প্রতিভার পরিচর্যায় ফিফা বাফুফে ও বিকেএসপির সভা
তরুণ প্রতিভা পরিচর্যায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানকে (বিকেএসপি) একসঙ্গে কাজ করার আহ্বান জানালেন ফিফা রিজিওনাল টেকনিক্যাল কনসালট্যান্ট (দক্ষিণ এশিয়া) চকি নেইমা। সম্প্রতি বাফুফে প্রতিনিধিদলের সদস্যদের নিয়ে বিকেএসপি পরিদর্শনে যান ফিফার এ প্রতিনিধি। বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন প্রতিনিধিদলকে স্বাগত জানান। এ সময় ফিফার ট্যালেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিকেএসপির পক্ষ থেকে প্রশিক্ষণ কার্যক্রমে ফ্লাড লাইট, ফিটনেস ট্রেনার, মাঠ সংস্কারের প্রয়োজনীয়তার কথা বলা হয়। ফিফা প্রতিনিধি জানান, বিষয়গুলো ডেভেলপমেন্ট ম্যানেজারকে অবগত করা হবে। এ সময় চকি নেইমা ফুটবলের উন্নয়নে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে কাজ করতে বাফুফে ও বিকেএসপিকে আহ্বান জানান। বিকেএসপি ও বাফুফে ট্যালেন্ট হান্ট স্কিমের আওতায় যৌথভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট থেকে ট্যালেন্ট হান্টের বিষয়ে বিকেএসপি এবং বাফুফে একমত পোষণ করে। বিকেএসপি থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ক্রীড়াবিদদের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখতে বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে ফেডারেশনের সহযোগিতামূলক সম্পর্ক স্থাপন করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়। বাফুফের লাইসেন্স কোর্সগুলো যাতে ঢাকা আঞ্চলিক বিকেএসপিতে করা হয় এবং বিকেএসপির ডিপ্লোমা শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দেওয়ার আহ্বান জানানো হয়। বাফুফের এলিট ক্যাম্পে প্রশিক্ষণরত খেলোয়াড়দের দলবদলের সময় বিকেএসপির কর্তৃপক্ষের সম্পৃক্তা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়েছে।
২৯ এপ্রিল, ২০২৪

ফুটবলের উন্নয়নে ব্রাজিলের কাছে যা চেয়েছে বাফুফে
বিশ্ব ফুটবলে অন্যতম বড় পরাশক্তি হিসেবেই পরিচিতি রয়েছে ৫ বারের বিশ্বকাপ জয়ী দল ব্রাজিলের। বাংলাদেশের প্রায় অর্ধেক মানুষের সমর্থন যায় সেলেসাওদের জোগো বানিতো ফুটবলের প্রতি।   সেই সুন্দর ফুটবল উপহার দেওয়া দেশ ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা ঢাকায় এসেছেন দুই দিনের রাষ্ট্রীয় সফরে। মাউরোর এই সফরে দুই দেশের সম্পর্ক উন্নয়নে নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে যার মধ্যে রয়েছে ফুটবলও। বিশ্ব ফুটবলের এই পরাশক্তির কাছে ফুটবলের সার্বিক উন্নয়নে সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর চলতি সফর চলাকালেই ফুটবলের ব্যাপারে সমঝোতা চুক্তি সই হওয়ার কথা ছিল। তবে এ ব্যাপারে ব্রাজিলের দিক থেকে পূর্ণ প্রস্তুতি না থাকায় শেষ মুহূর্তে সমঝোতা স্মারকটি সই হয়নি। বাংলাদেশের একটি সংবাদমাধ্যমকে এই ব্যাপারটি জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র। চুক্তি সাক্ষর না হলেও দুই পরারাষ্ট্রমন্ত্রীর বৈঠক শেষে যৌথ ঘোষণায় অচিরেই ফুটবল উন্নয়নবিষয়ক সমঝোতা চুক্তি সই হবে বলে জানানো হয়েছে। ব্রাজিলের সাথের এই সমঝোতা চুক্তি সইয়ের আগে বাফুফের কাছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তাদের চাহিদা সম্পর্কে জানতে চেয়েছে। বাফুফে তাদের চাহিদা অনুযায়ী যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে একটি তালিকাও দিয়েছে। বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তালিকাটির সম্পর্কে বাংলাদেশের একটি সংবাদমাধ্যমকে জানায়, ‘যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আমাদের কাছে জানতে চেয়েছিল আমরা কী চাই। সমঝোতা স্মারকে কী কী থাকবে, এটা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ই প্রস্তুত করছে। আমরা শুধু নিজেদের চাহিদাটা বলেছি। তবে ব্রাজিল যতটুকু দিতে চাইবে, আমরা হয়তো ততটুকুই পাব।’ বাফুফে ব্রাজিলের কাছে কী কী চেয়েছে, এমন প্রশ্নে ইমরান জানান বাফুফে মূলত কোচ, একাডেমি ও প্রশিক্ষণে সাহায্য চেয়েছে এছাড়াও ব্রাজিলের কাছে বাফুফে কোচ চেয়েছে এবং স্থানীয় কোচদের যেন সেলেসাওরা প্রশিক্ষণ দেয় সেটিও বাফুফের চাওয়া। ব্রাজিলের বয়সভিত্তিক দলগুলোকে বাংলাদেশে খেলার আমন্ত্রণও জানিয়েছে। নারী ফুটবলেও ব্রাজিলের কাছে সহযোগিতার আশ্বাস চায় বাংলাদেশ। অবশ্য বাংলাদেশ থেকে চার তরুণ ফুটবলার ব্রাজিলে প্রশিক্ষণ নিতে গিয়েছিল তবে সেটি দীর্ঘ মেয়াদে খুব কাজে আসেনি বলে অভিযোগ আছে।
০৮ এপ্রিল, ২০২৪

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বারস্থ বাফুফে
মিয়ানমারে অভ্যন্তরীণ রাজনৈতিক জটিলতা রয়েছে। বাংলাদেশের সঙ্গে আছে দেশটির রোহিঙ্গা ইস্যুও। এ কারণে সে দেশে দল পাঠাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সাধারণত কোনো দেশে দল পাঠাতে গেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হয় না। মিয়ানমারের বিষয়টি স্বাভাবিক নয় বলেই অনুমোদনের প্রয়োজন। মন্ত্রণালয়ের সবুজ সংকেত পেলে নারী দলকে দেশটিতে পাঠানোর ব্যবস্থা নেবে স্থানীয় ফুটবল সংস্থা। মিয়ানমারের সঙ্গে একাধিক প্রীতি ম্যাচ খেলতেই এমন উদ্যোগ। বাফুফের সূত্র জানিয়েছে, প্রীতি ম্যাচ খেলতে মিয়ানমারের সঙ্গে আলোচনা চূড়ান্ত হয়ে আছে। এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পেলে এ সফরের উদ্যোগ নেওয়া হবে। এপ্রিলের প্রথম সপ্তাহের ফিফা উইন্ডোতে ম্যাচ খেলতে চায় দুই দেশ। সূত্র আরও জানিয়েছে, ওই উইন্ডো ব্যবহার করে ঢাকায় দুটি ম্যাচ আয়োজনের পরিকল্পনা ছিল। এ জন্য মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশকে প্রস্তাবও দেওয়া হয়েছিল। কিন্তু রমজানের কারণে ঢাকায় এসে খেলতে আগ্রহী কোনো দেশ পাওয়া যায়নি। এ কারণেই মিয়ানমার সফরের উদ্যোগ নেওয়া হয়েছে।
২১ মার্চ, ২০২৪

দেশে ফিরেছেন বাফুফে সভাপতি
ওপেন হার্ট অপারেশন পরবর্তী বিশ্রাম ও চিকিৎসার ফলোআপের জন্য গত ১৩ ফেব্রুয়ারি জার্মানির উদ্দেশে উড়াল দিয়েছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মো. সালাউদ্দিন। দীর্ঘ এক মাস পর মঙ্গলবার (১২ মার্চ) সকালে দেশে ফিরে এসেছেন তিনি। গত বছরের ১৬ ডিসেম্বর অসুস্থ বোধ করায় হাসপাতালে ভর্তি হন বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলার ও বাংলাদেশ ফুটবলের কর্তা। এরপর ২৮ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে কাজী সালাউদ্দিনের হৃদযন্ত্রের ব্লক অপসারণের জন্য সফল অস্ত্রোপচার করা হয়। দীর্ঘ ২৫ দিন হাসপাতালে থাকার পর তিনি বাসায় ফিরেছিলেন জানুয়ারির ৯ তারিখ। তারপর থেকে ডাক্তারের পরামর্শে তিনি নিজ বাসস্থানেই বিশ্রাম নিচ্ছিলেন। কাজী সালাউদ্দিনকে তার মেয়ে ও মেয়ের জামাই নিয়ে গিয়েছিলেন জার্মানি। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় দেশে ফিরলেন তিনি।
১২ মার্চ, ২০২৪

ক্রীড়ামন্ত্রী বাফুফে বৈঠক / ১০০ কোটি টাকা চায় বাফুফে
ফুটবল উন্নয়নে ১০০ কোটি টাকা সিড মানি চেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ডিসেম্বরের আগে বঙ্গবন্ধু স্টেডিয়ামের চলমান সংস্কার কাজ শেষ হচ্ছে না। ভেন্যু সংস্কারে কেন এত বিলম্ব হচ্ছে— খতিয়ে দেখবেন নবনিযুক্ত যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান। উঠে এসেছে ফুটবল স্টেডিয়াম নির্মাণে স্পেনের আগ্রহের বিষয়ও। গতকাল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় মিলিত হন মন্ত্রী। সেখানে বঙ্গবন্ধু স্টেডিয়ামের প্রসঙ্গ উঠে এসেছিল। এ ভেন্যু দ্রুততম সময়ের মধ্যে বুঝে পাওয়ার প্রতীক্ষায় ছিলেন স্থানীয় ফুটবলের নীতিনির্ধারকরা। এ ভেন্যুতেই সাফ নারী চ্যাম্পিয়নশিপ আয়োজনের পরিকল্পনা করা হচ্ছিল। বঙ্গবন্ধু স্টেডিয়াম না পেলেও স্বাগতিক হওয়ার দৌড় থেকে সরে আসবে না বাংলাদেশ। এ সম্পর্কে বাফুফের সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেছেন, ‘সাফ নারী চ্যাম্পিয়নশিপে আমরা আয়োজক হতে চাই। বঙ্গবন্ধু স্টেডিয়াম না পাওয়া গেলে প্রয়োজনে বিকল্প ভেন্যুতে আসর আয়োজন করতে চাই।’ দায়িত্ব গ্রহণের পর নানা ইস্যুতে খোঁজ নিচ্ছেন যুব ও ক্রীড়ামন্ত্রী। খোঁজ নিতে গিয়ে সামনে এসেছে বাংলাদেশ ভেন্যু নির্মাণের স্পেনের আগ্রহের বিষয়টি, যা সম্পর্কে প্রধানমন্ত্রীর মাধ্যমে আগেই অবগত ছিলেন নাজমুল হাসান। গতকাল বাফুফে কর্মকর্তাদের সঙ্গে আলোচনায়ও এ প্রসঙ্গ উঠে এসেছিল। ফুটবল স্টেডিয়াম নির্মাণে স্পেন আগ্রহ প্রকাশ করার পরও কেন সেটা বাস্তবায়ন হয়নি তা খতিয়ে দেখার কথা প্রসঙ্গে সম্প্রতি মিডিয়াকে নাজমুল হাসান বলেছেন, ‘আমি যতদূর জানি, স্পেন বঙ্গবন্ধু স্টেডিয়াম নতুন করে নির্মাণ করে দিতে চেয়েছিল। প্রধানমন্ত্রীও আমাকে এ সম্পর্কে বলেছিলেন। কেন এটা হয়নি সে তথ্য আমার কাছে নেই। এগুলো আমি খতিয়ে দেখছি।’ ফ্রান্সিকো ডি আসিস বেনিতেজ সালাস ঢাকায় স্পেনের রাষ্ট্রদূত থাকাকালে ২০২১ সালে এমন আগ্রহ প্রকাশ করেছিলেন। এ নিয়ে প্রথমে তিনি বাফুফে প্রেসিডেন্ট কাজী মো. সালাউদ্দিনের সঙ্গে কথা বলেন। পরবর্তী সময়ে তৎকালীন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলকে আনুষ্ঠানিক প্রস্তাবও দেন। গতকাল বাফুফে কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় উঠে এসেছিল ফুটবলে সরকারি বরাদ্দের বিষয়টি। গত বছর সরকারের কাছে ৫০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছিল বাফুফে। অর্থ মন্ত্রণালয় থেকে বরাদ্দের বিষয়ে সবুজ সংকেত পাওয়া যায়নি। গতকাল ফুটবল কর্মকাণ্ডে সরকারি বরাদ্দ নিয়ে আলোচনা হয়েছে। এ সম্পর্কে সহসভাপতি কাজী নাবিল আহমেদ গণমাধ্যমকে বলেছেন, ‘আমরা আগের (৫০০ কোটি টাকার) প্রকল্প সরাসরি দিইনি। সে প্রকল্পের কিছু বিষয় নিয়ে মন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি।’ বঙ্গবন্ধু স্টেডিয়াম এবং এ ভেন্যুর নানা অবকাঠামো নিয়েও বাফুফে কর্মকর্তারা মন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। কমলাপুর স্টেডিয়ামের গ্যালারিতে চেয়ার স্থাপনে প্রস্তাব দেওয়া হয়েছে। বাফুফে এলিট একাডেমির জন্য এ ভেনুর ডরমিটরির ফ্লোর বৃদ্ধি ও উন্নয়ন, প্রিমিয়ার লিগের ম্যাচের জন্য বিভিন্ন ভেন্যু স্থায়ীভাবে ফুটবলের জন্য বরাদ্দ করা, নারী ও পুরুষ জাতীয় দলের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ বরাদ্দ করার প্রস্তাব রাখা হয়। ফুটবল কর্মকাণ্ড পরিচালনার জন্য বিভিন্ন খাতে বরাদ্দ দিয়ে থাকে ফিফা। সেই খাতের বাইরে খরচ করার সুযোগ নেই। জরুরি কাজ পরিচালনার জন্য ১০০ কোটি টাকা স্থায়ী আমানত করে দেওয়ার প্রস্তাব রাখা হয়েছিল। যদিও মন্ত্রী আপাতত এমন সম্ভাবনা নাকচ করে দিয়ে সামনে আসা সমস্যাগুলো সমাধানের উদ্যোগের কথা বলেছেন।
২৫ জানুয়ারি, ২০২৪

এলিট একাডেমির দায়িত্বে ব্রিটিশ কোচ
বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক পরিচালিত বাফুফে এলিট ফুটবল একাডেমী বেশ কিছুদিন ধরেই কোচ শূণ্যতায় ভুগছিল। এবার সেই শূণ্যতা পূরণে একাডেমির দায়িত্ব নিতে ঢাকায় এসে পৌঁছেছেন ব্রিটিশ অভিজ্ঞ কোচ পিটার জেমস বাটলার। বুধবার বেলা ২টায় ঢাকায় পৌঁছান হাই-প্রোফাইল এই কোচ। ৫৭ বছর বয়সী এই কোচ আগামী এক বছর বাফুফের এলিট একাডেমি নিয়ে কাজ করবেন। বাটলারের সাথে বাফুফের চুক্তিটা অবশ্য হয়েছিল বেশ আগেই। নতুন বছরের শুরু থেকেই তার কাজে যোগ দেওয়ার কথাও ছিল। তবে জাতীয় নির্বাচন থাকায় বাফুফে এই কোচকে একটু পরে উড়িয়ে এনেছে। ইংলিশ প্রিমিয়ার লিগ ও ইপিএল-পূর্ব ফুটবল লিগের বিভিন্ন ক্লাবে দীর্ঘ ১৭ বছর খেলেছেন বাটলার। সাবেক এই মিডফিল্ডার ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মতো দলেও খেলেছেন দীর্ঘ সময়। ২০০২ সালে খেলোয়াড়ি ক্যারিয়ারের ইতি টানার আগেই অবশ্য কোচিংয়ে মনোনিবেশ করেছিলেন। ২৩ বছরের দীর্ঘ কোচিং ক্যারিয়ারেও তার সাফল্য অনেক। যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল বোতসোনওয়াকে ২০১৫ সালে আফ্রিকা কাপ অব নেশন্সের গ্রুপ পর্বে নেওয়া। এছাড়াও সর্বশেষ লাইবেরিয়া জাতীয় দলের কোচের দায়িত্বে ছিলেন তিনি। গত বছর সেই দায়িত্ব ছাড়ার পর থেকে ছিলেন ফ্রি-এজেন্ট। বাফুফের এলিট একাডেমীর কোচিংয়ের দায়িত্ব মূলত আরেক ব্রিটিশ পল স্মলিই করতেন। তার বিদায়ের পর স্থানীয় কোচ পাপ্পু কিছুদিন দায়িত্বে ছিলেন। সেই পাপ্পু ইংল্যান্ড চলে যাওয়ায় একাডেমীর কোচে শূন্যতা তৈরি হয়। বাফুফে সেই শূন্যতা ব্রিটিশ কোচ দিয়ে পূরণ করল। 
১৭ জানুয়ারি, ২০২৪

টুকরো খবর / এমপিদের অভিনন্দন জানাল বাফুফে
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী ও সহসভাপতি কাজী নাবিল আহমেদ জাতীয় সংসদ সদস্য হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। ক্রীড়াঙ্গনের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন ব্যক্তি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করেছেন। সবাইকে অভিনন্দন জানিয়েছে স্থানীয় ফুটবলের অভিভাবক সংস্থা। খুলনা-৪ আসনে পুনর্নির্বাচিত হয়েছেন আব্দুস সালাম মুর্শেদী। যশোর-৩ আসন থেকে পুনর্নির্বাচিত হয়েছেন কাজী নাবিল আহমেদ। এ ছাড়া ঢাকা-১ আসন থেকে নির্বাচিত হয়েছেন আবাহনীর চেয়ারম্যান সালমান এফ রহমান, গাজীপুর-২ আসন থেকে নির্বাচিত হন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, চট্টগ্রাম-১১ থেকে নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম আবাহনীর চেয়ারম্যান এম এ লতিফ এবং লক্ষ্মীপুর-২ আসন থেকে নির্বাচিত হন লক্ষ্মীপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি নুরউদ্দিন চৌধুরী নয়ন।
০৯ জানুয়ারি, ২০২৪

বাফুফে একাডেমি কাপে মিরাজুলের ৭ গোল
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) একাডেমি কাপে একাই ৭ গোল করলেন রংপুরের বড়বিল মন্থনা একাডেমির মিরাজুল ইসলাম। তার দল ১১-২ গোলে কুড়িগ্রামের ফুলবাড়ী একাডেমিকে উড়িয়ে দিয়েছে। রাজশাহীর মোহন মুক্তিযোদ্ধা চেতনায় তরুণ সংঘের হয়ে ৬ গোল করলেন ইমন মুর্মু। তার দল ১৭-০ গোলে শহীদ এ এইচ একেএম কামরুজ্জামান ফুটবল একাডেমিকে উড়িয়ে দিয়েছে। ম্যাচে শাহরিয়ার শয়ন ৪ গোল করেছেন। চট্টগ্রামে সিয়াম ও রিয়াদের হ্যাটট্রিকে সেভেন স্টার একাডেমি ৭-০ গোলে একরাম ফুটবল একাডেমিকে উড়িয়ে দিয়েছে। পঞ্চগড়ে মিরগড় ফুটবল একাডেমির ইশতিয়াক ও শাহিনুর ৪টি করে গোল করেছেন। ম্যাচে তাদের দল ১০-২ গোলে হিমালয় ফুটবল একাডেমিকে হারিয়েছে। কিশোরগঞ্জে ইনজামামুল শায়ানের ৩ গোলের কল্যাণে ফিরোজ কামাল ফুটবল একাডেমি ৫-০ ব্যবধানে ভূঁইয়া ইয়ুথ ফুটবল একাডেমিকে হারিয়েছে। দুলালের হ্যাটট্রিক ও জনির জোড়া গোলে গাজীরচট ফুটবল একাডেমি ৭-০ ব্যবধানে সাভার স্পোর্টস একাডেমিকে হারিয়েছে। অন্যান্য ম্যাচে উত্তরা ফ্রেন্ডস ক্লাব একাডেমি ৭-২ গোলে ধানমন্ডি স্পোর্টিং ক্লাবকে, ঢাকা গোল্ডেন একাডেমি ৪-২ গোলে হামিদ স্পোর্টস একাডেমিকে, শেখ রাসেল স্পোর্টস একাডেমি ৬-০ গোলে শেখ রাসেল ক্রীড়া ফুটবল একাডেমিকে, গাজীপুর সিটি একাডেমি ৪-১ গোলে শফিক একাডেমিকে, নারায়ণগঞ্জের গাবতলী কোচিং সেন্টার ৬-০ গোলে মুন্সীগঞ্জের গ্রিন ওয়েলফেয়ার সেন্টারকে, গোয়ালন্দ উপজেলা একাডেমি ৫-০ গোলে গোপালগঞ্জ একাডেমিকে, আমিন রানা একাডেমি ৩-০ গোলে কাচারিপাড়া একাডেমিকে, মরহুম ফরহাদ হোসেন তালুকদার একাডেমি ৪-০ গোলে মো. আব্দুল হালিম একাডেমিকে, স্যান্তোস একাডেমি ৬-১ গোলে গাইবান্ধা একাডেমিকে, টুকু ফুটবল একাডেমি ১-০ গোলে হাজিরহাট একাডেমিকে, জলধুপ স্পোর্টস একাডেমি ৩-১ গোলে গোলাপগঞ্জ একাডেমিকে, সাজু একাডেমি ১-০ গোলে দক্ষিণ বিশ্বনাথ ইউনাইটেড স্পোর্টিং ক্লাবকে, ফুটবল একাডেমি শ্রীমঙ্গল ৩-০ গোলে মুন্সিবাজার একাডেমিকে, ভৈরবগঞ্জ একাডেমি ১-০ গোলে শমসেরনগর একাডেমিকে এবং জাবেদ একাডেমি ২-০ গোলে শায়েবুল একাডেমিকে পরাজিত করে।
২৫ ডিসেম্বর, ২০২৩

হাসপাতালে ভর্তি বাফুফে সভাপতি
হাসপাতালে ভর্তি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি ও দেশের অন্যতম কিংবদন্তি ক্রীড়াবিদ কাজী সালাউদ্দিন। তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।  জানা গেছে, হৃদযন্ত্রের সমস্যায় চিকিৎসাধীন সালাউদ্দিন। এর আগেও একই কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে।  সালাউদ্দিনের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, বুধবার (২০ ডিসেম্বর) বাফুফে সভাপতির এনজিওগ্রাম করা হয়েছে। আগামীকাল আরও একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা শেষে চিকিৎসকরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন। ৭০ বছর বয়সী সালাউদ্দিনের হৃদযন্ত্রে একাধিক ব্লক ধরা পড়ার কথা জানা গেছে। এমন পরিস্থিতিতে সাধারণত বাইপাস সার্জারিকে প্রধান চিকিৎসা ধরে নেওয়া হয়। তবে, তার স্বাস্থ্যের অবস্থা বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নিতে অপেক্ষা করছে সালাউদ্দিনের পরিবার। 
২০ ডিসেম্বর, ২০২৩

বাফুফে সভায় আগ্রহের কেন্দ্রে তদন্ত প্রতিবেদন
সোহাগকাণ্ডে গঠিত তদন্ত প্রতিবেদন নিয়ে একসময় তুমুল আগ্রহ থাকলেও নানা ঘটনাপ্রবাহে বিষয়টি চাপা পড়ে যায়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী কমিটির সভাকে ঘিরে তা আবার আলোচনায় এসেছে। আজই অনুষ্ঠিত হবে স্থানীয় ফুটবল সংস্থার নির্বাহী কমিটির সভা। সোহাগকাণ্ডের অধিকতর তদন্তে বাফুফে গঠিত কমিটির প্রতিবেদন জমা দেওয়া হয়েছে ৩০ জুলাই। সেদিন তদন্ত প্রতিবেদন সম্পর্কে মুখে কুলুপ এঁটেছিলেন কমিটির প্রধান ও বাফুফে সহসভাপতি কাজী নাবিল আহমেদ। গণমাধ্যমকর্মীদের এ সংক্রান্ত সব প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘নির্বাহী কমিটির কাছ থেকেই জানতে পারবেন।’ প্রতিবেদন সম্পর্কে বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিনও কিছু জানাতে পারেননি, ‘আমি প্রতিবেদন দেখব। তারপর সেটা নির্বাহী কমিটির কাছে পাঠানো হবে। নির্বাহী কমিটি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তদন্ত প্রতিবেদন সম্পর্কে জানতে হলে আপনাদের পরবর্তী নির্বাহী কমিটির সভা পর্যন্ত অপেক্ষা করতে হবে।’ প্রতিবেদন জমা দেওয়ার ৬৬ দিন পর আজ নির্বাহী কমিটির সভায় বসছেন স্থানীয় ফুটবল নিয়ন্তারা। সভায় তদন্ত কমিটির প্রতিবেদন নিয়ে আলাদা কোনো এজেন্ডা নেই। বিবিধ আলোচনায় অবশ্য উঠে আসবে বিষয়টি। ৫১ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ করা ফিফা ১৪ এপ্রিল বাফুফের সাধারণ সম্পাদক পদ থেকে আবু নাঈম সোহাগকে নিষিদ্ধ করে। সেইসঙ্গে বাফুফের একাধিক স্টাফ সম্পর্কে ফিফার কিছু পর্যবেক্ষণ ছিল। তাদের দুজন এরই মধ্যে চাকছি ছেড়েছেন। শূন্যতায় নতুন জনবলও নিয়োগ দিয়েছে বাফুফে। তদন্ত প্রতিবেদনে কী থাকছে এ নিয়ে কোনো কর্মকর্তাই মুখ খুলতে নারাজ। আজ হয়তো বিষয়টি পরিষ্কার হবে।
০৪ অক্টোবর, ২০২৩
X