কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রীকে রাজকীয় ক্ষমা করতে যাচ্ছে মালয়েশিয়া
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রজাককে রাজকীয় ক্ষমা করতে যাচ্ছে দেশটি। চলতি মাসের তৃতীয় সপ্তাহে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হতে যাচ্ছে। বুধবার ( ১০ জানুয়ারি) সম্প্রচারমাধ্যম চ্যানেল নিউজ এশিয়ার (সিএনএ) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  মালয়েশিয়ার সাবেক এ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দেশটির রাষ্ট্রীয় তহবিল ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাদের (ওয়ানএমডিবি) কোটি কোটি ডলার দুর্নীতির অভিযোগ রয়েছে। এজন্য দেশটির আদালত ২০২০ সালের ২৮ জুলাই তাকে ১২ বছরের কারাদণ্ড দেন আদালত। একই সময়ে তাকে প্রায় পাঁচ কোটি মার্কিন ডলার জরিমানা করা হয়। যদিও শুরু থেকেই অভিযোগের বিষয়ে নিজেকে  নির্দোষ দাবি করে আসছেন নাজিব রজাক।  সিএনএ জানিয়েছে, রাজকীয় ক্ষমার এ বোর্ডে উপদেষ্টা হিসেবে রয়েছেন দেশটির রাজা। এছাড়া বোর্ডের সাথে আরও সংযুক্ত রয়েছেন দেশটির অ্যাটর্নি জেনারেল ও সরকারি কর্মকর্তারা। জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে এ বোর্ডের সভা হওয়ার কথা রয়েছে। যেখানে নাজিব রজাকের বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হতে পারে।  চ্যানেল নিউজ এশিয়ার পক্ষ থেকে এমন দাবি করা হলেও বিষয়টি যাচাই করতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স।  সরকারি মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী ফাহমি ফাদজিল বিষয়টি নিয়ে মন্তব্য করতে অস্বীকার করেছেন। তিনি বলেন, নাজিবের ক্ষমার বিষয়ে যেকোনো সিদ্ধান্ত রাজা ও বোর্ডের অধিকার।  রাজকীয় ক্ষমার এ বোর্ডের সদস্য অ্যাটনি জেনারেলও। তবে তিনিও বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।  মালয়েশিয়ায় রাজকীয় ক্ষমার ক্ষেত্রে মূলত আনুষ্ঠানিক ভূমিকা পালন করেন দেশটির রাজা। ফেডারেল সংবিধান দ্বারা প্রদত্ত ক্ষমতার মাধ্যমে তিনি দোষীদের ক্ষমা করতে পারেন। 
১০ জানুয়ারি, ২০২৪
X