে রাখার কোনো এখতিয়ার নেই। ৯ মে দাঙ্গাসংশ্লিষ্ট মামলায় সব আসামি জামিনে রয়েছেন। গত ৯ মে ইসলামাবাদ হাইকোর্টে হাজিরা গেলে গ্রেপ্তার হন ইমরান খান। সাবেক এই প্রধানমন্ত্রীকে গ্রেপ্তারের প্রতিবাদে সারাদেশ বিক্ষোভে ফেটে পড়ে। বিক্ষোভ থেকে হামলা হয় সেনা স্থাপনায়। এসব দাঙ্গার ঘটনায় ইমরান খানের নামে বেশ কয়েকটি মামলা দেওয়া হয়। অবশ্য ২০২২ সালে সংসদে অনাস্থা ভোটে হেরে সরকার থেকে বিদায় নেওয়ার পর থেকেই একের পর এক আইনি জটিলতায় পড়ছেন ইমরান খান। তার নামে প্রায় ২০০ মামলা দেওয়া হয়েছে। সম্প্রতি চার মামলায় দোষী সাব্যস্ত করে ইমরানকে ৩৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ১০ বছরের জন্য তাকে নির্বাচনে নিষিদ্ধ করা হয়েছে। তবে পিটিআই ও ইমরান-সমর্থকদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে এসব সাজা দেওয়া হয়েছে। বর্তমানে কারাগারে বন্দি তিনি।
১৫ ফেব্রুয়ারি, ২০২৪
X