ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া হাসপাতালে ভর্তি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল শুক্রবার তাকে নিউরোলজিস্ট অধ্যাপক ডা. আব্দুল হাইয়ের অধীনে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার পিএস ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান আবির। তিনি জানান, অসুস্থতা বেড়ে গেলে তাকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। স্বামীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার সহধর্মিণী অধ্যাপক ড. শাহিদা রফিক। এদিকে গত বৃহস্পতিবার প্রচণ্ড জ্বর নিয়ে রাত ১১টায় হাসপাতালে ভর্তি হন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মো. আব্দুস সালাম। গতকাল অসুস্থ সালামকে দেখতে গুলশান সাহাবউদ্দিন মেডিকেল কলেজে যান দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, নগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিনসহ বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
০৮ জুলাই, ২০২৩
X