নিষিদ্ধ ঘোষিত জাল ব্যবহার বন্ধ করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী
অবৈধ কারেন্ট জালসহ নিষিদ্ধ ঘোষিত অন্যান্য জালের ব্যবহার বন্ধ করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমান। রোববার (৫ মে) দুপুরে চট্টগ্রামের কর্ণফুলীর মেরিন ফিশারিজ একাডেমির ক্যাপ্টেন মাসুক হাসান আহমেদ অডিটরিয়ামে সামুদ্রিক মৎস্য ব্যবস্থাপনায় সম্পৃক্ত অংশীজনের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। মতবিনিময় অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমান বলেন, কোনোক্রমেই অবৈধ কারেন্ট জালসহ নিষিদ্ধ ঘোষিত অন্যান্য জাল ব্যবহার করতে দেওয়া হবে না। এসব জাল ব্যবহার করে মাছের ডিম পর্যন্ত তুলে ফেলা হচ্ছে। দেশের স্বার্থে, দেশের সম্পদ রক্ষার স্বার্থে সামুদ্রিক মৎস্য সম্পদ উন্নয়নের স্বার্থে অবৈধ জালের বিস্তার অবশ্যই রোধ করতে হবে। তা করা না গেলে আমাদের কোনো পরিকল্পনাই কাজে আসবে না বলে মন্তব্য করেন তিনি। এ সময় সামুদ্রিক মৎস্য রক্ষার্থে কোনো অবস্থাতেই অবৈধ উপায়ে ও অবৈধ জাল ব্যবহার করা যাবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে মন্ত্রী বলেন, আইনগত ব্যবস্থার পাশাপাশি এটিকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। কারেন্ট জাল ব্যবহার করে মাছ ধরে ফেললে কোনো প্রযুক্তিই কাজে আসবে না। সাগরে ৬৫ দিন মাছ ধরার বিষয়ে যে নিষেধাজ্ঞা রয়েছে তা যথাযথভাবে পালনের জন্য অংশীজনের প্রতি আহ্বান জানান তিনি। অংশীজনের উদ্দেশ্যে মন্ত্রী আরও বলেন, মৎস্য মন্ত্রণালয়ের মাধ্যমে হ্রদ, নদী ও সাগরের মাধ্যমে জীবন-জীবিকার উন্নয়নে যা কিছু করার প্রধানমন্ত্রীর নেতৃত্বে তার সব কিছুই করা হবে। তবে এটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনাদের। তিনি বলেন, সাগরে মাছ ধরার ক্ষেত্রে নানাবিধ সমস্যা রয়েছে। তবে এসব সমস্যা সমাধানে মন্ত্রণালয় আন্তরিক রয়েছে। জাহাজের মালিকানা পরিবর্তনের বিষয়ে জটিলতা রয়েছে উল্লেখ করে তিনি এ জটিলতা নিরসনের উদ্যোগ নেওয়া হবে বলে জানান। এর আগে সকালে চট্টগ্রামে মৎস্য অধিদপ্তরাধীন সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের আওতায় ১০ তলাবিশিষ্ট সামুদ্রিক মৎস্য দপ্তর ও ফিশারিজ সেন্টার অব এক্সসিলেন্স এবং বিএফডিসি অ্যাকশন শেড কাম ট্রেনিং সেন্টারের নির্মাণকাজের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী। মৎস্যমন্ত্রী চট্টগ্রাম মৎস্য অবতরণ কেন্দ্রসহ মৎস্য সংক্রান্ত বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের প্রতি তিনি এ সময় বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সেলিম উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের পরিচালক মো. জিয়া হায়দার চৌধুরী। এ ছাড়া মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. আলমগীর, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান সাঈদ মাহমুদ বেলাল হায়দর, কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা জান্নাত এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এ বছর ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন নৌযান কর্তৃক সাগরে সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ রয়েছে। 
০৫ মে, ২০২৪

ফরিদপুরের ঘটনা আদিম যুগের বর্বরতাকেও হার মানিয়েছে : আব্দুর রহমান
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান বলেছেন, বাংলাদেশ সম্প্রতির দেশ, এখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার। যেভাবে তাদের পিটিয়ে মারা হয়েছে, তা আদিম যুগের বর্বরতাকেও হার মানিয়েছে।  সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে বিচারের আশ্বাস দিয়ে তিনি বলেন, দুজনকে পিটিয়ে হত্যা করে যারাই এই শান্তিপূর্ণ এলাকাকে অশান্ত করেছে, তাদের আইনের মাধ্যমে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হবে।  বুধবার (২৪ এপ্রিল) রাতে ফরিদপুরের মধুখালীর ডুমাইন ইউনিয়নে পঞ্চপল্লীতে মন্দিরে অগ্নিসংযোগের ঘটনা কেন্দ্র করে মারধরে নিহত দুই সহোদরের বাড়িতে গিয়ে সমবেদনা জানান মন্ত্রী। এ সময় তিনি নওপাড়া ইউনিয়নের চোপেরঘাট ও ঘটনাস্থল পঞ্চপল্লী পরিদর্শন করেন। রেলমন্ত্রী জিল্লুল হাকিমও পঞ্চপল্লীতে প্রাণীসম্পদ মন্ত্রীর সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেন। দুই মন্ত্রী এ ঘটনায় জড়িত আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক এসএম ইশতিয়াক আরিফ, ইউএনও মামনুন আহমেদ অনীক প্রমুখ। জানা গেছে, বুধবার সন্ধ্যার পরে বিদেশ সফর শেষে ঢাকা থেকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী সরাসরি মধুখালীর পঞ্চপল্লীতে নিহত আশরাফুল ও আসাদুলের বাড়ি নওয়াপাড়া ইউনিয়নের চোপেরঘাট গ্রামে যান। মন্ত্রী তাদের মা-বাবাসহ স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং শোকাহত পরিবারকে সমবেদনা জানান। এ সময় তিনি নিহতদের পরিবারের এনজিও থেকে নেওয়া ঋণ পরিশোধ এবং জীবিকা নির্বাহের জন্য একটি ব্যাটারিচালিত ভ্যান ও বিভিন্ন এনজিও থেকে নেওয়া ঋণের টাকা পরিশোধের আশ্বাস দেন।
২৫ এপ্রিল, ২০২৪

গভীর রাতে বাড়িতে গিয়ে প্রাণিসম্পদ মন্ত্রীর ঈদসামগ্রী বিতরণ
ঘড়ির কাটায় তখন রাত সোয়া ১২টা। দরজায় কড়া নেড়ে ‘ঘরে কেউ কি আছেন’, কিছু সময় পর ভেতর থেকে বলা হলো ‘কিডা খুলতেছি’। একটু পর দরজা খুলতেই মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো: আব্দুর রহমানকে দেখতে পেয়ে চমকে গেলেন এক মধ্য বয়সী নারী।  দরজার সামনে মন্ত্রীকে দেখতে পেয়ে খুশিতে কিছুই বলতে পারছিলেন না তিনি। পরে মন্ত্রী তার হাতে তুলে দেন শাড়ি, স্বামীর জন্য লুঙ্গি, পরিবারের জন্য সেমাই, চিনি, দুধসহ বিভিন্ন সামগ্রী। উপহার হাতে পেয়ে তার চোখে মুখে এক অন্যান্য আনন্দের ছাপ। মঙ্গলবার (৯ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে ঘুরে ঘুরে ফরিদপুরের মধুখালী উপজেলার মেছরদিয়া এলাকায় মুজিববর্ষে প্রধানমন্ত্রীর দেওয়া ঘরের বিভন্ন অসহায় মানুষের দরজায় এভাবেই হাজির হয়ে তাদের হাতে ঈদ উপহার তুলে দেন মন্ত্রী। এর আগে ১১টার দিকে মন্ত্রী তার নিজ বাড়ী কামালদিয়া থেকে রওনা দেন। মধুখালী ও বোয়ালমারী উপজেলার বিভিন্ন সড়কে থাকা ছিন্নমূল মানুষের হাতে তুলে দেন শাড়ি, লুঙ্গি, সেমাই, চিনি ও দুধ। এরপর উপজেলার বিভিন্ন আশ্রায়ন প্রকল্পের বাসিন্দাদের ডেকে তুলে তাদের হাতে তুলে দেন ঈদ সামগ্রী। এভাবে চলে রাত দেড়টা পর্যন্ত। আশ্রায়ন প্রকল্পের বাসিন্দা রাশেদা বেগম বলেন, নিজের চোখের সামনে মন্ত্রীকে প্রথম দেখলাম। তার হাত থেকে উপহার পেয়েছি। আমরা পরিবারের সবাই খুশি। ঈদের মাত্র একদিন বাকী, এই সময়ে মন্ত্রী এসে আমাদের শাড়ি, লুঙ্গি, সেমাই, চিনি দিলেন আমরা উনার কাছে কৃতজ্ঞ। সড়কের পাশে ছোট্ট খুপরি ঘরে থাকেন সাহেব আলী। তাকেও ডেকে তুলেন মন্ত্রী। সাহেব আলী মন্ত্রীকে দেখে অবাক, তাও এতো রাতে। তার কাছে স্বপ্নের মতো লাগছে বলে জানালেন সাহেব আলী। তিনি বলেন, মন্ত্রীকে ভোট দিয়েছিলাম না দেখে। এবার তাকে প্রথমবার সামনে দেখতে পেলাম। খুবই ভালো লাগছে, তার হাত থেকে ঈদের উপহারও পেলাম। আজকের দিনটি আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। চলতি পথে দেখা আসমা বেগমের সঙ্গে। গাড়ি থামালেন মন্ত্রী এরপর তাকে ডেকে তার হাতে তুলে দিলেন শাড়ি। আসমা বেগম আবেগে আপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, শুধু টিভিতে আর পোস্টারে তাকে দেখেছি। সামনে আজকে প্রথমবারের মতো দেখলাম। আমার কাছে আজই ঈদ মনে হচ্ছে।  শুধুমাত্র আসমা বেগম, সাহেব আলী, রাশেদা বেগমই নয় রাতে ঘুরে ঘুরে দুই শতাধিক অসহায় মানুষের হাতে মন্ত্রী তুলে দিয়েছেন ঈদ উপহার।  গত চার দিন যাবত নিজ নির্বাচনী এলাকা ফরিদপুর-১ (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা) আসনের অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ও নিজস্ব তহবিল থেকে ১০ হাজার অসহায় মানুষের হাতে তুলে দিয়েছেন শাড়ি, লুঙ্গিসহ বিভিন্ন সামগ্রী।  মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো: আব্দুর রহমান বলেন, অসহায় মানুষের মুখে হাসি ফোটাতেই রাতে বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে তাদের হাতে উপহার তুলে দিয়েছি। মৃত্যুর আগের দিন পর্যন্ত এই মানুষগুলোর পাশে থেকে তাদের মুখের হাসি ধরে রাখতে চাই। বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার দেওয়া ঘরের বাসিন্দাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পেরেছি এ জায়গায় নিজের কাছে আরও ভালো লাগছে।
১০ এপ্রিল, ২০২৪

‘প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকার নামই জীবন’
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমান এমপি বলেছেন, প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকার নামই জীবন। সুতরাং ঝড়-বাদল, অনাবৃষ্টি, খরা এসবের মধ্য দিয়েই আমাদের বাঁচতে হবে। বসবাস করতে হবে। আওয়ামী লীগ সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা অত্যন্ত মানবদরদী নেত্রী এবং একজন মানবিক নেত্রী। তিনি মানুষের সুখ-দুঃখ নিয়ে ভাবেন। যতদিন তিনি আমাদের নেতৃত্বে থাকবেন, ততদিন ইনশাআল্লাহ কোনো ঝড়-ঝঞ্ঝা আমাদের নোয়াতে পারবে না। শনিবার (৩০ মার্চ) দুপুর ১টায় ফরিদপুরের আলফাডাঙ্গায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণকালে সংক্ষিপ্ত বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। গত বুধবার দিবাগত রাত দেড়টার দিকে ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ, বানা ও পাঁচুড়িয়া ইউনিয়নে ২৫টি গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে শতাধিক বসতঘর বিধ্বস্ত এবং ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।  মন্ত্রী আলফাডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে সমবেত ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রথম দফায় ৫০টি পরিবারের মাঝে এক বান করে টিন ও ১৫০টি পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করেন। শুকনা খাবারের মধ্যে চাল, ডাল, খেজুর ও ইফতারসামগ্রী রয়েছে। পরে তিন ইউনিয়নের ২৫ গ্রামের ক্ষতিগ্রস্তদের তালিকা অনুযায়ী ত্রাণ পৌঁছে দেওয়া হবে।  ত্রাণ বিতরণ শেষে মধুমতী নদীতে অবৈধভাবে আড়াআড়ি বাঁধ এবং পাতন দিয়ে অবাধে মাছ শিকার হচ্ছে- কালবেলা প্রতিবেদকের এমন তথ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী তৎক্ষণাৎ উপজেলা ও পুলিশ প্রশাসনকে অবৈধ পাতন ও বাঁধ অপসারণের নির্দেশ দেন। এর আগে বেলা ১১টায় প্রাণিসম্পদমন্ত্রী তার নির্বাচনী এলাকার নিজ উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী পৌর বাজার সংলগ লোকাল বাসস্ট্যান্ড এলাকাতে ন্যায্যমূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রির উদ্বোধন করেন। এখানে ১শ টাকায় ১১টি ডিম, ৭০ টাকায় এক লিটার দুধ ও ৬০০ টাকায় এক কেজি গরুর মাংস কিনতে পারবেন সাধারণ মানুষ। নিম্ন আয়ের মানুষের কথা বিবেচনা করে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
৩০ মার্চ, ২০২৪

প্রান্তিক মানুষের মুখে হাসি দেখতে চান প্রধানমন্ত্রী : মন্ত্রী আব্দুর রহমান
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রান্তিক জনগোষ্ঠী নিভৃত গ্রামের মানুষের মুখে হাসি দেখতে চান। সে লক্ষ্যেই দেশে নানাবিধ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।  শনিবার (৯ মার্চ) দুপুর ২টায় ফরিদপুরের বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় খামারিদের মাঝে মিল্কিং মেশিন বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।  ফরিদপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সঞ্জিব বিশ্বাসের সভাপতিত্বে কামালদিয়া নিজ বাড়িতে মন্ত্রী দুই উপজেলার ডেইরি প্রডিউসার গ্রুপ (পিজি) খামারিদের মাঝে ৮টি মিল্কিং মেশিন বিতরণ করেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আব্দুর রহমান বলেন, মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে নানা কার্যক্রম চলমান রয়েছে। মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সামাজিক নিরাপত্তা বলয়ের আওতায় ৫৭ হাজার কোটি টাকা ৫ কোটি মানুষের মধ্যে দিয়ে থাকে সরকার। এ ছাড়াও তিনি বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বিভিন্ন প্রকল্প গ্রহণ করে সারা দেশে ব্যাপক উন্নয়ন করা হবে। বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ভেটেরিনারি কর্মকর্তা ডা. মনমথ কুমার সাহা, জেলা ট্রেনিং কর্মকর্তা ডা. একেএম আমজাদ, বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমীন ইয়াসমিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নারায়ণ চন্দ্র সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ভবেন বাইন ও বোয়ালমারী থানার ওসি শহিদুল ইসলাম প্রমুখ।
০৯ মার্চ, ২০২৪

‘উদ্যোক্তা তৈরির মাধ্যমে কর্মসংস্থান তৈরি করতে চাই’- প্রাণিসম্পদমন্ত্রী
ফরিদপুরে ইকোনমিক জোন গড়ে তুলে উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করতে চান মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমান। তিনি বলেন ফরিদপুরে একটি ইকোনমিক জোন গড়ে তুলবার প্রচেষ্টা তিনি অবশ্যই গ্রহণ করবেন। সেখান থেকে ফরিদপুরের ছেলেদের কর্মসংস্থান হবে বলে আশা তার। ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর ম্যুরাল এবং মুজিব মঞ্চের‌ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল এবং ‘মুজিব মঞ্চ’- এর শুভ উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান জাতির জনককে ম্যুরালের মাধ্যমে চিরঞ্জীব করে ফুটিয়ে তোলার জন্য জেলা প্রশাসক মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করেন। অতীতের সব ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে প্রাণিসম্পদমন্ত্রী সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান এবং ফরিদপুরে জাতির জনকের নামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা ও বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করার আশাবাদ ব্যক্ত করেন। এ সময় অনুষ্ঠানে ‌বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-০৩ আসনের সংসদ সদস্য আব্দুল কাদের আজাদ, সংরক্ষিত নারী সংসদ সদস্য মিসেস ‌ঝর্ণা হাসান, পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, সিভিল সার্জন মো. সিদ্দীকুর রহমান প্রমুখ।
২১ ফেব্রুয়ারি, ২০২৪

মৃত্যুর পরেও যেন মানুষ আমাকে মনে রাখে : প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান বলেছেন, আমার নির্বাচনী এলাকার সামগ্রিক উন্নয়নের পরিকল্পনা হাতে নিতে চাই। কি কি কাজ করলে এই এলাকার মানুষ উপকৃত হবে সেই প্রকল্পগুলি আমি বাস্তবায়ন করতে চাই আপনাদের নিয়ে। যেন মৃত্যুর পরেও মানুষ আমাকে মনে রাখে।  শনিবার (১৭ ফেব্রুয়ারি) আলফাডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে এক মতবিনিময় সভায় উপজেলা হলরুমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মন্ত্রী বানিয়েছেন, এটা আমার জীবনের সর্বোচ্চ স্বীকৃতি। দীর্ঘ রাজনৈতিক জীবনের এই স্বীকৃতি বঙ্গবন্ধু কন্যা দিয়েছেন। সেই দায়িত্ববোধ থেকে মানুষের পাশে দাঁড়িয়ে তাদের অভাব অভিযোগ এবং ন্যায় বিচার কে সুনিশ্চিত  করতে চাই।  আলফাডাঙ্গা উপজেলার সকল কর্মকর্তা উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আপনারা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন, আন্তরিক ভাবে দায়িত্ব পালন করবেন আপনাদের দায়িত্বপালনের মধ্যে যেন একটি মানবিক দিক থাকে সেইভাবে দায়িত্ব পালন করবেন এবং সেই দায়িত্ব পালনে কোন ধরনের প্রতিবন্ধকতা, বাধা বা কোনো অযাচিত হস্তক্ষেপ আমি বরদাস্ত করব না। কেউ অন্যায়ভাবে হস্তক্ষেপ করলে আপনারা তা মেনে নিবেন না, আমাকে আপনারা ন্যায়ের পক্ষে পাশে পাবেন।  মন্ত্রী বলেন আলফাডাঙ্গা উপজেলায় ইতিহাস রচিত হয়েছে, তারপরও মানুষ যেটা ভালো মনে করেছে সেটাই করেছে। আমি হেরেছি এই উপজেলায় সেটা বড় কথা মানুষ যে সুষ্ঠুভাবে তার ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে সেটা প্রমাণিত হয়েছে।  নির্বাচন কমিশনের প্রতিশ্রুতি অনুযায়ী সঠিক দায়িত্ব পালন করাই সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান মন্ত্রী। এর আগে আলফাডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে পুলিশের একটি বিশেষ দল মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীকে গার্ড অব ওনার এবং লাল গালিচা সংবর্ধনা দেন।  এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াসমিন, ভূমি কর্মকর্তা রজত্ব বিশ্বাস, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য তাহিদুর রহমান মুক্ত, জেলা আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।   
১৭ ফেব্রুয়ারি, ২০২৪

রমজানে ঢাকার যেসব স্থানে সুলভ মূল্যে মিলবে মাংস-ডিম
আসন্ন রমজান মাসে দুধ, ডিম, মাংস, ড্রেসড ব্রয়লার ইত্যাদির সরবরাহ বাড়িয়ে এসব পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমান। তিনি বলেন, আসন্ন রমজানে ঢাকা শহরে আরও নতুন ৫টি স্পটসহ এ বছর মোট ২৫টি স্থানে এসব পণ্য সুলভ মূল্যে বিপণন করা হবে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের সভাকক্ষে রমজান মাস উপলক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের করণীয় হিসেবে বিভিন্ন এজেন্ডার ওপর আলোচনা সভায় মন্ত্রী এ কথা জানান। মন্ত্রী বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে বিগত রমজানে প্রাণিজ পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ করে নিম্ন আয়ের মানুষকে স্বস্তি প্রদানের লক্ষ্যে ঢাকা শহরের ২০টি স্থানে গরু-খাসির মাংস, ড্রেসড ব্রয়লার, দুধ ও ডিম সাশ্রয়ী মূল্যে বিপণন করা হয়। আসন্ন রমজানে ঢাকা শহরে আরও নতুন ৫টি স্পটসহ এ বছর মোট ২৫টি স্থানে এসব পণ্য সুলভ মূল্যে বিপণনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মন্ত্রী আরও বলেন, সঠিক মূল্যে পশু খাদ্য উপকরণ আমদানির ক্ষেত্রে ব্যবসায়ীদের সহযোগিতার জন্য বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড, ট্যারিফ কমিশনসহ সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নিতে হবে। রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট অন্য স্টেকহোল্ডারদের প্রতি আহ্বান জানিয়ে আব্দুর রহমান বলেন, রমজান মাসে কম লাভে ও ধর্মীয় বিশ্বাস থেকে পুণ্য লাভের উদ্দেশ্যে এসব পণ্য বিক্রি করতে হবে। ব্যবসায়ীদের ভোগান্তিতে ফেলা সরকারের উদ্দেশ্য নয়; বরং ব্যবসায়ীরা যাতে স্বাচ্ছন্দ্যে ব্যবসা পরিচালনা করতে পারে সে বিষয়টিও সরকার সবসময় গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বলেও জানান মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী। তিনি বলেন, জনগণ যাতে রমজানে সুলভ মূল্যে প্রাণিজ পণ্য কিনতে পারে সেদিকে ব্যবসায়ীদের খেয়াল রাখতে হবে। এ সময় আর উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম উদ্দিন, অতিরিক্ত সচিব এটিএম মোস্তফা কামাল, কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শাহীন আখতার, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. এমদাদুল হক তালুকদার প্রমুখ।
১৫ ফেব্রুয়ারি, ২০২৪

প্রাণিসম্পদমন্ত্রী হলেন আব্দুর রহমান
দ্বাদশ জাতীয় সংসদের জন্য ৩৬ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করা হয়েছে। নবগঠিত এই মন্ত্রিসভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মো. আব্দুর রহমান। মো. আব্দুর রহমান (জন্ম : ১ জানুয়ারি ১৯৫৪) বাংলাদেশের রাজনীতিবিদ যিনি ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য। জন্ম ও শিক্ষাজীবন মো. আব্দুর রহমানের জন্ম ১ জানুয়ারি ১৯৫৪ সালে পৈতৃক বাড়ি ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামালদিয়া গ্রামে। তিনি স্নাতকোত্তর ও আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। কর্মজীবন আব্দুর রহমানে পেশায় ব্যবসায়ী। রাজনৈতিক জীবন আব্দুর রহমান ২০০৮ সালের নবম, ২০১৪ সালের দশম ও ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ফরিদপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।  
১১ জানুয়ারি, ২০২৪

‘নৌকা, আ.লীগ, বঙ্গবন্ধু ও শেখ হাসিনা অবিচ্ছেদ্য’
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম বলেছেন, নৌকা, আওয়ামী লীগ, বঙ্গবন্ধু ও শেখ হাসিনা অবিচ্ছেদ্য। রোববার (৩১ ডিসেম্বর) তার নির্বাচনী এলাকা পিরোজপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের উত্তর নামাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।  মন্ত্রী বলেন, শেখ হাসিনা বরিশালের জনসভায় আমাকে নৌকার প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন। আর এদিকে স্বতন্ত্র প্রার্থী আউয়াল ভাই বলে বেড়ায় তিনি নাকি আওয়ামী লীগের প্রার্থী। তিনি বলে বেড়ায়, ঈগল প্রতীকও নাকি আওয়ামী লীগের।  তিনি বলেন, বঙ্গবন্ধু নৌকা নিয়ে যুক্তফ্রন্ট করেছেন। হক-ভাসানীর নৌকা, ৭৩ এ নৌকা, ৭৯’র নৌকা, ৮১’র নৌকা, ৮৬’র নৌকা। যতবার নির্বাচন হয়েছে আওয়ামী লীগ কোনোদিন ঈগল প্রতীক নিয়ে নির্বাচন করেছে এমন কোনো সময় শুনেছেন? এ লোকের (আউয়াল) সম্বন্ধে আলোচনা না করাই ভালো। আত্মসম্মান থাকলে, শেখ হাসিনাকে বিশ্বাস করলে, শেখ হাসিনা যে মুহূর্তে আমাকে মনোনয়ন দিয়েছে সে মুহূর্তে উচিৎ ছিল আমার পাশে আসা। আমি ২০০৮ সালে ও ২০১৪ সালে নমিনেশন চেয়েছি। দল আমাকে দেয়নি। সে সময় তো আমি আউয়াল ভাইর মঞ্চে উঠে ভোট চেয়েছি। আসলে ওনার (আউয়াল) আওয়ামী লীগ এমন আওয়ামী লীগ যে শেখ হাসিনার সিদ্ধান্ত মানে না। মন্ত্রী আরও বলেন, আমি আপনাদের সন্তান। আমি আপনাদের ভাই। আমি আপনাদের স্বজন। আমি গত ৫ বছরে এমপি নয়, সেবকের মতো কাজ করেছি। পিরোজপুরকে শান্তির জনপদে রেখেছি। আমার আমলে পিরোজপুর সদর থানায় মামলা কমিয়ে একেবারে শুণ্যের কোঠায় নিয়ে এসেছি। আমার আমলে যে উন্নয়ন হয়েছে তা গত ৫০ বছরে হয়নি। আমার বিশ্বাস আগামী ৭ তারিখ আপনারা শান্তির পক্ষে উন্নয়নের পক্ষে নৌকায় ভোট দেবেন।  এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা জসিম উদ্দিন খান, মৎস্যজীবী লীগের আহ্বায়ক শিকদার চান, উপজেলা ভাইস চেয়ারম্যান এম বায়জিদ হোসেন, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান সাংবাদিক শিরিনা আফরোজ, প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিউল হক মিঠু প্রমুখ।
০১ জানুয়ারি, ২০২৪
X