এবার মদিনায় ভারি বৃষ্টি, আকস্মিক বন্যা
মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের মদিনায় এবার ভারি বৃষ্টি হয়েছে। বৃষ্টির পর কিছু এলাকায় আকস্মিক বন্যা দেখা দেয়। সংযুক্ত আরব আমিরাত ও ওমানের পর সৌদি আরবেও দফায় দফায় একই ধরনের বৃষ্টি হচ্ছে। এতে ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন দেশটির সাধারণ মানুষ। এই খবর জানিয়েছে গালফ নিউজ।  জানা গেছে, সোমবার (২৯ এপ্রিল) ঝুম বৃষ্টিতে ভিজেছে পবিত্র নগরী মদিনার মসজিদে নববী। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, মসজিদে নববীতে বৃষ্টিতে ভিজে আনন্দ করছে শিশুরা। বৃষ্টির পরিমাণ এতই বেশি ছিল যে মসজিদটিতে যে ছাউনি আছে সেগুলো বেয়ে বেয়ে সজোরে পানি নিচে নেমে আসে। মদিনার আল ইসে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির পানিতে উপত্যকা এবং বিভিন্ন প্রাচীরে পানি উপচে পড়েছে। সৌদির জাতীয় আবহাওয়া কেন্দ্র মদিনার জন্য সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। তারা আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে, মদিনায় আরও বজ্রসহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইয়ে যেতে পারে। বর্তমান আবহাওয়া পরিস্থিতি দেশের অন্যান্য অঞ্চলগুলোতেও প্রভাব ফেলতে পারে। বৃষ্টিতে সৃষ্ট বন্যার পানিতে অনেক জায়গায় সাধারণ মানুষের গাড়ি ডুবে গেছে, অনেক জায়গায় রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে এবং অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষকে সহায়তায় জরুরি সেবার কর্মকর্তা ও কর্মচারীরা তাৎক্ষণিকভাবে কাজ শুরু করেছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।  মদিনা অঞ্চলের সিভিল ডিফেন্স অধিদপ্তর সাধারণ মানুষকে সতর্ক থাকার অনুরোধ করেছে। বৃষ্টির সময় উপত্যকা এবং জলাধারগুলো থেকে দূরে থাকার আহ্বানও জানিয়েছে তারা। এ ছাড়া কৃষিপণ্য পরিবহনের রাস্তা দিয়ে চলাচলের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
০১ মে, ২০২৪

এবার মক্কা ও মদিনায় ভারী বৃষ্টির পূর্বাভাস
এবার পবিত্র নগরী মক্কা ও মদিনায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সৌদি আরবের ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি (এনসিএম) এ পূর্বাভাস প্রচার করছে। খবর গালফ নিউজের।  পূর্বাভাসে বলা হয়, আগামী সপ্তাহ থেকে মক্কা ও মদিনায় ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে। এ দুই শহরে ৫০ থেকে ৬০ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি দক্ষিণ-পশ্চিম সৌদি আরবের বাহা, আসির ও জিজান এবং উত্তর-পশ্চিমের তাবুকসহ অন্যান্য অঞ্চলে বিস্তৃত হতে পারে। এ ছাড়া উত্তর রিয়াদ ও পূর্ব প্রদেশের পূর্বাঞ্চলেও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। মক্কা ও মদিনার বৃষ্টি শেষে মে মাসের প্রথম সপ্তাহে সেখানে বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ওই সময় বাসিন্দাদের সতর্ক থাকতে হবে। আবহাওয়াজনিত পরামর্শ মেনে চলা এবং সবাইকে নিরাপদ স্থানে থাকার আহ্বান জানানো হয়েছে। এর আগে আরবের কয়েকটি দেশে নজিরবিহীন বৃষ্টি শুরু হয়। ওমান, সংযুক্ত আরব আমিরাতের দুবাই বৃষ্টির পানিতে তলিয়ে যায়। সৌদি আরবের কয়েকটি স্থানেও প্রবল বৃষ্টি হয়। এতে বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। তলিয়ে যায় রাস্তা-ঘাটসহ বিভিন্ন এলাকা, এমনকি বিমানবন্দরও।
২৫ এপ্রিল, ২০২৪
X