পাবিপ্রবিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধি লক্ষে ইংরেজি বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ  কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের আংশগ্রহণে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে নানা  প্রজাতির ফলদ, বনজ ও ছায়াদানকারী গাছের চারা রোপণ করা হয়েছে। রোপণ করা বৃক্ষের মধ্যে রয়েছে- আম, চালতা, লিচু পেয়ারা, আমড়া, সফেদা, জামরুল ও কামরাঙ্গাসহ বিভিন্ন প্রজাতির চারা গাছ।  এ বিষয়ে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বৃক্ষরোপণ কর্মসূচির আহ্বায়ক ড. মো. মোকাররম হোসাইন বলেন, ‘বাংলাদেশে ক্রমবর্ধমান উষ্ণতা বৃদ্ধি একটি জাতীয় সমস্যায় পরিণত হয়েছে। পাশাপাশি  আমাদের দেশের মানুষের পুষ্টি চাহিদার জন্য অধিকসংখ্যক ফলদ গাছের  প্রয়োজন। এজন্য দেশীয় জাতের  ফলদ গাছ আবাদের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। এ গাছ যেমন ফল প্রদান করে তেমনি ছায়া প্রদান করে উষ্ণতা রোধে সহায়তা করে। আশা করছি, এই কর্মসূচির মাধ্যমে আমাদের ছাত্রছাত্রী ও শিক্ষকদের মধ্যে গাছ লাগানোর একটি সচেতনতা বৃদ্ধি পাবে।’ এ বিষয়ে বিভাগের চেয়ারম্যান শায়লা আক্তার বলেন, ‘গাছ লাগানোর উদ্যোগ নিঃসন্দেহে একটি ভালো কাজ। আমরা সবসময় ভালো কাজের পাশে থাকতে চাই।’ এ বিষয়ে ইংরেজি বিভাগের শিক্ষার্থী নাজিউর  রহমান বলেন, গাছগুলো লাগিয়ে আমাদের অত্যন্ত আনন্দ লাগছে। আমরা যদি সবাই এভাবে গাছ লাগাই, দেশের আবহাওয়ার মধ্যে একটা পরিবর্তন সম্ভব। আমরা চাই সবাই এ কাজে এগিয়ে আসুক।  বৃক্ষরোপণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক  রাশেদ মাহমুদ, সহকারী অধ্যাপক মো. মাহমুদুল হাসান, সহকারী অধ্যাপক মো. ইব্রাহিম খলিল, প্রভাষক এস এম ইশমাম আলম এবং বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।
২৯ এপ্রিল, ২০২৪

সব মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের নির্দেশ 
তীব্র দাবদাহ প্রশমন ও ক্যাম্পাস সবুজায়নের লক্ষ্যে দেশের সব মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করে তা বাস্তবায়নের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।  রোববার (২৮ এপ্রিল) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক জাকির হোসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারা দেশে জলবায়ু পরিবর্তনের ফলে তীব্র দাবদাহ চলমান রয়েছে। তীব্র দাবদাহের প্রভাবে স্বাস্থ্য ঝুঁকি বাড়ার পাশাপাশি জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তীব্র দাবদাহের সংকট মোকাবিলায় অন্যতম নিয়ামক বৃক্ষরোপণ। এতে আরও বলা হয়, তীব্র দাবদাহ প্রশমন ও মাদ্রাসা ক্যাম্পাস সবুজায়নের লক্ষ্যে মাদ্রাসা সংশ্লিষ্ট গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি, অভিভাবক, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের নিয়ে দেশের সব মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। 
২৯ এপ্রিল, ২০২৪

সওজের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
বাংলাদেশ সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। ‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মে দেশ গড়ি’—স্লোগান সামনে রেখে সওজ, ঢাকা জোনের উদ্যোগে বঙ্গবন্ধু হাইওয়ের দুপাশে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ঢাকার কেরানীগঞ্জ ও মুন্সীগঞ্জের সিরাজদীখান এলাকায় গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সওজ, ঢাকার অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সবুজ উদ্দিন খান। বিভিন্ন সড়ক ও মহাসড়ক এবং অফিস পরিদর্শন বাংলো সংলগ্ন খালি জায়গায় নিম, চালতা, তেঁতুল ও ছাতিয়ান, গাছের চারা রোপণ করেন। এ কর্মসূচিতে এক কোটি ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
০৬ আগস্ট, ২০২৩

বরিশালে পানি উন্নয়ন বোর্ডের বৃক্ষরোপণ কর্মসূচি
পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতায় ২০২৩-২৪ অর্থবছরে সারা দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বরিশাল পানি উন্নয়ন বোর্ডের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।  রোববার (৩০ জুলাই) সকালে বরিশাল পানি উন্নয়ন বোর্ডের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন প্রধান প্রকৌশলী মজিবুর রহমান। নির্বাহী প্রকৌশলী মো. রাকিব হোসেন জানান, এই কর্মসূচির আওতায় বাপাউবো বরিশালের দুই আবাসিক কলোনিসহ জেলাব্যাপী বিভিন্ন বন্যা নিয়ন্ত্রণ বাঁধে বৃক্ষরোপণ করা হবে। যেটা পরিবেশ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখবে বলে মনে করি। এ সময় বরিশাল পওর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. নাছির উদ্দিন, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) মো. আব্দুস সালাম, নির্বাহী প্রকৌশলী মো. রাকিব হোসেন ও মো. মুশফিকুর রহমান শুভ, র‍্যাক প্রধান মো. মনসুর হেলাল, উপসহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম সৈকত ও মো. নাইমুর রহমানসহ বরিশালের পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। 
৩০ জুলাই, ২০২৩

শিবপুরে বৃক্ষরোপণ কর্মসূচি
নরসিংদী শিবপুরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সোমবার উপজেলার হাজী আফছার উদ্দিন ভূঁইয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট মাঠে কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সড়কের ধারে এক হাজার হরীতকী, বহেড়া, আম, জাম, কাঁঠাল, কাঠবাদাম, জলপাই, চালতা, নিম, জারুল, অর্জুন ইত্যাদি বৃক্ষরোপণ করা হবে। এ সময় উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ভাইস প্রেসিডেন্ট ও নরসিংদীর শাখাপ্রধান কাজী মনির হোসেন, মাধবদী শাখাপ্রধান মো. হাছান, ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও নরসিংদীর চিনিশপুর শাখাপ্রধান মোহাম্মদ মঈনুল ইসলাম, শিবপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মো. খোকন ভূঁইয়া, ইনস্টিটিউটের উপাধ্যক্ষ হাফিজুর রশিদ মুশফিক ও ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীরা।
১১ জুলাই, ২০২৩

সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বৃহস্পতিবার বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৩ উদ্বোধন করেন। সেনাপ্রধান ঢাকা সেনানিবাসের শহীদ মঈনুল রোড এলাকায় বকুল গাছের চারা রোপণের মাধ্যমে সব সেনানিবাস, ডিওএইচএস ও জলসিঁড়ি আবাসন প্রকল্পে ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে এই কর্মসূচি উদ্বোধন করেন। কর্মসূচি চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত। আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তরের (আইএসপিআর) বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ সময় সেনাসদর ও ঢাকা অঞ্চলের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা, জেসিও ও অন্য পদবির সেনাসদস্যরা উপস্থিত ছিলেন। এ বছর বৃক্ষরোপণ অভিযানের প্রতিপাদ্য—‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি।’ এ প্রতিপাদ্য সামনে রেখে প্রধানমন্ত্রী মানুষের মৌলিক চাহিদা ও আর্থসামাজিক উন্নয়নে বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেছেন। এ বছর সেনাবাহিনীর পক্ষ থেকে ১ লাখ ৯২ হাজার ১৭৩ চারা রোপণ করা হবে।
০৯ জুন, ২০২৩
X