বিচিত্র / চোরের হাত থেকে মোটরসাইকেল রক্ষায় হ্যান্ডকাফ!
চোরের হাত থেকে মোটরসাইকেল রক্ষায় হাইড্রোলিক লকসহ নানা ধরনের লক ব্যবহার করতে দেখা যায় বাইকারদের। কেউ কেউ ব্যবহার করেন জিপিএস ট্র্যাকারও। তবে মোটরসাইকেলের চাকায় তালার পরিবর্তে এবার দেখা গেল আসামির হ্যান্ডকাফ। এমনই এক অভিনব ঘটনার জন্ম দিয়েছেন শরীয়তপুরের এক পুলিশ সদস্য। নিজের শখের মোটরসাইকেল রক্ষায় বেছে নিয়েছেন অভিনব এ পন্থা। এরই মধ্যে এ ঘটনার বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। খোঁজ নিয়ে জানা যায়, মোটরসাইকেলটির মালিক পালং মডেল থানা পুলিশের সহকারী উপপরিদর্শক মাসুদ রানার। তিনি শরীয়তপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের শান্তিনগর এলাকার একটি বাসাবাড়িতে ভাড়া থাকেন। বর্তমানে ওই এলাকায় চলাচলের একমাত্র সড়কটিতে সংস্কার কাজ চলছে। এতে সড়কে গাড়ি চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। তাই নিরুপায় ওই পুলিশ সদস্যকে বাসার অদূরে মোটরসাইকেলটি রেখে আসতে হয়। এদিকে চুরি হওয়ার আশঙ্কায় গাড়িটির চাকায় আসামির হ্যান্ডকাফ ব্যবহার করেন তিনি। তবে তার মোটরসাইকেলের পেছনে কোনো নম্বর প্লেট নেই। শুধু লেখা রয়েছে পুলিশ। খান মুহাম্মদ শিহান নামে এক ফেসবুক ব্যবহারকারী মোটরসাইকেলের চাকায় হ্যান্ডকাপ লাগানো দুটি ছবি পোস্ট করেছেন, যেখানে তিনি লিখেছেন, ‘হাতকড়া ঝুলছে মোটরসাইকেলের হাইড্রোলিক প্লেটে।’ আর সেই পোস্টে অনেকে মজার মজার কমেন্টও করেছেন। মোটরসাইকেলে হ্যান্ডকাফ লাগানোর বিষয়ে আইন কী বলে? জানতে চাইলে জেলা জজ আদালতের অ্যাডভোকেট সহিদুল ইসলাম সজীব বলেন, বেঙ্গল পুলিশ রেগুলেশন, প্রবিধান ৩৩০-এ হাতকড়ার ব্যবহার সংক্রান্ত বিষয়ে বলা হয়েছে, হাতকড়া সব সময় ব্যবহার উপযোগী রাখতে হবে। কোনো পুলিশ সদস্য পেশাগত কাজ ছাড়া ব্যক্তিগত কাজে এটি ব্যবহার করতে পারবেন না। এ বিষয়ে জানতে চাইলে পুলিশ সদস্য মাসুদ রানা বলেন, মাঝেমধ্যেই অনেকের মোটরসাইকেল তালা ভেঙে চোররা চুরি করে নিয়ে যায়। আমার বাসার সামনে কাজ চলমান থাকায় মোটরসাইকেলটি বাসায় নিতে পারি না। তাই চুরি এড়াতে মোটরসাইকেলটি হাতকড়া দিয়ে তালা মেরে রাখি। বিষয়টি জানতে জেলা সুপার মো. মাহবুবুল আলমকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি আপনার মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। যদি এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকে, সেক্ষেত্রে অভিযুক্তের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
০৮ মে, ২০২৪

১৫০ উপজেলায় ৩ দিন মোটরসাইকেল চলাচল বন্ধ
উপজেলা পরিষদে প্রথম ধাপের নির্বাচন আগামী ৮ মে অনুষ্ঠিত হবে। এই ধাপে ১৫০ উপজেলায় ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)। ভোট উপলক্ষে তিন দিনের জন্য মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইসি। ইসির নির্দেশনা পেয়ে তিন দিন মোটরসাইকেল বন্ধ রাখতে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। রোববার (৫ মে) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সহকারী সচিব মো. জসিম উদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি সংশ্লিষ্ট সবাইকে পাঠানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ৮ মে ষষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৩২ ধারা অনুযায়ী, নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিবসের পূর্ববর্তী মধ্যরাত অর্থাৎ ৭ মে মধ্যরাত ১২টা থেকে ৮ মে মধ্যরাত ১২টা পর্যন্ত ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা থাকবে। এদিকে ৬ মে মধ্যরাত ১২টা থেকে ৯ মে ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকবে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, যানজট নিরসন ইত্যাদি প্রয়োজনে বাস্তবতার নিরিখে ও স্থানীয় বিবেচনায় উল্লিখিত যানবাহন ছাড়াও উক্তরূপে যে কোনো যানবাহন চলাচলের ওপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে। এ নিষেধাজ্ঞা রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী/তাদের নির্বাচনী এজেন্ট, দেশি/বিদেশি পর্যবেক্ষকদের (পরিচয়পত্র থাকতে হবে) ক্ষেত্রে শিথিলযোগ্য। এছাড়া, নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি/বিদেশি সাংবাদিক (পরিচয়পত্র থাকতে হবে) নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক এবং কতিপয় জরুরি কাজ যেমন-অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য উল্লিখিত যানবাহন চলাচলের ক্ষেত্রে উক্ত নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। জাতীয় মহাসড়ক, বন্দর ও জরুরি পণ্য সরবরাহসহ অন্যান্য জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এরূপ নিষেধাজ্ঞা শিথিল করতে পারবেন। যানবাহনসমূহ চলাচলের ওপর বর্ণিত সময়সূচি অনুযায়ী নিষেধাজ্ঞা আরোপের জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসককে ক্ষমতা দেওয়া হয়েছে। উল্লেখ্য, দ্বিতীয় ধাপে ১৬০ উপজেলায় নির্বাচন ২১ মে। তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ২৯ মে ও চতুর্থ ধাপে ৫৫ উপজেলায় ৬ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ২২টি, দ্বিতীয় ধাপে ২৪টি, তৃতীয় ধাপে ২১ ও চতুর্থ ধাপে দুটি উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে।
০৫ মে, ২০২৪

বেপরোয়া মোটরসাইকেল কেড়ে নিল পথচারীর প্রাণ
চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় মো. মিনহাজ (৩৬) নামের এক পথচারী নিহত হয়েছেন। শুক্রবার (৪ মে) সন্ধ্যায় আউটার রিং রোডের খেজুরতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. মিনহাজ রাউজান থানার সুলতানপুর ইউনিয়নের মো. শওকত আবু বক্করের ছেলে। পুলিশ জানিয়েছে, ওই মোটরসাইকেলের চালকসহ মিনহাজের সঙ্গে ঘুরতে আসা এক কিশোরীও আহত হয়েছেন। আহতরা হলেন, হালিশহর থানার সবুজবাগ নন্দন মহাজন বাড়ির আবু জয়নাল আবেদীনের ছেলে হেনা মাহমুদ (২৬) ও আনোয়ারা থানার চাতুরী চৌমুহিনী এলাকার গিয়াস উদ্দীন টিটুর মেয়ে ফাতেমা আক্তার (২২)। পতেঙ্গা থানার ওসি কবিরুল ইসলাম কালবেলাকে বলেন, রিং রোডের খেজুরতলা এলাকায় রাস্তা পার হওয়ার সময় হঠাৎ বেপরোয়া গতিতে আসা একটি মোটরসাইকেল দুজন পথচারীকে ধাক্কা দিলে বাইক আরোহীসহ তিনজনই রাস্তার ওপর ছিটকে পড়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পায়। স্থানীয় লোকজন তাদের আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে গেলে মিনহাজকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।   দুর্ঘটনায় আহত হওয়া ২২ বছরের কিশোরী ফাতেমা আক্তারের বাবা সাংবাদিক ও গীতিকার গিয়াস উদ্দীন টিটু কালবেলাকে বলেন, আমার মেয়ের অবস্থা খুবই গুরুতর। মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরতর আঘাত পেয়েছে। সে এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে, ওই মোটরসাইকেলের চালক হেনা মাহমুদকে বর্তমানে নগরীর বেসরকারি পার্ক ভিউ হাসপাতালে আইসিইউতে ভর্তি করানো হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নুরুল আলম আশেক কালবেলাকে বলেন, আহত তিনজনকে হাসপাতালে আনা হলে মিনহাজকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তার মরদেহ স্বজনদের হস্তান্তর করা হয়েছে। আহতদের মধ্যে কিশোরী ফাতেমা আক্তারের চিকিৎসা চলছে। তিনি গুরতর আহত হয়েছেন।
০৫ মে, ২০২৪

মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ৪
জামালপুরে সরিষাবাড়ীতে সিএনজি ওভারটেক করতে গিয়ে পাশাপাশি দুই মোটরসাইকেলের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শুক্রবার (৩ মে) দুপুরে উপজেলার মহাদান ইউনিয়নের দিগপাইত-ভূয়াপুর সড়কের খলিলের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফজলুল হক (১৮) উপজেলার ভাটারা ইউনিয়নের কটুরিয়া গ্রামের আবু সামার ছেলে। এ ছাড়াও একই ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহতদের একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুইজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।  আহতরা হলেন- উপজেলার ভাটারা ইউনিয়নের কটুরিয়া গ্রামের সাগর, মহাদান ইউনিয়নের মহাদান গ্রামের লাফি, জনি, সজীব।  বিষয়টি নিশ্চিত করেছেন সরিষাবাড়ী থানা পুলিশের এসআই শহিদুর রহমান। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করার প্রস্তুতি চলছে।‌ স্থানীয়রা জানান, ফজলুল হক তার বন্ধু সাগর, লাফি, জনি এবং সজীবকে সঙ্গে নিয়ে দুটি মোটরসাইকেল করে দিগপাইতের দিকে যাচ্ছিল। পথিমধ্যে দিগপাইত-ভূয়াপুর সড়কের খলিলের মোড় এলাকায় একটি সিএনজিকে ওভারটেক করতে গিয়ে পাশে থাকা বন্ধুর মোটরসাইকেলের ধাক্কা লেগে বোরো ধান ক্ষেতে পড়ে যায়। এতে এ ঘটনায় ৫ জনই আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেয়। তাদের ৫ জনের মধ্যে তিনজনের অবস্থা অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ফজলুল হক মারা যায়।  এ বিষয়ে সরিষাবাড়ী থানার ওসি মুশফিকুর রহমান বলেন, বাইক এক্সিডেন্টে ৫ জন আহত হয়। তাদের মধ্যে ফজলুল হক নামে একজন মারা গেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
০৩ মে, ২০২৪

প্রার্থীর আজব কাণ্ড, মোটরসাইকেল গাছে ঝুলিয়ে প্রচার
পাকা রাস্তা সংলগ্ন বড় একটি রেইন্ট্রি গাছের ডালে রশি দিয়ে বেঁধে একটি মোটরসাইকেল ঝুলিয়ে রাখা হয়েছে। মরিচ বাতি পেঁচিয়ে করা হয়েছে আলোকসজ্জাও। উৎসুক জনতা এই দৃশ্য দেখার জন্য সেখানে ভিড় করছেন। আস্ত একটি মোটরসাইকেল এভাবে গাছে ঝুলানো হয়েছে অন্য কোনো কারণে নয়, নির্বাচনে প্রচারের জন্য এমন কাণ্ড ঘটিয়েছেন সমর্থকরা। নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের আকৃষ্ট করতে অনেক সময় অভিনব ও বিচিত্র ধরনের প্রচার করতে দেখা যায়। তেমনি মোটরসাইকেল গাছে ঝুলিয়ে অভিনব প্রচার করতে দেখা গেছে রংপুরের পীরগাছা উপজেলায়। উপজেলা চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীকে নির্বাচন করা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন ও তার সমর্থকরা মোটরসাইকেলটি গাছে ঝুলিয়েছেন। ভোটারদের আকৃষ্ট করতে তাদের এই অভিনব পন্থা বেশ কাজেও দিয়েছে। উৎসুক জনতা নিজেরাই আসছেন গাছে ঝুলানো আলোকসজ্জা করা এই মোটরসাইকেল দেখতে। তারা বলছেন, এমন বিচিত্র প্রচার তারা এর আগে কখনো দেখেননি। মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেলে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের পরান এলাকায় গিয়ে দেখা যায়, পাকা রাস্তা সংলগ্ন বড় একটি রেইন্ট্রি গাছের ডালে মোটা রশি দিয়ে বেঁধে একটি মোটরসাইকেল ঝুলিয়ে রাখা হয়েছে। মরিচ বাতি পেঁচিয়ে করা হয়েছে আলোকসজ্জা। উৎসুক জনতা এই দৃশ্য দেখার জন্য সেখানে ভিড় করছেন। এ সময় স্থানীয় আমজাদ আলী কালবেলাকে বলেন, এই এলাকার মিলন ভাইয়ের সমর্থকরা তাকে ভালোবেসে এই মোটরসাইকেলটি গাছে টানিয়ে রেখেছে। এটা দেখে ভোটাররা যাতে আকৃষ্ট হয়। আব্দুর রউফ নামে একজন বলেন,  ভোটকে কেন্দ্র করে এখানকার মানুষ আনন্দ করছেন, ফূর্তি করছেন। মানুষকে উৎসাহ উদ্দীপনা দিতে আমরা এই মোটরসাইকেলটি টানিয়ে দিয়েছি। তরুণ ভোটার মো. রাকিবুল ইসলাম বলেন, এই এলাকায় ভোটকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। প্রচারের অংশ হিসেবে এখানে মোটরসাইকেলটাকে গাছে উত্তোলন করা হয়েছে। যাতে এই রাস্তা দিয়ে চলাচল করার সময় মানুষ এটা দেখে বুঝতে পারে এখানকার মানুষ মিলন ভাইকে কতটা ভালোবাসে। আমার জানা মতে, এই উপজেলায় এ রকম বিচিত্র প্রচারে আর কেউ করেনি। রিয়াজুল ইসলাম নামে এক ভোটার বলেন, আমাদের এলাকায় মোটরসাইকেলের ভোট বেশি। এলাকার ছেলেরা উদ্বুদ্ধ হয়ে ৪-৫ দিন ধরে এই মোটরসাইকেলটি গাছে টানিয়ে রেখেছে। রাতের বেলা মরিচ বাতি জ্বলে। খুব সুন্দর লাগে। মানুষ দূর-দূরান্ত থেকে দেখতে আসে, ছবি তোলে, ফেসবুকে ছাড়ে, বিষয়টি ভালো লাগছে। বিষয়টি নিয়ে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন বলেন, ভোট মানেই আনন্দ উৎসব। ভোটে যখন জনগণের অংশগ্রহণ থাকে। প্রতিযোগী ও প্রতিদ্বন্দ্বিতা থাকে। তখন সেই ভোট উৎসবে পরিণত হয়। আমার কর্মী, সমর্থক ও ভোটাররা আমাকে ভালোবেসে মোটরসাইকেল গাছে ঝুলিয়ে রেখেছে। এটা তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ। আমাকে ভালোবেসে যারা এক অভিনব কাজটি করেছেন তাদের প্রতি আমি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাই।  পীরগাছা উপজেলায় চেয়ারম্যান পদে আব্দুল্লাহ আল মাহমুদ মিলন ছাড়াও আনারস প্রতীকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন, দোয়াত কলম প্রতীকে কেন্দ্রীয় যুবলীগের সহসম্পাদক মনোয়ারুল ইসলাম মাসুদ, ঘোড়া প্রতীকে উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান আবু নাসের শাহ মাহবুবার রহমান নির্বাচন করছেন।  ভোটের আর মাত্র কয়েক দিন বাকি। ভোটকে কেন্দ্র করে কর্মী সমর্থকদের এই যে আবেগ, উচ্ছ্বাস তা যেন নির্বাচনকে উৎসবে রূপ দিয়েছে। ভোটের ফল যাই হোক না কেন এমন উৎসবমুখর পরিবেশ যেন শেষ দিন পর্যন্ত থাকে, এমনটাই প্রত্যাশা সাধারণ ভোটারদের।
০৩ মে, ২০২৪

উপজেলা নির্বাচন / মোটরসাইকেল ঝুলছে গাছের ডালে!
নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসে, ততই জমে ওঠে প্রচার-প্রচারণা। ভোটারদের আকৃষ্ট করতে অনেক সময় নেওয়া হয় অভিনব কৌশল। আগামী ৮ মের উপজেলা নির্বাচন উপলক্ষে তেমনই এক অভিনব প্রচার চালাতে দেখা গেছে রংপুরের পীরগাছায়। এ উপজেলায় চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীকে প্রার্থী হওয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলনের পক্ষে রাস্তায় চলা বাস্তব মোটরসাইকেল গাছে ঝুলিয়ে আলোকসজ্জা করে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছেন তার সমর্থকরা। এরই মধ্যে ব্যতিক্রমী এ উদ্যোগ এলাকার মানুষের মাঝে সাড়া ফেলেছে। গত মঙ্গলবার বিকেলে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের পরান এলাকায় গিয়ে দেখা যায়, পাকা রাস্তা সংলগ্ন বড় একটি রেইন্ট্রি গাছের ডালে মোটা রশি দিয়ে বেঁধে একটি মোটরসাইকেল ঝুলিয়ে রাখা হয়েছে। মরিচ বাতি পেঁচিয়ে করা হয়েছে আলোকসজ্জা। উৎসুক জনতা এ দৃশ্য দেখার জন্য সেখানে ভিড় করছেন। স্থানীয় আমজাদ আলী কালবেলাকে বলেন, এ এলাকার মিলন ভাইয়ের সমর্থকরা তাকে ভালোবেসে এ মোটরসাইকেলটি গাছে ঝুলিয়ে রেখেছেন। এটি দেখে ভোটাররা যাতে আকৃষ্ট হন। আব্দুর রউফ নামে একজন বলেন, ভোট কেন্দ্র করে এখানকার মানুষ আনন্দ করছেন, ফূর্তি করছেন। মানুষকে উৎসাহ উদ্দীপনা দিতে আমরা এ মোটরসাইকেলটি গাছে ঝুলিয়ে দিয়েছি। মোটরসাইকেল প্রতীকের প্রার্থী মিলন কালবেলাকে বলেন, ভোট মানেই আনন্দ উৎসব। আমার সমর্থকরা আমাকে ভালোবেসে মোটরসাইকেল গাছে ঝুলিয়ে রেখেছেন। এটা তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ। তিনি আরও বলেন, ভোটের পরিবেশ ভালো। আমরা সব প্রার্থী মিলে নির্বাচনী পরিবেশ সুন্দর রাখার চেষ্টা করছি।
০৩ মে, ২০২৪

ঝালকাঠিতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
ঝালকাঠির রাজাপুরে বাসচাপায় স্টারশিপ কোম্পানির বিক্রয় প্রতিনিধি রবিউল ইসলাম সাদ্দাম (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (২৮ এপ্রিল) রাত পৌনে ৯টার দিকে ঝালকাঠি জেলার রাজাপুর-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের কৈবর্তখালী সমবায় ক্লাব বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।   নিহত সাদ্দাম উপজেলার পশ্চিম পটুয়াখালী খায়েরহাট গ্রামের মো. ইউনুস হাওলাদারের ছেলে। সাদ্দাম স্টারশিপ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিল। তিনি এক পুত্রসন্তানের জনক। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, সাদ্দাম মোটরসাইকেল চালিয়ে রাজাপুর থেকে বাড়ি যাচ্ছিল পথে ক্লাব স্ট্যান্ডে ভান্ডারিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী বেপরোয়া গতির ইসলাম পরিবহন চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এরপর রাজাপুর ফায়ার সার্ভিস ও পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতের চাচাতো ভাই ইমন বলেন, সাদ্দাম ভাই কাজ শেষ করে প্রতিদিনের মতো বাড়িতে যাচ্ছিল পথে তাকে ইসলাম পরিবহন চাপা দিয়ে শেষ করে দিল। তার এক বছরের রহমত নামে একটা শিশুসন্তান রয়েছে। নিহতের ছোট ভাই আবুল কালাম বলেন, কে যেন কল দিয়ে বলে ক্লাব স্ট্যান্ডে চলে আসো তোমার ভাই এক্সিডেন্ট করেছে। এসে দেখি ভাই আমার দুনিয়াতে নাই। ইসলাম পরিবহন এমনভাবে চাপা দিয়ে গেল আমার ভাইয়ের মুখটাও দেখা যায় না। মাথার ঘিলু ও বাম হাত আলাদা হয়ে গেছে। পুটিয়াখালী ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. কালাম সিকদার বলেন, সাদ্দাম অনেক শান্ত ও ভালো মনের মানুষ ছিল। ক্লাব স্টান্ডে মেসার্স ফরাজী স’মিল ও রাইস মিলের সামনে রাস্তায় ভ্যান গাড়ি রেখে গাছ নামানোর কারণে সাদ্দাম মোটরসাইকেল চালিয়ে যেতে পারেননি। যার জন্য ইসলাম পরিবহন তাকে চাপা দিয়ে চলে যায়। রাস্তায় এই ভ্যানগাড়িটি না থাকলে এমন মর্মান্তিক ঘটনা ঘটত না। স্থানীয়দের বরাত দিয়ে রাজাপুর থানার পরিদর্শক ফিরোজ আলম জানান, ঢাকাগামী বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাস চাপা দিলে মোটরসাইকেল আরোহী ওই ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। ঘাতক বাসটিকে শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি নিশ্চিত করে রাজাপুর থানার ওসি আতাউর রহমান বলেন, ঘটনাস্থানে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মোটরসাইকেল ও ভ্যান গাড়িটি জব্দ করা হয়েছে। ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ সুরতহাল করার পরে পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
২৯ এপ্রিল, ২০২৪

সাতক্ষীরায় ভোট চলাকালীন ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন
সাতক্ষীরা সদর উপজেলার আলোচিত আলিপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন চলাকালীন আচরণবিধি ভঙ্গ করে মোটরসাইকেল শোডাউন করেছে ছাত্রলীগ।  রোববার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে জেলা ছাত্রলীগ সভাপতি আশিকুর রহমান আশিক অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে ভোটকেন্দ্রের সামনে মহড়া দেন। এ সময় বিভিন্ন ধরনের দলীয় স্লোগান দেন ছাত্রলীগ নেতারা। তবে নির্বাচন কমিশনের স্থানীয় সরকার নির্বাচন আচরণ বিধিমালা অনুযায়ী, ভোটকেন্দ্রের আশপাশে কোনো প্রকার মিছিল কিংবা শোডাউন করা যাবে না। এ ব্যাপারে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী বলেন, ভোটকেন্দ্রের ভেতরে বা বাইরে কোনো অবস্থাতেই কোনোরকম মোটরসাইকেল শোডাউন দেওয়ার সুযোগ নেই। এ ঘটনায় এখনই ব্যবস্থা নেওয়া হবে।  উল্লেখ্য, রোববার সকাল ৮টা থেকে উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরার সদর উপজেলার আলিপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। ইউনিয়নের ১০টি কেন্দ্রে ৭২টি কক্ষে ২৫ হাজার ১১৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে সাতক্ষীরা জেলা বিএনপির সদ্য বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ, আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়াসহ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন, সংরক্ষিত নারী সদস্য পদে ৯ জন ও সাধারণ সদস্য পদে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার্থে তিনজন নির্বাহী ম্যাজিস্টেট্র, এক প্লাটুন বিজিবি, বিপুল সংখ্যক পুলিশ, র‌্যাব ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
২৮ এপ্রিল, ২০২৪

বনানীতে বাসে আগুন, প্রাণ গেল সেই মোটরসাইকেল চালকের
রাজধানীর বনানীর নৌ সদর দপ্তরের সামনে একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে সেটিকে টেনেহিঁচড়ে নিয়ে পালানোর সময় যাত্রীবাহী বাসে আগুন ধরে যায়। ধারণা করা হচ্ছে, বাসের নিচে চাপা পড়া মোটরসাইকেলটির তেলের ট্যাঙ্ক রাস্তায় ঘর্ষণের ফলে তেল বেরিয়ে আগুন ধরে যায়।  খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে জে কে এন্টারপ্রাইজ কোম্পানির বাসটি পুড়ে যায়।  এ ঘটনায় আহত মোটরসাইকেলটির চালক রাতে শ্যামলীর স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বনানী থানার ওসি কাজী সাহান হক বিষয়টি নিশ্চিত করেন। যদিও নিহত মোটরসাইকেল চালকের নাম-পরিচয় জানা যায়নি। গতকাল শনিবার বাস ইউটার্ন নেওয়ার সময় বাসের নিচে চলন্ত মোটরসাইকেল ঢুকে পড়ায় আগুন ধরে যায় বাসটিতে। মোটরসাইকেল চালককে উদ্ধার করে হাসপাতালে নেন পথচারীরা। গতকাল শনিবার বিকেল ৪টা ২ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট বনানীতে গিয়ে আগুন নেভায়। প্রত্যক্ষদর্শী এক ট্রাফিক পুলিশ বলেন, বনানী ফ্লাইওভার থেকে নামার সময় বাসটি একটি মোটরসাইকেলকে চাপা দেয়। মোটরসাইকেল আরোহী ছিটকে দূরে পড়ে যান। মোটরসাইকেলটি বাসের নিচে পড়লে সেটিকে বহুদূর টেনে নিয়ে যায় বাসটি। এ সময় রাস্তার সঙ্গে মোটরসাইকেলের তেলের ট্যাংকের সংঘর্ষে আগুন ধরে যায়। আগুন দ্রুত বাসে ছড়িয়ে পড়ে। যাত্রীরা নামতে পারলেও বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। কুর্মিটোলা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন ম্যানেজার শফিকুল ইসলাম বলেন, সড়কের সঙ্গে ঘর্ষণের ফলে মোটরসাইকেলের ট্যাংক ফেটে বাসটিতে আগুন ধরে যায়।
২৮ এপ্রিল, ২০২৪

সিলেটে ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
সিলেটের জকিগঞ্জে ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৭ এপ্রিল) দিবাগত রাত পৌনে ১২টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) ইয়াহিয়া আল মামুন। নিহতরা হলেন- বারঠাকুরী ইউনিয়নের বারঠাকুরী গ্রামের মৃত আব্দুল শুক্কুরের ছেলে কালিগঞ্জ বাজারের ব্যবসায়ী দেলোয়ার হোসেন (৩৬), ছাদ উদ্দিনের ছেলে ও উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরীর ব্যক্তিগত সহকারী রেদোয়ান হোসেন (২৬) ও সোনাসার বাজারের ব্যবসায়ী মো. মঞ্জুর হোসেন (২৪)। স্থানীয়রা জানান, মোটরসাইকেলে করে সোনাসার থেকে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন ওই তিনজন। পথে জকিগঞ্জ-সিলেট সড়কের বারঠাকুরী গ্রামের কাছে ইটভাটার সামনে থাকা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তিন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। সেখান থেকে তাদের উদ্ধার করে রাবেয়া খাতুন চৌধুরী হাসপাতালে নেওয়া হয়। এ সময় রেদোয়ান ও মঞ্জুরকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয়দের ধারণা ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে।  অপরদিকে চিকিৎসার জন্য দেলোয়ার হোসেনকে সিলেটে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) ইয়াহিয়া আল মামুন জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
২৮ এপ্রিল, ২০২৪
X