পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতায় ২০২৩-২৪ অর্থবছরে সারা দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বরিশাল পানি উন্নয়ন বোর্ডের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
রোববার (৩০ জুলাই) সকালে বরিশাল পানি উন্নয়ন বোর্ডের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন প্রধান প্রকৌশলী মজিবুর রহমান।
নির্বাহী প্রকৌশলী মো. রাকিব হোসেন জানান, এই কর্মসূচির আওতায় বাপাউবো বরিশালের দুই আবাসিক কলোনিসহ জেলাব্যাপী বিভিন্ন বন্যা নিয়ন্ত্রণ বাঁধে বৃক্ষরোপণ করা হবে। যেটা পরিবেশ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখবে বলে মনে করি।
এ সময় বরিশাল পওর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. নাছির উদ্দিন, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) মো. আব্দুস সালাম, নির্বাহী প্রকৌশলী মো. রাকিব হোসেন ও মো. মুশফিকুর রহমান শুভ, র্যাক প্রধান মো. মনসুর হেলাল, উপসহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম সৈকত ও মো. নাইমুর রহমানসহ বরিশালের পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন