বিরতির পর মিলান ডার্বি
আন্তর্জাতিক বিরতি কাটিয়ে মাঠে ফিরছে ফুটবল। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে উত্তাপ ছড়াবে ইতালিয়ান লিগ। বিরতি কাটিয়েই মিলান ডার্বি দেখবেন ইতালির দর্শকরা। এদিন ল্যাজিওকে আতিথ্য দেবে জুভেন্তাস। মিলান ডার্বির আগে রোমাঞ্চিত রুবেন লুফটাস-চিক। চেলসি থেকে এসি মিলানে যোগ দেওয়া ২৭ বছর বয়সী মিডফিল্ডার নিজের প্রথম মিলান ডার্বির আগে বলেছেন, ‘ডার্বি সম্পর্কে সতীর্থদের কাছে জানতে চাচ্ছিলাম। তারা জানিয়েছেন, এ দ্বৈরথের হালচিত্র কোনো শব্দ দিয়ে বোঝানো সম্ভব নয়। এতেই আমি ডার্বি সম্পর্কে ধারণা পেয়েছি। এমন ম্যাচ খেলার জন্য আমার তর সইছে না। আমি জানি ম্যাচটা ক্লাব এবং সমর্থকদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এমন ম্যাচ খেলার জন্য সবাই স্বপ্ন দেখেন।’ ডার্বির আগে দুই দলের আত্মবিশ্বাস তুঙ্গে। ইতালিয়ান লিগে ৩ ম্যাচ থেকেই পূর্ণ পয়েন্ট সংগ্রহ করেছে ইন্টার মিলান ও এসি মিলান। পরিসংখ্যানে চোখ রাখলে এসি মিলানের তুলনায় ইন্টার অবশ্য এগিয়ে থাকবে। ৩ ম্যাচে ৮ গোল করা ইন্টারের জাল অক্ষত ছিল। সমান গোল করা এসি মিলান ৮ গোল করলেও হজম করেছে দুটি। রুবেন লুফটাস-চিকও সে কথাই বলছেন, ‘দুই দলের সূচনাই দারুণ হয়েছে। ইন্টার মিলান বেশি আত্মবিশ্বাসী।’ ডার্বির আগে ইন্টার গোলরক্ষক ইয়ান সোমার বলেছেন, ‘প্রতিপক্ষের ফরোয়ার্ডরা বিপজ্জনক! আমি তাদের গতিবিধি গভীরভাবে পর্যবেক্ষণ করেছি। সম্ভাব্য সব পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত রাখছি।’ প্রিমিয়ার লিগে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ম্যানচেস্টার ইউনাইটেডের সামনে। তারুণ্যদীপ্ত ব্রাইটনের সামনে রেড ডেভিলরা। লিগের শুরু থেকে দারুণ খেলতে থাকা ব্রাইটনকে শানিত করছে আনসু ফাতির অন্তর্ভুক্তি। এদিন লিভারপুল খেলবে ওলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে। ম্যানচেস্টার সিটি খেলবে ওয়েস্টহাম ইউনাইটেডের বিপক্ষে। অন্যান্য ম্যাচে মুখোমুখি হবে অ্যাস্টন ভিলা-ক্রিস্টাল প্যালেস, ফুলহ্যাম-লোটন টাউন, টটেনহাম-শেফিল্ড ও নিউক্যাসল-ব্রেন্টফোর্ড। আন্তর্জাতিক বিরতির পর প্রথম দিনই বুন্দেস লিগায় সাত ম্যাচ রয়েছে। যার প্রথমটি এরই মধ্যে হয়ে গেছে। গত রাতে বেয়ার লেভারকুসেনকে অতিথ্য দেওয়ার কথা ছিল জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের। অন্যান্য ম্যাচে এফসি কোলন-টিএসজি হোফেনহেইম, মেইনজ জিরো ফাইভ-ভিএফএল স্টুর্টগার্ট, আরবি লাইপজিগ-এফসি অসবুর্গ, এসসি ফ্রেইবুর্গ-বরুশিয়া ডর্টমুন্ড, উলসবার্গ-ইউনিয়ন বার্লিন এবং ভিএফএল বখুম-এইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট মুখোমুখি হবে। ফরাসি লিগ ওয়ানে বিরতি কাটিয়ে মাঠে নামছে চ্যাম্পিয়ন পিএসজি। কিলিয়ান এমবাপ্পের দলের প্রতিপক্ষ নিস। লিগের আরেক ম্যাচে লিলে খেলবে রেনের বিপক্ষে। ৪ ম্যাচ শেষে লিগ টেবিলের শীর্ষে আছে মোনাকো, দ্বিতীয় স্থানে রয়েছে পিএসজি। লা লিগায় গত রাতে রায়ো ভায়োকানোর মুখোমুখি হয়েছিল দেপোর্তিভো আলাভেজ। এদিন লা লিগায় উত্তাপ ছড়াবে ভ্যালেন্সিয়া-অ্যাতলেটিকো মাদ্রিদ ম্যাচ। এ ছাড়া লিগে আজ মুখোমুখি হচ্ছে অ্যাথলেটিক ক্লাব ও কাদিজ। আরেক ম্যাচে সেল্টা ভিগো খেলবে মায়োর্কার বিপক্ষে।
১৬ সেপ্টেম্বর, ২০২৩
X