ববি প্রতিনিধি
প্রকাশ : ০৯ মে ২০২৪, ০৪:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

‘ববি শিক্ষার্থীরা একদিন সারা দেশের নেতৃত্ব দেবে’

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বরিশালের ইতিহাস ও ঐতিহ্যবিষয়ক সম্মেলন। ছবি : কালবেলা
বরিশাল বিশ্ববিদ্যালয়ে বরিশালের ইতিহাস ও ঐতিহ্যবিষয়ক সম্মেলন। ছবি : কালবেলা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা একদিন সারা দেশের নেতৃত্বে দেবে। আমাদের শ্রম, মেধা ও প্রজ্ঞা যথেষ্ট আছে। শুধু বিকশিত করার দরকার। যে কোনো পেশায় থেকে তাদের নেতৃত্ব গুণাবলি তৈরি করতে হবে। বরিশাল বিশ্ববিদ্যালয় শক্ত অবস্থানে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ।

বৃহস্পতিবারে ( ৯ মে) বৃহত্তর বরিশালের ইতিহাস ও ঐতিহ্যবিষয়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ ইতিহাস সমিতি ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের যৌথ আয়োজনে সম্মেলনটি বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।

মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ বলেন, আমাদের ইতিহাস জানতে হবে। ইতিহাস থেকে শিক্ষাগ্রহণ করতে হবে। জানতে হবে বাঙালির সঠিক ইতিহাস। কারণ ইতিহাসই একটি জাতিকে সমৃদ্ধ করে। যে জাতি যত সমৃদ্ধ তাদের ইতিহাসও তত সমৃদ্ধ। আমরা যদি বাঙালিদের সুদীর্ঘ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে পারি তাহলে জাতি হিসেবে আমরা দ্রুত এগিয়ে যেতে পারব। আমাদের ইতিহাসই হচ্ছে আমাদের অস্তিত্ব এবং এগিয়ে যাওয়ার প্রেরণা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। মুখ্য বক্তা হিসেবে বক্তব্য রাখেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের আশুতোষ অধ্যাপক ড. অমিত দে।

বাংলাদেশ ইতিহাস সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ইতিহাস সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সুরমা জাকারিয়া চৌধুরী। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী।

দিনব্যাপী আয়োজিত এ সম্মেলনের বিভিন্ন সেশনে সর্বমোট ৫১টি প্রবন্ধ উপস্থাপিত হয়। আঞ্চলিক এ সম্মেলনে বরেণ্য ইতিহাসবিদ অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন, অধ্যাপক ড. মেসবাহ কামাল, অধ্যাপক ড. এ কে এম শাহনাওয়াজসহ দেশ-বিদেশের বরেণ্য ইতিহাসবিদরা অংশগ্রহণ করেন।

এ ছাড়াও সম্মেলনে বাংলাদেশ ইতিহাস সমিতির নেতারা ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বরিশাল সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ ববির উপাচার্যকে সঙ্গে নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ‘ছয় দফা বেদী-এনআরবিসি স্কয়ার’ এর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০ জুনেই হবে এইচএসসি পরীক্ষা

মালাইকা অর্জুনের সম্পর্ক ভাঙেনি

বেনাপোল-মোংলা কমিউটার ট্রেনের যাত্রা শুরু

কি থাকছে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে!

পিটের নাম বাদ দিতে মেয়ের আইনি পদক্ষেপ

জয়-পরাজয় ছাপিয়ে স্পটলাইটে রোনালদোর কান্না

রোববার থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন

যেভাবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল-ডর্টমুন্ড

দেশে জলবায়ু কর্ম বাস্তবায়নে ৮৭৬ বিলিয়ন ডলার প্রয়োজন : পরিবেশমন্ত্রী

১০

উপড়ে গেছে কুয়াকাটা সৈকতের শত শত গাছ

১১

প্রকাশ্যে সার্টিফিকেট বিক্রির বিজ্ঞাপন

১২

এক রোড এক্সিডেন্ট ঘিরে যেন সিনেমার চিত্রনাট্য

১৩

নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

১৪

ইসরায়েলকে অস্ত্র দেওয়া প্রতিষ্ঠানের সঙ্গে ডর্টমুন্ডের চুক্তি

১৫

ছাত্র পরিচয়ে বিশ্ববিদ্যালয়ে ২ বছর, মারামারিতে ধরা

১৬

পদ্মায় ধরা পড়ল সাড়ে ২২ কেজির পাঙাশ

১৭

চীনের গুয়ান্তং প্রদেশে বাংলাদেশি শিক্ষার্থীর আত্মহত্যা

১৮

নেপালের পথে ডিবিপ্রধান

১৯

দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, পুলিশসহ আহত অর্ধশতাধিক

২০
X