চোর নিয়ে গেছে একমাত্র সম্বল, দিশাহারা বৃদ্ধ দম্পতি
আয়ের একমাত্র উৎস হারিয়ে মাথায় হাত বৃদ্ধ মান্নান সরদার ও তার সহধর্মিণীর। গোয়ালঘরে থাকা তাদের একমাত্র সম্বল ২টি গাভি ও বাছুর নিয়ে গেছে চোরের দল। ওই দুই গাভির দুধ বিক্রি করেই সংসার চলত তাদের। এখন গোয়ালঘরে বসেই কাঁদছেন বৃদ্ধ। চাঁদপুর পৌর শহরের ১৪নং ওয়ার্ডের শিলন্দিয়া মঠখোলার বাসিন্দা মো. মান্নান সরদার। শুধু ৫৫ বছর বয়সী এ বৃদ্ধের সঙ্গেই এমন ঘটনা ঘটেছে তা নয়। চাঁদপুরে কোরবানি ঈদের আগে ঘটছে এমন অহরহ ঘটনা।  সরেজমিনে গিয়ে চাঁদপুর পৌর শহরের ১৩নং ওয়ার্ডের ওয়াপদা গেটের প্রবাসফেরত আব্দুর রশীদ গাজীর সঙ্গে কথা হলে তিনি বলেন, রাত আড়াইটা ৩টা বাজলেই এখনো আঁতকে উঠি। আমার ৩টি গরুও নিয়ে গেছে চোরের দল। থানা পুলিশের কাছে অভিযোগ দিয়েও কোনো লাভ হয়নি। পাশের এলাকার মান্নান সরদারের গরু চুরির খবর পেয়ে নিজের চুরি যাওয়া গাভী গরু ও বাছুরের কথা জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন এ যুবক। চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. শেখ মুহসীন আলম জানান, থানা পুলিশ চেকপোস্টসহ গরু চোর চক্রকে ধরতে চিরুনি অভিযান চালাচ্ছে । দ্রুতই গরু উদ্ধারসহ এই চক্রের মূল হোতাদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন তিনি। তবে আর কোনো আশ্বাস নয়। বরং দ্রুত চোর শনাক্ত ও গরু উদ্ধারের তৎপরতা দেখতে চান ভুক্তভোগীরা।
১১ মে, ২০২৪
X