বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
ভেসে যাওয়া ফিশিং বোট ও ২৭ জেলেকে ফেরত দিল ভারত
ভারতের জলসীমায় উদ্ধার হওয়া ২৭ জেলেসহ একটি ফিশিং বোট ফেরত দিয়েছে ভারতীয় কোস্টগার্ড। গতকাল শুক্রবার বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশি ফিশিং বোট সাগর-২ গত ১ এপ্রিল চট্টগ্রামের কুতুবদিয়া থেকে ২৭ জেলে নিয়ে মাছ ধরার জন্য সাগরে যান। এরপর ৪ এপ্রিল বোটটির ইঞ্জিন বিকল হয়ে তীব্র স্রোতে ভাসতে ভাসতে ভারতের জলসীমায় চলে যায়। বোটটি ভাসতে দেখে ভারতীয় কোস্টগার্ডের জাহাজ আইসিজিএস আমোঘ বোটসহ ২৭ জেলেকে জীবিত উদ্ধার করে। এরপর সেটি আন্তর্জাতিক সমুদ্র সীমারেখায় বৃহস্পতিবার রাতে বাংলাদেশ কোস্টগার্ডের জাহাজ বিসিজিএস কামরুজ্জামানের কাছে হস্তান্তর করে। পরে কোস্টগার্ড পশ্চিম জোন (মোংলা) বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় ফিশিং বোট মালিকের কাছে তাদের হস্তান্তর করে।
০৬ এপ্রিল, ২০২৪
X