যুক্তরাজ্যের ভিসা সেবা দেবে ভিএফএস গ্লোবাল
বাংলাদেশসহ ১৪২ দেশে যুক্তরাজ্যের ভিসা ও সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন সেবা (ভিসিএএস) দেবে ভিএফএস গ্লোবাল। ২০২৪ সালে বিভিন্ন দেশে ২৪০টি সেবাকেন্দ্র স্থাপনের মাধ্যমে ৩৮ লাখ আবেদনকারীকে সেবা দেবে বিশ্বের শীর্ষস্থানীয় ভিসা, পাসপোর্ট ও নাগরিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানটি। নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যুক্তরাজ্যের ভিসা ও নাগরিকত্ব পরিষেবা দেওয়ার বৈশ্বিক চুক্তি পেয়েছে ভিএফএস গ্লোবাল। ২০২৪ সালে তারা বাংলাদেশসহ আফ্রিকা ও মধ্যপ্রাচ্য, আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউরোপ, এশিয়া এবং এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১৪২টি দেশে যুক্তরাজ্যের ভিসা ও ভিসিএএস সেবা দিতে ২৪০টি কেন্দ্র স্থাপন করবে। সেসব কেন্দ্রে সব ধরনের ভিসা আবেদনের পাশাপাশি যুক্তরাজ্যের পাসপোর্টের জন্যও আবেদন করা যাবে। কেন্দ্রগুলো প্রতি বছর ৩ দশমিক ৮ মিলিয়ন আবেদনকারীকে সেবা দেবে বলে ধারণা করা হচ্ছে। ভিএফএস গ্লোবালের প্রতিষ্ঠাতা ও সিইও জুবিন কারকারিয়া বলেন, ‘বিদেশে যুক্তরাজ্যের ভিসা গ্রাহকদের পরিষেবা দেওয়ার সুযোগ পাওয়ায় আমরা আনন্দিত। নতুন জায়গায় কার্যক্রম শুরু করতে পেরেও ভালো লাগছে। একই সঙ্গে গ্রাহকের নির্বিঘ্ন, সহজ ও সুরক্ষিত ভিসা এবং পাসপোর্টপ্রত্যাশীদের জন্য কাজ করতে পারব বলে উচ্ছ্বসিত।
১৩ ডিসেম্বর, ২০২৩
X