ভেনেজুয়েলা ফুটবল দলকে অপহরণের অভিযোগ
ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে গ্যালারিতে মারামারির পর বিশ্বকাপ বাছাইপর্বে ঝামেলায় জড়িয়েছে পেরু-ভেনেজুয়েলা। পেরু সরকারের বিরুদ্ধে নিজেদের জাতীয় দলকে ‘অপহরণ’ করার অভিযোগ তুলেছে ভেনেজুয়েলা।  মঙ্গলবার (২১ নভেম্বর) পেরুর রাজধানী লিমায় স্বাগতিকদের বিপক্ষে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে ভেনেজুয়েলা। তবে খেলার শেষে দেশে ফেরার জন্য ভেনেজুয়েলার ফুটবলারদের বহনকারী বিমানকে জ্বালানির অনুমতি দিতে অস্বীকার করে। আর এই জাল্বানি না দেওয়ার ঘটনাকে অপহরণ হিসেবে দেখছে ভেনেজুয়েলার নিকোলাস মাদুরো সরকার। সামাজিক যোগাযোগমাধ্যমে ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল লিখেছেন, ‘ভেনেজুয়েলার বিরুদ্ধে আরও একটি স্বেচ্ছাচারী কাজ করেছে পেরু। ফুটবলারদের দেশে ফেরার বিমানে জ্বালানি নিতে অনুমতি দেওয়া হচ্ছে না। আমাদের দল মাঠে ভাল খেলেছে বলে প্রতিশোধ অন্য ভাবে নেওয়া হচ্ছে। এটা এক ধরনের অপহরণ।’ | Durante el partido entre Perú y Venezuela, hinchas de La Vinotinto denunciaron que la Policía peruana "pretendía obligarlos" a cubrirse la franela Vinotinto en el Estadio Nacional de Lima: pic.twitter.com/z7wYSHvG9k — Alerta Mundial (@AlertaMundial2) November 22, 2023 পেরুর সরকার জানিয়েছে, ‘ভেনেজুয়েলা বাণিজ্যিক বিমান নিয়ে এসেছে। তাদের বিমানে জ্বালানি নিতে কোনো ধরনের নির্দেশ দেওয়া হয়নি। কিছু বিধিনিষেধ রয়েছে। এর উপর পেরু সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। সমস্যা সমাধানের দ্রুত চেষ্টা করা হচ্ছে।’ লিমার জর্জ শ্যাভেজ আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালনাকারী সংস্থাটি বলেছে, ফ্লাইট বিলম্বের ঘটনা জ্বালানি সরবরাহ সম্পর্কিত প্রশাসনিক কারণে ঘটেছে। নির্ধারিত সময়ের প্রায় চার ঘন্টা পরে রুটাকা এয়ারলাইন্সের বিমানটি স্থানীয় সময় রাত ২টা ৫৩ মিনিটে ভেনেজুয়েলার উদ্দেশে যাত্রা শুরু করে। পেরু-ভেনেজুয়েলা ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে পেরুর পুলিশকে দেখা গিয়েছে লাঠি নিয়ে ভেনেজুয়েলার ফুটবলারদের তাড়া করতে। এ ঘটনায় দু’দেশের কূটনৈতিক সম্পর্ক আরও জটিল হয়েছে। সম্প্রতি পেরুর সরকার একটি আইন করেছে। যেখানে সেদেশে বেআইনি অভিবাসীদের সে দেশ থেকে তাড়ানোর কথা বলা হয়েছে। দেশের আর্থিক মন্দার জেরে পেরুতে আশ্রয় নিয়েছেন ১৫ লাখ ভেনেজুয়েলার নাগরিক। 
২৩ নভেম্বর, ২০২৩
X