পয়েন্ট টেবিল বদলে দিল শ্রীলঙ্কা
সিলেটের পর চট্টগ্রামে দাপটের সঙ্গে জিতেছে শ্রীলঙ্কা। দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকার ৪ নম্বরে জায়গা করে নিয়েছে ধনাঞ্জয়া ডি সিলভার দল। তবে সিরিজ শুরুর আগে ৪-এ থাকা বাংলাদেশ নেমে গেছে পয়েন্ট তালিকার ৭ নম্বরে। টেস্ট চ্যাম্পিয়নশিপের এই চক্রে বাংলাদেশ খেলেছে ৪টি টেস্ট। একটিতে জিতলেও বাকি তিনটিতে হেরেছে তারা। সমানসংখ্যক ম্যাচ খেলা লঙ্কানদের দুটি জয় ও দুটি হার রয়েছে। অর্থাৎ বাংলাদেশ সিরিজের আগে পয়েন্টশূন্য ছিল তারা। টানা দুই টেস্ট জিতে তাদের পয়েন্ট এখন ৫০ শতাংশ। লঙ্কানদের উত্থানে পেছনে পড়ে গেল পাকিস্তান। পাঁচ ম্যাচের মধ্যে দুটিতে জিতেছে তারা, হেরেছে তিনটিতে। তালিকার সপ্তম স্থানে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে আছে দক্ষিণ আফ্রিকাও। তবে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান ইংল্যান্ডের। এখন পর্যন্ত খেলা ১০ টেস্টের মধ্যে জিতেছে মাত্র ৩টি। ৭ ম্যাচের একটিতে করে ড্র, বাকিগুলোতে হার। ১৭.৫০ পয়েন্ট নিয়ে তলানিতে আছেন বেন স্টোকসরা।
০৪ এপ্রিল, ২০২৪
X