স্কুলমাঠে চলছে বিটুমিন গলানোর কাজ
নাটোরের নলডাঙ্গা উপজেলার মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে সড়ক নির্মাণের জন্য চলছে বিটুমিন গলানোর কাজ। ফলে কালো ধোঁয়া ঢুকে যাচ্ছে ক্লাসরুমে। এতে শ্বাসকষ্টসহ স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে শিশু শিক্ষার্থীরা। ব্যাহত হচ্ছে বিদ্যালয়ের লেখাপড়া। জানা যায়, নলডাঙ্গা উপজেলার মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল বিদ্যালয় কর্তৃপক্ষকে না জানিয়ে সড়ক নির্মাণসামগ্রী বালু, পাথরের স্তূপ করে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন। এ অবস্থায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানালে শিক্ষা কর্মকর্তা ইউএনওকে নিয়ে বিদ্যালয়ের মাঠে রাখা সড়ক নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিলেও তার তোয়াক্কা করেননি ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন। বিদ্যালয়ের শিক্ষার্থী আলামিন, বাঁধন ও রিয়া খাতুন বলে, বিটুমিনের গন্ধে ক্লাসে বসা যাচ্ছে না। কালো ধোঁয়ায় সমস্যা হচ্ছে। আমরা মাঠে নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলা করতে পারছি না। মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রৌকিয়া খাতুন বলেন, আমাদের অনুমতি না নিয়ে সড়কের নির্মাণসামগ্রী রেখে কার্যক্রম চালানো হচ্ছে। বিদ্যালয় চলাকালীন বিটুমিন গলানোর কারণে গন্ধ ও কালো ধোঁয়ায় শিক্ষার্থীদের সমস্যা হচ্ছে। বাচ্চারা এ মাঠে খেলাধুলা করতে পারছে না। ঠিকাদারের লোকজনদের নির্মাণসামগ্রী বারবার অনুরোধ করে সরিয়ে নিতে বললেও তারা সরাচ্ছেন না। এজন্য বই বিতরণের উৎসব রুমের ভেতর করতে হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সানাউল্লাহ বলেন, বিদ্যালয়ের মাঠে সড়ক নির্মাণের কোনো সামগ্রী রাখার কোনো বিধান নেই। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাকে জানানোর পর আমি ও ইউএনও গিয়ে বিদ্যালয়ের মাঠে রাখা নির্মাণসামগ্রী অন্যত্র সরিয়ে নিতে বলেছি।
০৭ জানুয়ারি, ২০২৪

স্কুল মাঠে সড়ক তৈরির সরঞ্জাম, গলানো হচ্ছে বিটুমিন
নাটোরের নলডাঙ্গা উপজেলার মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে সড়কের নির্মাণ সামগ্রী ফেলে বিটুমিন গলিয়ে মেশিন দিয়ে চলছে পিচকার্পেটিংয়ের পাথর মিশ্রণের কাজ। পাশেই আগুন জ্বালিয়ে গলানো হচ্ছে বিটুমিন, যার কালো ধোঁয়া ঢুকছে ক্লাশরুমে। ফলে শ্বাসকষ্টসহ নানা স্বাস্থ্য ঝুঁকিতে স্কুলের শিক্ষার্থীরা। ব্যাহত হচ্ছে বিদ্যালয়ের লেখাপড়া। বিদ্যালয়ের মাঠে রাখা এসব নির্মাণ সামগ্রী চেষ্টা করেও সরাতে পারেনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক।  সরেজমিনে গিয়ে দেখা যায়, নলডাঙ্গা উপজেলার মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে বিদ্যালয় কৃর্তপক্ষকে না জানিয়ে সড়ক নির্মাণ সামগ্রীর স্তুপ করে রেখেছে ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন। বিদ্যালয় চলাকালে ওই মাঠে আগুন জ্বালিয়ে গলানো হচ্ছে বিটুমিন। এ অবস্থায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপজেলা শিক্ষা কর্মকর্তাকে অবগত করলে শিক্ষা কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নিয়ে বিদ্যালয়ের মাঠে রাখা সড়ক নির্মাণ সামগ্রী সরিয়ে নিতে নির্দেশ দিলেও তার তোয়াক্কা করেনি ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন। বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, বিটুমিন গলানোর গন্ধে ক্লাশে বসা যাচ্ছে না, কালো ধোঁয়ায় ও শব্দে সমস্যা হচ্ছে। আমরা মাঠে নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলা করতে পারছি না। ঠিকাদার মের্সাস আব্দুল্লাহ এন্টারপ্রাইজের সাব ঠিকাদার ইমরান হোসেন বলেন, এলজিইডি বিভাগের কেশবপুর সড়কে কাজ করার জন্য মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নির্মাণ সামগ্রী রেখে সড়ক নির্মাণ কাজ শুরু করেছি। শুক্রবার পর্যন্ত কাজ চলবে। মির্জাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রৌকিয়া খাতুন বলেন, আমাদের অনুমতি না নিয়ে সড়কের নির্মাণ সামগ্রী রেখে কার্যক্রম চালাচ্ছে। বিদ্যালয় চলাকালীন সময় বিটুমিন গলানোর গন্ধ ও কালো ধোঁয়ায় শিশু শিক্ষার্থীদের সমস্যা হচ্ছে। বাচ্চারা এ মাঠে খেলাধুলা করতে পারছে না। ঠিকাদারী লোকজনদের নির্মাণ সামগ্রী বারবার অনুরোধ করে সরিয়ে নিতে বললেও তারা সরাচ্ছে না। এমনকি এসব কারনে বই বিতরণের উৎসব রুমের ভেতর করতে হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সানাউল্লাহ বলেন, বিদ্যালয়ের মাঠে সড়ক নির্মাণের কোনো সামগ্রী রেখে কার্যক্রম করার বিধান নেই। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাকে জানানোর পর আমি ইউ্এনও স্যারকে নিয়ে বিদ্যালয়ের মাঠে চলা নির্মাণ সামগ্রীর কার্যক্রম অন্যত্র সরিয়ে নিতে বলেছি। তারপরও যদি না সরায় তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
০৫ জানুয়ারি, ২০২৪
X