প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা শুক্রবারই
একই দিনে দুটি চাকরির নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা হওয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৩-এর প্রথম পর্বের পরীক্ষা পেছানোর অনুরোধ করেছিল চাকরিপ্রার্থীরা। তবে আগের সিদ্ধান্তেই অটল থাকছে প্রাথমিক শিক্ষা প্রশাসন। সে হিসেবে আগামীকাল শুক্রবার সরকারি প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে। আজ বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন গণমাধ্যমকে জানান, প্রথম পর্বে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের আওতাধীন জেলাগুলোর লিখিত পরীক্ষা আগামীকাল শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত জেলা পর্যায়ে অনুষ্ঠিত হবে। এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত জানান, সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ সংক্রান্ত সকল প্রকার সামগ্রী ইতোমধ্যে জেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে ম্যাজিস্ট্রেট নিয়োগ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি সুন্দর ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পাদনের জন্য সবার সহযোগিতা কামনা করেছেন। তিন বিভাগের ১৮টি জেলায় (রংপুরে ৮, বরিশালে ৬ ও সিলেটে ৪) এবারের পরীক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ জন। কেন্দ্রের রয়েছে ৫৩৫টি আর কক্ষের সংখ্যা ৮ হাজার ১৮৬টি। পরীক্ষা সংক্রান্ত জরুরি প্রয়োজনে সংশ্লিষ্টদের ০২৫৫০৭৪৯৬৯ নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে।
০৭ ডিসেম্বর, ২০২৩

দ্বিতীয়বার পেছাল প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে প্রথম পর্বের (রংপুর, বরিশাল ও সিলেট বিভাগ) নিয়োগ পরীক্ষা আরও এক সপ্তাহ পিছিয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী, আগামী ৮ ডিসেম্বর প্রথম পর্বের পরীক্ষা অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভায় পরীক্ষার নতুন সময় নির্ধারণ হয়। প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, ৮ ডিসেম্বর প্রথম পর্বে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের ১৮টি জেলার ৫৩৫ কেন্দ্রে সকাল ১০ থেকে ১ ঘণ্টার এ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পর্বে ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ পরীক্ষার্থী অংশ নেবেন। এর আগে চলতি মাসের ২৪ নভেম্বর প্রথম ধাপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ৮ নভেম্বর ঘোষণা দেওয়া হয়, এ পরীক্ষা হবে ১ ডিসেম্বর। আজ আবার নতুন তারিখ ঘোষণা করা হলো। বারবার তারিখ পরিবর্তন করায় ৮ ডিসেম্বর পরীক্ষা হবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন প্রার্থীরা। তবে, প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সবার সঙ্গে বসে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। তাই ৮ তারিখেই পরীক্ষা হবে। পরীক্ষার্থীরা ২৫ নভেম্বর থেকে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে নির্ধারিত ওয়েবসাইটে লগইন করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন। এবারই প্রথম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে বিভাগ ধরে নিয়োগ দেওয়া হচ্ছে।
২২ নভেম্বর, ২০২৩
X