কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরগুনা মাদ্রাসায় কোরআন বিতরণ
বরগুনার তালতলীতে দৈনিক কালবেলা পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে সোমবার (১৬ অক্টোবর)  তালতলীতে এতিম শিশু শিক্ষার্থীদের মাঝে কোরআনের হাদিয়া দেওয়া হয়েছে।   এ ছাড়া কালবেলার তালতলী উপজেলা প্রতিনিধি নাঈম ইসলামের উদ্যোগে ছোটভাইজোড়া মাদ্রাসায় ছোট ভাইজোড়া হাফিজ মাদ্রাসায় দোয়া অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ ও ১০টি কোরআন বিতরণ করা হয়। তালতলী উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক শাহাদাৎ হোসেন বলেন, আমরা অনেকেই যা চিন্তা করিনি দৈনিক কালবেলার তালতলী উপজেলা প্রতিনিধি নাঈম ইসলাম সে চিন্তার বাস্তবায়ন ঘটিয়েছে। তিনি বলেন, পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এমন ভিন্নধর্মী আয়োজন সত্যিই প্রশংসার দাবিদার। কোরআনের আলো এসব শিশুদের পরিবার থেকে শুরু করে সমাজকে আলোকিত করবে। কালবেলা প্রতিনিধি নাঈম ইসলাম বলেন, এটি একটি পত্রিকা হলেও আমাদের ভালোবাসার প্রিয় প্রতিষ্ঠান। সুখে দুঃখে সব সময় তাদের পাশে পাই। আজ এই প্রতিষ্ঠানের জন্মদিন উপলক্ষে এতিম শিশুদের দিয়ে এক খতম কোরআন তেলাওয়াত, কোরআন শরীফ বিতরণ, মিষ্টি বিতরণ ও বিশেষ দোয়ার অনুষ্ঠানের আয়োজন করেছে।
১৮ অক্টোবর, ২০২৩

বরগুনা সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের কর্মবিরতি
তিন দফা দাবিতে সোমবার (১১ অক্টোবর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বরগুনা সরকারি কলেজের মূল ফটকে কর্মবিরতি পালন করেছেন বরগুনা সরকারি কলেজের কর্মরত বেসরকারি কর্মচারীরা। সরকারি কলেজে বেসরকারি কর্মচারী ইউনিয়নের কলেজ শাখার সভাপতি নাজমুল হক মিরাজ বলেন, ‘আমরা একটি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেও পরিচয় দিতে পারছি না। কেউ বলে খণ্ডকালীন, আবার কেউ বলে মাস্টাররোল। শিক্ষকদের মানুষ গড়ার কারিগর বলা হলেও এতে আমাদেরও অবদান রয়েছে। কিন্তু দিন শেষে সমাজে আমাদের যথাযোগ্য মর্যাদা নেই।’ তিনি বলেন, ‘সারা বাংলাদেশে ৩২৭টি সরকারি কলেজে প্রায় ৬ হাজার কর্মচারী রয়েছে। ৫ থেকে ২৫ বছর যাবত কর্মরত তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের জন্য ২০১৩ সাল থেকে এমন দাবি জানিয়ে আসলেও এখনো কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।’ কর্মবিরতিতে বেসরকারি কর্মচারীদের সরকারি কলেজে চাকরি রাজস্ব খাতে স্থানান্তর ও এর পূর্ববর্তী পর্যন্ত সরকারি বেতন স্কেল অনুযায়ী বেতন-ভাতা প্রদানের দাবি জানানো হয়। এ ছাড়া অস্থায়ীভাবে কর্মরতদের ব্যতিরেকে নতুন নিয়োগ বন্ধের দাবিও জানানো হয়।
১১ অক্টোবর, ২০২৩
X