বুধবার ঢাকার যেসব এলাকায় যাবেন না
কেনাকাটা করতে আমরা প্রতিদিন কোথাও না কোথাও গিয়ে থাকি। দেখা গেল, রাজধানীতে আজ আপনি যেখানে কেনাকাটা করতে যাবেন, ওই এলাকা বন্ধ। তখনই পড়তে হবে বিড়ম্বনায়। তাই বাইরে বের হওয়ার আগে দেখে নিন আজ বুধবার (১৫ মে) রাজধানীর কোন কোন এলাকার মার্কেট ও শপিংমল বন্ধ থাকবে। যেসব মার্কেট বন্ধ যমুনা ফিউচার পার্ক, নুরুনবী সুপার মার্কেট, পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স ও মাসকট প্লাজা। শপিংমল বন্ধ যেসব এলাকায় বসুন্ধরা আবাসিক এলাকা- মধ্য ও উত্তর বাড্ডা, জগন্নাথপুর, বারিধারা, সাঁতারকুল, শাহাজাদপুর, নিকুঞ্জ-১, ২, কুড়িল, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক ও উত্তরা থেকে টঙ্গী সেতু পর্যন্ত।
১৫ মে, ২০২৪

প্রাথমিকে শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল বুধবার
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল তৈরির কাজ শেষ। আগামীকাল বুধবার (১৫ মে) এ ধাপের চূড়ান্ত ফল প্রকাশিত হবে। মঙ্গলবার (১৪ মে) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানিয়েছে, ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগের ২২টি জেলার মধ্যে ২১ জেলার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার ফল সপ্তাহ খানেক আগেই অধিদপ্তরে পৌঁছেছে। এরপর চূড়ান্ত ফল প্রকাশের জন্য যাচাই-বাছাই শুরু হয়। সবকিছু ঠিক থাকলে আগামীকাল বুধবার (১৫ মে) ফল প্রকাশ হতে পারে। এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ সাংবাদিকদের বলেন, সবকিছু ঠিক থাকলে দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল আগামীকাল বুধবার প্রকাশিত হবে। এর আগে গত ২ ফেব্রুয়ারি তিন বিভাগের ২২ জেলার পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থী ছিলেন চার লাখ ৩৯ হাজার ৪৪৩ জন। গত ২০ ফেব্রুয়ারি প্রকাশিত ফলে ২০ হাজার ৬৪৭ জন উত্তীর্ণ হয়েছেন। ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি রংপুর, সিলেট এবং বরিশাল বিভাগের ক্লাস্টারের বিজ্ঞপ্তি প্রকাশ করে অধিদপ্তর। এরপর ২২ মার্চ রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর ১৭ জুন ঢাকা ও চট্টগ্রাম বিভাগে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রথম ধাপে ৩ লাখ ৬০ হাজার ৭০০, দ্বিতীয় ধাপে ৪ লাখ ৫৯ হাজার ৪৩৮ এবং তৃতীয় ধাপে ৩ লাখ ৪০ হাজার প্রার্থী আবেদন করেন। বর্তমানে প্রায় ৮ হাজারের বেশি পদ শূন্য রয়েছে।
১৪ মে, ২০২৪

রাজশাহীতে আম পাড়া উৎসব শুরু বুধবার
নিরাপদ ও বিষমুক্ত আম বাজারজাতকরণে ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ প্রকাশ করেছে রাজশাহীর জেলা প্রশাসন। আগামী বুধবার গুঁটি জাতের আম নামানোর মধ্য দিয়ে রাজশাহীতে আম পাড়ার উৎসব শুরু হচ্ছে। গতকাল জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলার সংশ্লিষ্ট অংশীজন নিয়ে আম পরিবহন, বাজারজাতকরণ ও সংগ্রহবিষয়ক মতবিনিময় সভায় রাজশাহীর কোন আম কবে নামানো যাবে, সেই তারিখ ঘোষণা করেন জেলা প্রশাসক শামীম আহমেদ। ডিসি বলেন, প্রশাসনের বেঁধে দেওয়া সময় অনুযায়ী, আম পরিপক্ব হওয়া সাপেক্ষে ১৫ মে থেকে নামানো যাবে গুঁটি জাতের আম। গোপালভোগ, লক্ষণভোগ, লকনা ও রানীপছন্দ আম ২৫ মে থেকে; হিমসাগর ও খিরসাপাত ৩০ মে; ল্যাংড়া ও ব্যানানা আম ১০ জুন; আম্রপালি ও ফজলি আম ১৫ জুন নামানোর সময় নির্ধারণ করা হয়েছে। আর আশ্বিনা ১০ জুলাই ও গৌড়মতি ১৫ জুলাই থেকে নামাতে পারবেন বাগান মালিকরা। সবার শেষে ২০ আগস্ট থেকে বাজারে পাওয়া যাবে ইলামতি জাতের আম। ডিসি শামীম আহমেদ বলেন, নির্ধারিত সময়ের আগে কোনো কৃষক বা ব্যবসায়ী অপরিপক্ব আম নামালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। হাটগুলোয় সার্বক্ষণিক পুলিশ থাকবে। সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী কমিশনাররাও বিষয়টি দেখভাল করবেন।
১৩ মে, ২০২৪

বুধবার থেকে বাড়বে গরম কমবে বৃষ্টি
রেকর্ড টানা ৩৭ দিন তাপপ্রবাহ চলার পর দেশে বৃষ্টির যে স্বস্তি শুরু হয়েছিল, তা বেশিদিন থাকছে না। সামনের কয়েকদিনে বৃষ্টির প্রবণতা কমতে থাকবে। শুধু তাই নয়, মধ্য মে থেকে বাড়বে গরমও। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামীকাল রোববার থেকে তাপমাত্রা বাড়তে থাকবে; আর ১৫ মে থেকে পুরো মাসজুড়েই তাপপ্রবাহ থাকতে পারে। আবহাওয়াবিদ মনোয়ার হোসেন কালবেলাকে বলেন, গতকাল শুক্রবার সন্ধ্যায়ও সারা দেশে বৃষ্টির সম্ভাবনা ছিল। তবে আগামীকাল রোববার থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে থাকবে। ১৫ মে থেকে আরও বাড়বে। তাপমাত্রা ৪২ ডিগ্রিতে পৌঁছানোর আগেও বিচ্ছিন্নভাবে বৃষ্টি হবে। তখন রংপুর, ময়মনসিংহ, সিলেটের কিছু স্থানে হয়ত বৃষ্টি থাকবে, কিন্তু অন্য এলাকায় সে প্রবণতা কমে যাবে। ১৫ মে থেকে পুরো মাস তাপপ্রবাহ থাকতে পারে। চলতি মৌসুমে গত ৩১ মার্চ থেকে তাপপ্রবাহ শুরু হয়। ৬ মে পর্যন্ত টানা ৩৭ দিন এই পরিস্থিতি বিরাজ করে। তবে তার আগেই ২ মে থেকে বৃষ্টি হওয়ার পূর্বাভাস দেয় আবহাওয়া অধিদপ্তর। তখন বলা হয়, ২ মে থেকে শুরু হওয়া বৃষ্টি ধীরে ধীরে সারা দেশে বিস্তৃত হবে। আর ৭ মের পর দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসবে। এরপর থেকেই সারা দেশে কমবেশি বৃষ্টি হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেটে সর্বোচ্চ ২৩ মিলিমিটার বৃষ্টিপাত নথিবদ্ধ করা হয়েছে। এ ছাড়া ফরিদপুর, দিনাজপুর, ময়মনসিংহ, কক্সবাজার, বান্দরবান, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মোংলা, পটুয়াখালীসহ দেশের বিভিন্ন জায়গায় কম-বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বাগেরহাটের মোংলায়। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আরও বলা হয়, শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সন্ধ্যার মধ্যে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শনিবার সন্ধ্যা থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ সময়ে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আর রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়, তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে। আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মে মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়, এ মাসে ৩ থেকে ৫ দিন বজ্র, শিলাবৃষ্টিসহ কালবৈশাখী এবং ২ থেকে ৩ দিন তীব্র কালবৈশাখীর আভাস রয়েছে। দেশের কোথাও কোথাও ১ থেকে ৩টি মৃদু অথবা মাঝারি তাপপ্রবাহ এবং ১ থেকে ২টি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ ছাড়া বঙ্গোপসাগরে ১ বা ২টি লঘুচাপ হতে পারে। যার মধ্যে একটি মাসের দ্বিতীয়ার্ধে নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
১১ মে, ২০২৪

বুধবার বন্ধ রাজধানীর যেসব মার্কেট
কেনাকাটা করতে আমরা প্রতিদিন কোথাও না কোথাও গিয়ে থাকি। দেখা গেল, রাজধানীতে আজ আপনি যেখানে কেনাকাটা করতে যাবেন ওই এলাকা বন্ধ, তখনই পড়তে হবে বিড়ম্বনায়। তাই বাইরে বের হওয়ার আগে দেখে নিন আজ বুধবার (৮ মে) রাজধানীর কোন কোন এলাকার মার্কেট ও শপিংমল বন্ধ। যেসব মার্কেট বন্ধ যমুনা ফিউচার পার্ক, নুরুনবী সুপার মার্কেট, পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স ও মাসকট প্লাজা। বসুন্ধরা আবাসিক এলাকা- মধ্য ও উত্তর বাড্ডা, জগন্নাথপুর, বারিধারা, সাঁতারকুল, শাহাজাদপুর, নিকুঞ্জ-১, ২, কুড়িল, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক ও উত্তরা থেকে টঙ্গী সেতু।
০৮ মে, ২০২৪

বুধবার দুপুরে দেশে ফিরছেন মির্জা ফখরুল 
পবিত্র ওমরাহ পালন শেষে আগামীকাল বুধবার সস্ত্রীক ঢাকায় ফিরছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিন দুপুরে বাংলাদেশ বিমান এয়ার লাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ফিরবেন তিনি। মঙ্গলবার (৭ মে) এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, গত ২ মে সস্ত্রীক ওমরাহ পালনের উদ্দেশে বিকেলে ঢাকা ছাড়েন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স একটি ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। সঙ্গে ছিলেন তার সহধর্মিণী রাহাত আরা বেগম। শনিবার (৪ মে) এশার নামাজের পরে বিএনপি মহাসচিব ও তার সহধর্মিণী রাহাত আরা বেগম ওমরাহ পালন করেন। গত ২ মে মির্জা ফখরুল বাংলাদেশ বিমানে মদিনা পৌঁছান। মদিনা পৌঁছে বিএনপি মহাসচিব ও তার স্ত্রী রাহাত আরা বেগম মহানবী হজরত মুহাম্মদ (সা.) রওজা মোবারক জিয়ারত করেন। শুক্রবার মসজিদে নববীতে জুমার নামাজ আদায় করেন বিএনপি মহাসচিব। গত ২৮ অক্টোবর ঢাকার নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ পুলিশ পণ্ড করে দেওয়ার পরদিনই মির্জা ফখরুল গ্রেপ্তার হন। প্রায় সাড়ে তিন মাস কারাবাসের পর ১৫ ফেব্রুয়ারি জামিনে মুক্তি পান তিনি। কারাগারে যাওয়ার পর থেকে বিএনপি মহাসচিব ও তার স্ত্রী রাহাত আরা বেগম উভয়ে শারীরিক নানা জটিলতায় ভুগছেন। তার স্ত্রী রাহাত আরা বেগমও অসুস্থ। কারাগার থেকে মুক্তির পর ৪ মার্চ তারা চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান। ২০১৫ সালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারাগারে থাকাকালীন অভ্যন্তরীণ ক্যারোটিড ধমনীতে ব্লক ধরা পড়ে। সেবারও কারাগার থেকে মুক্তির পর চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন তিনি।
০৭ মে, ২০২৪

বুধবার যেসব এলাকায় ব্যাংক বন্ধ থাকবে
দেশের ১৪১টি উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৮ মে। এ উপলক্ষে এসব এলাকায় তপশিলি ব্যাংক এবং এর শাখা ও উপশাখা ওই দিন বন্ধ থাকবে। সোমবার (৬ মে) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৬ মে তারিখের প্রজ্ঞাপন মোতাবেক আগামী ৮ মে রংপুর বিভাগের ১৯টি, রাজশাহী বিভাগের ২৩টি, খুলনা বিভাগের ১৭টি, বরিশাল বিভাগের ৫টি, ঢাকা বিভাগের ২৯টি, ময়মনসিংহ বিভাগের ৯টি, সিলেট বিভাগের ১১টি ও চট্টগ্রাম বিভাগের ২৮টি উপজেলায় পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে ভোটের দিন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।   এ পরিস্থিতিতে নির্বাচন উপলক্ষে ভোটের দিন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় অবস্থিত তপশিলি ব্যাংকগুলোর আঞ্চলিক কার্যালয়সহ সব শাখা বা উপশাখা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।   এ ছাড়া এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে দেশে কার্যত সব তপশিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
০৬ মে, ২০২৪

বুধবার বন্ধ রাজধানীর যেসব মার্কেট
কেনাকাটা করতে আমরা প্রতিদিন কোথাও না কোথাও গিয়ে থাকি। দেখা গেল, রাজধানীতে আজ আপনি যেখানে কেনাকাটা করতে যাবেন ওই এলাকা বন্ধ, তখনই পড়তে হবে বিড়ম্বনায়। তাই বাইরে বের হওয়ার আগে দেখে নিন আজ বুধবার (১ মে) রাজধানীর কোন কোন এলাকার মার্কেট ও শপিংমল বন্ধ। যেসব মার্কেট বন্ধ যমুনা ফিউচার পার্ক, নুরুনবী সুপার মার্কেট, পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স ও মাসকট প্লাজা। বসুন্ধরা আবাসিক এলাকা- মধ্য ও উত্তর বাড্ডা, জগন্নাথপুর, বারিধারা, সাঁতারকুল, শাহাজাদপুর, নিকুঞ্জ-১, ২, কুড়িল, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক ও উত্তরা থেকে টঙ্গী সেতু।  
০১ মে, ২০২৪

বুধবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য বুধবার (২৪ এপ্রিল) সাভারের বিভিন্ন এলাকায় ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৩ এপ্রিল) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা সাভারের টংগাবাড়ী, আশুলিয়া, খেজুর বাগান, গৌরীপুর, খাগান, কুমকুমারি, আক্রান এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়া ওই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এদিকে রাজধানীর বিভিন্ন এলাকায় বকেয়া বিল আদায় ও অবৈধ গ্যাস বিচ্ছিন্নকরণের বিশেষ অভিযান পরিচলানা করেছে তিতাস। সর্বশেষ মঙ্গলবার (২৩ এপ্রিল) রাজধানীর কাজিপাড়া, শেওড়াপাড়া, পাইকপাড়াসহ বিভিন্ন এলাকায় ৭৬ গ্রাহকের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।  
২৪ এপ্রিল, ২০২৪

বুধবার বন্ধ রাজধানীর যেসব মার্কেট
কেনাকাটা করতে আমরা প্রতিদিন কোথাও না কোথাও গিয়ে থাকি। দেখা গেল, রাজধানীতে আজ আপনি যেখানে কেনাকাটা করতে যাবেন ওই এলাকা বন্ধ, তখনই পড়তে হবে বিড়ম্বনায়। তাই বাইরে বের হওয়ার আগে দেখে নিন আজ বুধবার (২৪ এপ্রিল) রাজধানীর কোন কোন এলাকার মার্কেট ও শপিংমল বন্ধ। যেসব মার্কেট বন্ধ যমুনা ফিউচার পার্ক, নুরুনবী সুপার মার্কেট, পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স ও মাসকট প্লাজা। শপিংমল বন্ধ যেসব এলাকায় বসুন্ধরা আবাসিক এলাকা- মধ্য ও উত্তর বাড্ডা, জগন্নাথপুর, বারিধারা, সাঁতারকুল, শাহাজাদপুর, নিকুঞ্জ-১, ২, কুড়িল, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক ও উত্তরা থেকে টঙ্গী সেতু।  
২৪ এপ্রিল, ২০২৪
X