ব্রাজিলিয়ানরা শীর্ষে, আর্জেন্টাইনরা কোথায়!
বিশ্বায়নের সবচেয়ে বড় বিজ্ঞাপন ফুটবল। দেশ, ধর্ম, বর্ণ আর ভাষার ভেদাভেদ ভুলে ফুটবল লিগগুলোতে আলো ছড়ান ফুটবলাররা। বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা লিগগুলো এক বিন্দুতে আনে ফুটবলারদের। স্বাভাবিকভাবে সব দেশ অধিক সংখক ভালোমানের ফুটবলার তৈরি করতে পারে না। যারা পারে তাই দাপট দেখায় বিশ্ব ফুটবলে। অন্যদের চেয়ে এগিয়ে থাকে সেসব দেশ। সম্প্রতি এ নিয়ে একটি পরিসংখ্যান প্রতিবেদন প্রকাশ করেছে সুইজারল্যান্ডভিক্তিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল সেন্টার ফর স্পোর্টস স্টাডিজ (সিআইইএস)। খেলাধুলার পরিসংখ্যানভিত্তিক স্বাধীন গবেষণা প্রতিষ্ঠানটির প্রতিবেদনে উঠে এসেছে ফুটবলার তৈরি এবং রপ্তানিতে এগিয়ে রয়েছে কারা! সেই তালিকা অনুযায়ী সবচেয়ে এগিয়ে আছে ব্রাজিল। তার পরের অবস্থান করছে কাতার বিশ্বকাপের রানার্সআপ ফ্রান্স। এখন প্রশ্ন হচ্ছে কোপা আমেরিকা ও বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনার অবস্থান কত নম্বরে? ইউরোপ (৮৩টি) ও অন্যান্য মহাদেশের (৫২টি), সব মিলিয়ে ১৩৫ লিগের ২ হাজার ২০৯ ক্লাবের ফুটবলারদের ওপর অনুসন্ধান চালিয়েছে সিআইইএস। ৬২ হাজার ৯৫৫ ফুটবলারের ওপর চালানো অনুসন্ধানে সংস্থাটি প্রবাসী ফুটবলার পেয়েছেন ১৫ হাজার ৩১০ জন। এ নিয়ে এই তালিকা প্রস্তুত করেছে সিআইইএস। সংস্থাটি তাদের গবেষণায় প্রবাসী ফুটবল বলতে বুঝিয়ে এক দেশে বেড়ে ওঠার পর অন্য দেশে দিয়ে খেলাকে। মূলত চার বছরে (২০২০-২৪) ফুটবলার রপ্তানির হিসাবটি তুলে ধরা হয়েছে। সংস্থাটির গবেষণা বলছে, বিশ্ব বাজারে সবচেয়ে বেশি ফুটবলার সরবরাহ করেছে ব্রাজিল। বর্তমানে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ১ হাজার ৩৩৮ জন ফুটবলার বিভিন্ন দেশে খেলছে। এই তালিকার দ্বিতীয়তে আছেন সাবেক বিশ্বচ্যাম্পিয়নের নাম। ১৯৯৮ ও ২০১৮ সালে বিশ্বকাপ জেতাদের ১ হাজার ৯১ জন ফুটবলার খেলছেন বিশ্বের নানা ক্লাবে। আর বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ৯৯৫ ফুটবলার খেলছেন পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা নানা ক্লাবে। যা এই তালিকায় আর্জেন্টাইনদের রেখেছে তিন নম্বরে। এর আগে গত বছর মে মাসে প্রকাশিত তালিকাতেও এই তিন দেশ শীর্ষে ছিল। ২০২৪ সালে পেশাদার লিগে খেলার ভিত্তিতে প্রকাশিত এই তালিকায় এর পরে রয়েছে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ও জার্মানি। দুই দেশের যথাক্রমে ৫৮৬ ও ৪৬৮ জন খেলছেন বিশ্বব্যাপী। ইউরোপ-লাতিন আমেরিকা মহাদেশের বাইরে আফ্রিকার একমাত্র দেশ হিসেবে এ তালিকাতে আছে নাইজেরিয়া। আফ্রিকার সুপার ঈগলসদের ৪২১ জন ফুটবলার খেলছেন পৃথিবীর বিভিন্ন দেশের লিগগুলোতে।
১৫ মে, ২০২৪

কোপা আমেরিকার ব্রাজিল দলে নেই নেইমার-রিচার্লিসন
কোপা আমেরিকার জন্য শুক্রবার ঘোষিত ব্রাজিল দলে সুযোগ পেলেন না নেইমার, রিচার্লিসন এবং ক্যাসেমিরো। তবে চমক জাগিয়ে ২৩ জনের ব্রাজিল দলে জায়গা করে নিয়েছেন এনড্রিক। নেইমার দলে নেই সম্ভবত ইনজুরির কারণে। যদিও ২০২২ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল থেকে দলের বিদায়ের পর তিনি বলেছিলেন, ‘জাতীয় দলের দরজা বন্ধ করছি না, তবে ফেরার নিশ্চয়তাও শতভাগ দিচ্ছি না।’ সেই মন্তব্যের পরও নেইমার কিন্তু জাতীয় দলে খেলেছেন। গত বছর ১৭ অক্টোবর তিনি ২০২৬ বিশ্বকাপের বাছাইয়ের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে খেলতে নেমে হাঁটুর এসিএল চোটে পড়েন। এরপর নেইমারের অস্ত্রোপচার হয়। তারপর আর মাঠে ফিরতে পারেননি। তবে কাতার বিশ্বকাপে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা রিচার্লিসনের বাদ পড়ার কারণ সম্ভবত ফর্মহীনতা। মরুর বিশ্বকাপের সেরা গোলটি তিনিই করেছিলেন। ফর্মের কারণে সুযোগ হয়নি রিয়াল মাদ্রিদের হয়ে পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগজয়ী বর্তমান ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা ক্যাসেমিরোর। তবে নেইমারকে নিয়ে ব্রাজিলের কোচ দোরিভাল জুনিয়র বলেন, ‘দলে সবাই যেন নিজেদের দায়িত্বটা পালন করতে পারে, সেটি নিশ্চিত করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, সেরা ছন্দে সেরা ফুটবল খেলা। সৃষ্টিকর্তা চাইলে অল্প সময়ের মধ্যে আমরা নেইমারের উপস্থিতিও দেখতে পারি।’ দরিভাল আরও বলেন, ‘নেইমার এখনই দলে ফিরছেন না। এখন সেই সম্ভাবনা নেই। পরিবর্তন হতে পারে। তবে তত্ত্বগতভাবে এ দলটাই কোপা আমেরিকায় খেলবে।’ কোপা আমেরিকায় ব্রাজিলের আক্রমণ ভাগের নেতৃত্বে থাকবেন ‘ওয়ান্ডার কিড’ এনড্রিক, ভিনিসিয়ুস ও রদ্রিগো। ডিফেন্সে থাকছেন এডার মিলিতাও। নয়বারের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন ব্রাজিল ২৪ জুন প্রথম ম্যাচ খেলবে কোস্টারিকার বিপক্ষে। এরপরের দুটি ম্যাচে ২৮ জুন প্যারাগুয়ে এবং ২ জুলাই কলম্বিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল। কোপা আমেরিকা এবার ২০ জুন থেকে আমেরিকায় শুরু হবে। শেষ ১৪ জুলাই। ব্রাজিলের দল: (গোলকিপার) বেন্টো, এডারসন, অ্যালিসন বেকার; (ডিফেন্ডার) দানিলো, ইয়া কুটো, গিলেরমে আরানা, ওয়েন্ডেল, লুকাস বেরাল্ডো, মিলিতাও, গ্যাব্রিয়েল মাগালহায়েস, মারকুইনহোস; (মিডফিল্ডার) আন্দ্রেয়াস পেরেরা, জোয়াও গোমেস, ব্রুনো গুইমারায়েস, ডগলাস লুইস, লুকাস পাকুয়েতা; (ফরোয়ার্ড) এনড্রিক, এভানিলসন, রদ্রিগো, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, রাফিনহা, স্যাভিনহো, ভিনিসিয়ুস।
১২ মে, ২০২৪

নেইমার-ক্যাসেমিরোকে বাদ দিয়েই ব্রাজিলের কোপা আমেরিকার দল 
শেষের পথে ইউরোপের ফুটবল মৌসুম। তবে ক্লাব ফুটবল শেষ হলেও পরের মাসেই শুরু হচ্ছে দুটি মহাদেশীয় ফুটবল শ্রেষ্টত্বের আসর কোপা ও ইউরো। এরমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে জুনের ২৩ তারিখ থেকে শুরু হবে লাতিন আমেরিকা মহোদেশের ফুটবল শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকা। মহাদেশীয় এই আসরকে সামনে রেখে চমক রেখে দল ঘোষণা করেছে আসরের শিরোপার অন্যতম দাবিদার ব্রাজিল। সেলেসাওদের দল থেকে বাদ পড়েছেন দুই অভিজ্ঞ তারকা নেইমার জুনিয়র ও ক্যাসেমিরোর। তবে সুযোগ পেয়েছেন রিয়াল মাদ্রিদের তরুণ স্ট্রাইকার ফেলিপে এন্ড্রিক। শুক্রবার (১০ মে) রিও ডে জেনেরিওতে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে ২৩ সদস্যের দল ঘোষণা করেন সেলেসাও কোচ দরিভাল জুনিয়র। আগামী ২১ জুন পর্দা উঠতে যাচ্ছে লাতিন ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকার। তবে তার আগে ৯ জুন মেক্সিকো ও ১৩ জুন যুক্তরাষ্ট্রের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এই ২৩ জন সেই দুই ম্যাচেও ব্রাজিলের প্রতিনিধিত্ব করবে। OFFICIAL: Brazil list for Copa América. ️ Richarlison, Casemiro, Matheus Cunha, Gabriel Jesus, Bremer are OUT of the list. Alisson Ederson Bento Danilo Yan Couto Beraldo Militão Gabriel Magalhães Marquinhos Arana Wendell Andreas Pereira Bruno Guimarães Douglas Luiz pic.twitter.com/mKRHx9QROv — Fabrizio Romano (@FabrizioRomano) May 10, 2024 প্রীতি ম্যাচ ও গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্টকে সামনে রেখে প্রায় এক মাস আগেই দল দিল সেলেসাওরা। ২৩ জনের স্কোয়াডে চমক ফর্মের বাইরে থাকা মিডফিল্ডার ক্যাসেমিরোর অনুপস্থিতি। ইনজুরি কাটিয়ে পুনর্বাসনে থাকা তারকা ফরোয়ার্ড নেইমারকেও বিবেচনায় রাখা হয়নি। বাদ পড়েছে টটেনহামের স্ট্রাইকার রিচার্লিসনও। তবে কোপা আমেরিকার দলে সুযোগ পেয়েছেন ১৭ বছর বয়সী ফরোয়ার্ড এন্ড্রিক। দায়িত্ব পাওয়ার পর দরিভালের অধীনে ২৪ মার্চ ইংল্যান্ড ও ২৭ মার্চ স্পেনের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে ব্রাজিল। দুই প্রীতি ম্যাচের স্কোয়াড থেকেই মূলত ২৩ জনকে বেছে নিয়েছেন ৬২ বছর বয়সী এ কোচ। অবশ্য ওই দুই প্রীতি ম্যাচে না থাকা ২৭ বছর বয়সী ডিফেন্ডার গিলহের্মে অ্যারানা ও ২৪ বছর বয়সী এভানিলসন দলে জায়গা পেয়েছেন। ২৫ জুন কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে কোপার যাত্রা শুরু হবে ব্রাজিলের। ‘ডি’ গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ প্যারাগুয়ে ও কলম্বিয়া। ব্রাজিলের স্কোয়াড: গোলকিপার: অ্যালিসন, বেনতো, এডার্সন রক্ষণভাগ: বেরালদো, এদের মিলিতাও, ম্যাগালায়েস, মারকুইনস, দানিলো, ইয়ান কোওতো, অ্যারেনা, ওয়েনদেল মিডফিল্ডার: আন্দ্রেস পেরেইরা, গিমারেস, ডগলাস লুইজ, জোয়াও গোমেজ, লুকাস পাকেতা ফরোয়ার্ড: এন্ড্রিক, এভানিলসন, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, রাফিনিয়া, স্যাভিও, রদ্রিগো ও ভিনিসিউস জুনিয়র।   
১০ মে, ২০২৪

ব্রাজিল থেকে গরু আমদানি সম্ভব: রাষ্ট্রদূত
কোরবানির ঈদ সামনে রেখে ব্রাজিলকে গরু পাঠানোর অনুরোধ করেছে বাংলাদেশ। দূরত্ব বিবেচনায় বিষয়টি জটিল হলেও চাইলে সেটি সম্ভব বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ডিক্যাব টকে এ কথা বলেন তিনি। ব্রাজিলের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে মাংস খাতের বিশাল সম্ভাবনা আছে ব্রাজিলের। ব্রাজিল গরুর মাংস রপ্তানি করে থাকে। এটা বাংলাদেশের সঙ্গে একটি ভালো বাণিজ্য হতে পারে। এর মধ্য দিয়ে উভয়পক্ষই লাভবান হবে। ব্রাজিল থেকে বাংলাদেশের ভৌগোলিক দূরত্ব অনেক বেশি। সেখান থেকে জীবন্ত গরু আনা কঠিন ও জটিল হলেও অসম্ভব নয়। রাষ্ট্রদূত ফেরেস জানান, ব্রাজিল ভ্রমণে বাংলাদেশিদের সংখ্যা বাড়ছে। বাংলাদেশ থেকে প্রতি মাসে ২৫০-৩০০ ভিসার আবেদন করা হয়ে থাকে। তবে আমরা মাসে ১০০ ভিসা ইস্যু করতে পারি। সেজন্য ঢাকায় ভিসা সেন্টার খোলার উদ্যোগ নিয়েছি। কয়েক মাসের মধ্যেই সেটা হয়ে যাবে বলে আশা করছি। চলতি বছরের জুলাইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্রাজিল সফরের আমন্ত্রণ জানিয়েছেন ল্যাটিন দেশটির প্রেসিডেন্ট লুলা। প্রধানমন্ত্রীর ব্রাজিল সফর প্রসঙ্গে ফেরেস বলেন, জুলাইয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী ব্রাজিল যাবেন। তিনি জি-২০ সম্মেলনের আগে ব্রাজিল সফর করবেন। যদি তিনি ব্রাজিল যান তাহলে আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সফরে যে চুক্তিগুলো সম্ভব হয়নি, তা হয়তো স্বাক্ষর হতে পারে। ব্রাজিলের বাজারে বাংলাদেশি তৈরি পোশাকের ব্যাপক চাহিদা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ব্রাজিল বাংলাদেশি আরএমজি পণ্যের একটি বড় বাজার হতে পারে। ব্রাজিলের বাজারে বাংলাদেশের পোশাক পণ্যে শুল্ক বেশি দিতে হয়। এই শুল্ক কীভাবে কমানো যায়, সেটা নিয়ে আমরা কাজ করছি।
২৬ এপ্রিল, ২০২৪

১৬ বছর পর আবারও ফুটবলে ফিরছেন রোমারিও
ব্রাজিল ফুটবলের অন্যতম বড় কিংবদন্তি হিসেবে ধরা হয় রোমারিওকে। ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতা এই ফরোয়ার্ড অবশ্য নিজের ফুটবল বুট তুলে রেখেছিলেন প্রায় ১৬ বছর আগে, ২০০৮ সালে। তবে এরপরও একবার ঘরোয়া লিগে মাঠে নেমেছিলেন বাবার ইচ্ছা পূরণে। এবার ছেলের সাথে খেলার স্বপ্ন পূরণে আরেকবার মাঠে নামতে যাচ্ছেন এই কিংবদন্তি। এতে করে ১৬ বছর পর রোমারিওকে আবারও দেখা যাবে পেশাদার ফুটবলে। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো রোমারিওর ফুটবল মাঠে ফেরার কথাটি জানিয়েছে। সংবাদমাধ্যমটির তথ্যমতে, আবারও ফুটবলে ফিরতে ব্রাজিলের দ্বিতীয় স্তরের ফুটবল প্রতিযোগিতা ক্যাম্পেনাতো ক্যারিওকা সিরি-আ টু’তে নাম লিখিয়েছেন বার্সেলোনায় খেলা সাবেক এই স্ট্রাইকার। তবে মাঠে ফিরলেও তিনি ফিরছেন মাত্র কয়েক ম্যাচের জন্য। ছেলের সাথে কয়েকটি ম্যাচ একত্রে খেলবেন বলেই হঠাৎ করে ফুটবলে ফেরার সিদ্ধান্ত নিলেন তিনি। এ প্রসঙ্গে নিজের ইনস্টাগ্রামে রোমারিও বলেন, ‘আমার মাঠে ফেরায় চোখ রাখুন। পুরো চ্যাম্পিয়নশিপে প্রতিদ্বন্দ্বিতা করা আমার লক্ষ্য না। পছন্দের দল মেকাওয়ের (আমেরিকা ক্লাবের তকমা) হয়ে কিছু ম্যাচ খেলতে চাই। এর পাশাপাশি নিজের আরেকটি স্বপ্নও পূরণ করতে চাই; ছেলের সঙ্গে খেলতে চাই।’ ১৯৯৪ বিশ্বকাপজয়ী রোমারিও রিও ডি জেনিরোর ক্লাব আমেরিকার সভাপতি। এই ক্লাবের হয়েই রিও ডি জেনিরোর স্টেট ফুটবল লিগের দ্বিতীয় বিভাগের প্রতিযোগিতায় মাঠে নামবেন ৫৮ বছর বয়সী রোমারিও। একই ক্লাবে বর্তমানে খেলছেন তার ছেলে ৩০ বছর বয়সী রোমারিনিও। বুড়ো এই বয়সে মাঠে নেমে কতটা কার্যকরী হবেন রোমারিও- সেই প্রশ্ন থাকছে। তবে ৫৮ বছর বয়সেও নিজের সামর্থ্য নিয়ে বেশ আত্মবিশ্বাসী ব্রাজিলিয়ান কিংবদন্তি। তিনি বলেন, ‘খুব কম অ্যাথলেট এবং ফুটবলারই নিজের ছেলের সঙ্গে খেলার স্বপ্ন পূরণের সুযোগ পায়। আমার বয়স ৫৮ বছর হলেও এখনো বেশ ভালো বোধ করছি। খেলার জন্য নিজেকে যথেষ্ট যোগ্য বলেই মনে করি।’ অবশ্য ৫৮ বছর বয়সেও ফ্রিতে খেলবেন না রোমারিও। পারিশ্রমিক নিতে হবে রোমারিওকে। তবে সেটার পরিমাণ খুবই সামান্য, আনুষ্ঠানিকতা যাকে বলে আর কি! তবে সেই বেতনের অঙ্কটা আবার ফিরিয়েও দেবেন আমেরিকা ক্লাবকে।
১৭ এপ্রিল, ২০২৪

ব্রাজিলের জার্সি উপহার পেলেন প্রধানমন্ত্রী
তর্কসাপেক্ষে বিশ্ব ফুটবলের সবচেয়ে পরিচিত দল পেলে-রোনালদোর ব্রাজিল। পুরো বিশ্বে অগণিত ভক্ত রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। বিশ্বকাপ সময় বাদেও দেশের রাস্তাঘাটে অসংখ্য ব্রাজিল ভক্তের দেখা মিলে। এমনকি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ব্রাজিল দলের ভক্ত। এবার প্রিয় দল ব্রাজিলের হলুদ-সবুজের চিরচেনা জার্সি উপহার পেলেন তিনি। বাংলাদেশে সফররত ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা ‘শেখ হাসিনা’ লেখা ব্রাজিলিয়ান দলের জার্সি প্রধানমন্ত্রীর হাতে ‍তুলে দেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার দলের প্রতীক নৌকা উপহার দেন ব্রাজিলিয়ান পররাষ্ট্রমন্ত্রীকে। সোমবার (৮ এপিল) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন, দক্ষিণ আমেরিকার দেশ হিসেবে ব্রাজিল প্রথম ১৯৭৩ সালের ১৫ মে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়। এছাড়া তিনি বাংলাদেশের ফুটবলের উন্নয়নে ব্রাজিলের সহায়তা চেয়েছেন। এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম তোফাজ্জেল হোসেন মিয়া ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।
০৮ এপ্রিল, ২০২৪

ব্রাজিল বাংলাদেশ থেকে সরাসরি পোশাক কিনতে পারে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রাজিলকে বাংলাদেশ থেকে সরাসরি তৈরি পোশাক (আরএমজি) পণ্য আমদানির আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘বাংলাদেশ থেকে আরএমজি পণ্য তৃতীয় পক্ষের মাধ্যমে সীমিত পরিসরে ব্রাজিলে রপ্তানি করা হচ্ছে। দেশটি সরাসরি বাংলাদেশ থেকে আরএমজি পণ্য আমদানি করলে ব্রাজিলের জন্য এটি আরও সাশ্রয়ী হবে।’ ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরার নেতৃত্বে একটি প্রতিনিধিদল সোমবার (৮ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে শেখ হাসিনা এ মন্তব্য করেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এম নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন। বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে বাণিজ্য ভারসাম্য নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে শেখ হাসিনা বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্যিক ভারসাম্য ব্রাজিলের দিকে ঝুঁকছে। তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্যিক ভারসাম্য নিশ্চিত করতে ব্রাজিল বাংলাদেশ থেকে পাট ও পাটজাত পণ্য এবং চামড়াজাত পণ্যসহ আরও পণ্য আমদানি করতে পারে। সরকারপ্রধান বলেন, বাংলাদেশ ব্রাজিল থেকে মূলত চিনি, সয়াবিন তেল ও তুলা আমদানি করে। শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর বিশাল সুযোগ রয়েছে। তিনি বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির প্রয়োাজনীয়তার ওপরও জোর দিয়েছেন।
০৮ এপ্রিল, ২০২৪

ব্রিকসে যুক্ত হতে সহযোগিতা করবে ব্রাজিল
পাঁচ দেশের আঞ্চলিক অর্থনৈতিক জোট ব্রিকসে বাংলাদেশের অন্তর্ভুক্তির জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা। গতকাল রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। ব্রাজিলের প্রথম কোনো পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করলেন জানিয়ে ড. হাছান বলেন, সফল আলোচনা হয়েছে আমাদের মধ্যে। তুলা আমদানি বৃদ্ধি ও বাণিজ্যে শুল্ক কমানোর কথা হয়েছে। বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য ব্রাজিলের বিনিয়োগকারীদের আহ্বান জানিয়েছি। ব্রিকসে অন্তর্ভুক্তির জন্য বাংলাদেশকে সহযোগিতা করবে ব্রাজিল। জুলাইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রাজিল সফর করবেন, সে বিষয়েও আলোচনা হয়েছে। এ সময় ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি করেছে। আগামীতে বাংলাদেশের সঙ্গে ব্রাজিলের সম্পর্ক আরও বিস্তৃত হবে। বৈঠকে বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে কারিগরি সহযোগিতাবিষয়ক চুক্তি এবং ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতাবিষয়ক একটি সমঝোতা স্মারক সই হয়। এর আগে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে কোরবানির ঈদ সামনে রেখে ব্রাজিল থেকে পশু আনার আগ্রহ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। এ ছাড়া তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশকে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার আহ্বান জানান তিনি। গতকাল সকালে ঢাকায় অবতরণের পর দুপুরে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন ও জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী। আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পর তিনি গাজীপুরে স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন করবেন। আজই তিনি নিজ দেশে ফিরে যাবেন।
০৮ এপ্রিল, ২০২৪

কোরবানির জন্য ব্রাজিল থেকে পশু আনতে চায় সরকার
কোরবানির ঈদকে সামনে রেখে ব্রাজিল থেকে পশু আমদানি করতে চায় বাংলাদেশ। বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এ তথ্য জানিয়েছেন। রোববার (৭ এপ্রিল) ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাওরো ভিয়েইরার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ কথা জানান। আহসানুল ইসলাম টিটু বলেন, বাংলাদেশে স্বল্পমূল্যে মাংসজাত পণ্য রপ্তানি করতে আগ্রহী ব্রাজিল। তবে মাংসজাত পণ্য নয় বরং ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাওরো ভিয়েইরাকে দেশটির থেকে পশু আমদানির প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি বলেন, মূলত কোরবানির ঈদকে সামনে রেখে এসব পশু আমদানি করা হবে ব্রাজিল থেকে। বাণিজ্য প্রতিমন্ত্রী আরও বলেন, পোশাক রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশকে যেন শুল্কমুক্ত সুবিধা দেওয়া হয় সে বিষয়ে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীকে আহ্বান জানানো হয়েছে। এর আগে রোববার সকাল সাড়ে ১০টায় দুদিনের সফরে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাওরো ভিয়েইরা ঢাকায় পৌঁছান।
০৭ এপ্রিল, ২০২৪

ড্রয়ে তুষ্ট ব্রাজিল
প্রীতি ম্যাচ হলেও প্রতিদ্বন্দ্বিতা আর নাটকীয়তার অভাব ছিল না। শুরুতেই রদ্রির পেনাল্টিতে এগিয়ে গিয়েছিল স্পেন। ইয়ামালের পাস থেকে ৩৬ মিনিটে দুর্দান্ত গোলে লিড ২-০ করেন দানি অলমো। ম্যাচ তখনই শেষ হওয়ার কথা। কিন্তু এ দলটা বদলে যাওয়া ব্রাজিল। যে দলে এন্দরিক নামে এক বিস্ময় বালক আছে। যে দলের নতুন কোচ দরিভাল জুনিয়র। কয়েকদিন আগে ওয়েম্বলিতে ইংল্যান্ডকে হারিয়ে যার অধ্যায় শুরু হয়েছে। মঙ্গলবার রাতে রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে তার দল স্পেনের বিপক্ষে ২-০-তে পিছিয়ে পড়েও ৩-৩-এ শেষ করবে, এতে আর আশ্চর্যের কী। সান্তিয়াগো বার্নাব্যুতে ‘ওয়ান স্কিন’ স্লোগান সামনে রেখে স্পেন আর ব্রাজিল প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল। বর্ণবাদের বিপক্ষে ভিনিসিয়ুসের লড়াইকে উৎসাহ দিতেই খেলা হয় প্রীতি ম্যাচটি। ভিনিসিয়ুস ভালো খেললেও গোল পাননি। দুই গোলে পিছিয়ে পড়ার পর ৪০ মিনিটে একটি গোল শোধ করেন রদ্রিগো। গোলটা ব্রাজিলকে উপহার দিয়েছে স্পেন। গোলরক্ষক উনাই সিমোনের হাস্যকর ভুলে ব্যবধান ২-১ করেন রদ্রিগো। দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরে ব্রাজিল। ৫০ মিনিটে দারুণ গোলটি করেন এন্দরিক। টানা তিন ম্যাচ হারের পর তার গোলেই ইংল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছিল ব্রাজিল। ওয়েম্বলিতে শনিবার রাতে ইংল্যান্ডকে তারা ১-০ গোলে হারিয়েছিল। একমাত্র গোলটি সেদিন করেন এন্দরিক। তার দাপটেই লম্বা সময় পর জয়ের মুখ দেখে পেলের দেশ। ইংল্যান্ডকে হারানোর আগে ব্রাজিল শেষ জয় পেয়েছিল গত বছরের সেপ্টেম্বরে। বিশ্বকাপের বাছাই পর্বে পেরুকে ১-০ গোলে হারিয়েছিল তারা। এরপর ভেনিজুয়েলার বিপক্ষে ১-১ গোলে ড্র করে। টানা তিন ম্যাচ হারের পর্ব শুরু হয় তারপর। ইংল্যান্ডের মাটিতে প্রীতি ম্যাচে জয় দিয়ে হারের পর্ব শেষ হয়েছিল। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের ৭১ মিনিটে রদ্রিগোর বদলে মাঠে নামেন এন্দরিক। মাঠে নামার ৯ মিনিট পর জয়সূচক গোলটি করেন তিনি। মঙ্গলবার রাতে শুরু থেকেই মাঠে ছিলেন বিস্ময় বালক। গোল করেছেন ৫০ মিনিটের মাথায়। ব্রাজিল প্রথমার্ধে তেমন পাত্তা পায়নি। তবে দ্বিতীয়ার্ধে খেলাটা গুছিয়ে নেয়। ৮৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন রদ্রিগো। স্পেন ভেবেই নিয়েছিল, জয় নিয়ে মাঠ ছাড়বে। কিন্তু শেষ বাঁশি বাজার আগেই ঘটে বিপত্তি। গালেনোকে ফাউল করেন কারভাহাল। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে স্পট কিকে পাকেতা গোল করতে ভুল করেননি। ব্রাজিলও হার এড়িয়ে দারুণ প্রত্যাবর্তনের স্বাক্ষর রেখে মাঠ ছেড়েছে। এরপর এন্দরিকের প্রশংসা করছেন সবাই। স্পেনের সংবাদমাধ্যম ‘মার্কা’ লিখেছে ‘বার্নাব্যুতে নিজেকে চিনিয়েছেন এন্দরিক।’ ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র বলেন, ‘এন্দরিক যদি নিজেকে পূর্ণ বিকশিত করতে পারে, তাহলে গ্রেটদের কাতারে নাম লেখাবে।’ পরিবার অন্তঃপ্রাণ এন্দরিকের মুখে শুধুই সৃষ্টিকর্তার নাম, ‘ম্যাচ শেষে পরিবারের সঙ্গে দেখা করেছি। কারণ যখন ভালো অবস্থায় ছিলাম না, সবাই সমালোচনা করছিল, তখন শুধু তারাই আমার পাশে ছিল। তাদের আমি সব সময়ই ধন্যবাদ জানাই এবং সৃষ্টিকর্তার চেয়ে গুরুত্বপূর্ণ কিছু নেই। তিনি ছাড়া আমি কিছুই না।’
২৮ মার্চ, ২০২৪
X