দুই নবাগতকে নিয়ে এফডিসিতে জাঁকজমক মহরত
বিএফডিসিতে বহুদিন পর কোনো সিনেমার জাঁকজমক মহরত অনুষ্ঠিত হলো। সোমবার (১২ ফেব্রুয়ারি) রাতে বিএফডিসির প্রশাসন ভবনের সামনে বিরাট মঞ্চ তৈরি করে ‘মৃত্যু ১৯’ সিনেমার মহরত অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে নাচ ও গান পরিবেশন করা হয়। নবাগত শিশির সরদার ও রাজ রিপাকে নিয়ে জুটি করে সিনেমাটি নির্মাণ করছেন তানভীর হাসান।  শিশির সরদার বলেন, আমি একজন মানুষকে ভালোবাসি, তাকে ফলো করি তার মতো হতে চাই। তিনি হলেন নায়ক শাকিব খান। আমি এক দিন তার মতো হব। কোনো এক দিন সিনেমার মহরতে উনি আমার পাশে থাকবেন আশা করি। এই সিনেমাটি আমার স্বপ্নের একটি কাজ হতে যাচ্ছে। সবাই মিলে চেষ্টা করছি দর্শকের ভালোলাগার মতো কিছু একটা করতে। পরিচালক তানভীর ও নায়িকা রিপাও অনেক হেল্পফুল। আমার চাওয়া দর্শকরা সিনেমা হলে এসে আমাদের সিনেমাটি দেখবেন।  রাজ রিপা বলেন, স্বপ্ন দেখতাম এক দিন বড় করে এফডিসিতে আমার সিনেমার মহরত হবে। অনেক বড় আয়োজনে সেটি হচ্ছে। আজকে আমি নবাগত, এক দিন আমি সুপারস্টার হিসেবে নিজেকে এমন মঞ্চে দেখতে চাই। আমার সিনেমাগুলো মুক্তির অপেক্ষায়। কিন্তু সাংবাদিক ভাইয়েরা সিনেমা মুক্তির আগেই আমাকে নিয়ে সংবাদ প্রচার করে যে সাপোর্ট দিয়েছেন দেশের আনাচে-কানাচে মানুষ আমাকে চেনে।  শিগগিরই ‘মৃত্যু ১৯’ সিনেমাটির শুটিং শুরু হবে। নায়ক শিশির সরদার হাতে আঘাত পেয়েছেন। এখনো হাতে ব্যান্ডেজ। তবে সিনেমাতে তার চরিত্রটি অনেকটা এমন। তাই ভাঙা হাত নিয়েই সিনেমার শুটিং-এ অংশ নেবেন তিনি।
১৩ ফেব্রুয়ারি, ২০২৪
X