রামপাল বিদ্যুৎ কেন্দ্রে হামলায় গ্রেপ্তার ১২
বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ডাকাতির চেষ্টা ও হামলার ঘটনায় ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৪০ জনকে আসামি করে মামলা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে আনসার ব্যাটালিয়ন হাবিলদার শহিদুল ইসলাম রামপাল থানায় মামলা করেন। এরই মধ্যে ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রামপাল থানার ওসি সৌমেন দাস বলেন, মামলার আগেই বৃহস্পতিবার রাতে সন্দেহভাজন হিসেবে তাদের আটক করা হয়েছিল। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তাররা হলেন মানিক শেখ, ফজলু গাজী, সলাম শেখ, মনি গাজী, নূর নবী শেখ, আসাদ মোল্লা, মো. আব্দুল্লাহ, মো. বায়জিদ, রুবেল শেখ, মানজুর গাজী ও আছাবুর গাজী। তাদের মধ্যে ঘটনার দিন গুলিবিদ্ধ আছাবুর গাজী পুলিশ হেফাজতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বাকিদের গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এজাহারে বলা হয়েছে, বুধবার রাতে কেন্দ্রের ম্যাটারিয়াল ইয়ার্ডের ৩ নম্বর টাওয়ারের সীমানা প্রাচীর কেটে ৫০ থেকে ৬০ জন সশস্ত্র ডাকাত দল ভেতরে প্রবেশ করতে দেখে নিরাপত্তাকর্মীরা চিৎকার দেন। এ সময় অস্ত্রধারীরা নিরাপত্তাকর্মী ও আনসার সদস্যদের ওপর হামলা করে। এতে নিরাপত্তা সুপারভাইজার আকরাম, প্রহরী শেখ সাইদুল ইসলাম, মিন্টু বৈরাগী, ব্রজেন মণ্ডল ও আনসার ব্যাটালিয়ন হাবিলদার কামাল পাশা গুরুতর আহত হয়। তখন কামাল পাশা নিজের এসএমজি দিয়ে ৩০ রাউন্ড গুলি ছুড়লে অস্ত্রধারীরা পালিয়ে যায়। যাওয়ার সময় তারা ৯০ হাজার টাকা মূল্যের দেড় হাজার কেজি লোহা নিয়ে যায়।
০৬ এপ্রিল, ২০২৪

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে সন্ত্রাসী হামলার ঘটনায় আটক ১১
বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের আবাসিক ভবনের গেটে সন্ত্রাসীদের হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ১১ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ এপ্রিল) বেলা ১১টার দিকে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এটি কোনো ডাকাতির ঘটনা নয়। চক্রের সদস্যরা মূলত বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন ম্যাটেরিয়াল চুরি করতে এসেছিল। ঘটনার পর বিদ্যুৎকেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনারয় জড়িত প্রকৃত আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এর আগে বুধবার (৩ এপ্রিল) রাত ১১টার দিকে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের আবাসিক ভবনের গেটে সন্ত্রাসীদের হামলায় এক আনসার সদস্যসহ ৫ নিরাপত্তাকর্মী আহত হন। এ সময় গুলিবিদ্ধ আশাবুল গাজী (২০) নামে এক ডাকাতকে আটক করেন আনসার সদস্যরা। পরে আহত আনসার সদস্য ও গুলিবিদ্ধ ডাকাতকে খুলনায় এবং চার নিরাপত্তাকর্মীকে রামপাল হাসপাতালে ভর্তি করা হয়। আনসার ব্যাটালিয়ান-৩ এর পরিচালক মোল্লা আবু সাইদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বুধবার রাতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের মেটেরিয়াল ইয়ার্ডের ৩নং টাওয়ারের পাশ থেকে একটি সন্ত্রাসী দল চুরির উদ্দেশ্যে প্রবেশ করে নিরাপত্তারক্ষীদের ওপর হামলা চালায়। ঘটনার খবর পেয়ে বিদ্যুৎকেন্দ্রে নিয়োজিত আনসার ব্যাটালিয়ন সদস্যরা চোরদের ধাওয়া করে। এ সময় চক্রের সদস্যরা আনসারদের ওপর হামলা করলে নিরাপত্তার স্বার্থে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনসার সদস্যরা ফাঁকা গুলি ছুড়ে। এ সময় ওই চক্রের আশাবুল গাজী নামে এক সসদ্য গুলিবিদ্ধ হলে চক্রের সদস্যরা পালিয়ে যায়। চক্রটির হামলায় সেন্ট্রি সিকিউরিটি সুপারভাইজার আকরাম, সাইদুল ইসলাম, মিন্টু বৈরাগী, ব্রজেন মন্ডল ও আনসার সদস্য কামাল পাশা আহত হন। আহতদের বিদ্যুৎ কেন্দ্রের নিরাময় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও খুলনা মেডিকেলে ভর্তি করা হয়।
০৫ এপ্রিল, ২০২৪

রামপাল বিদ্যুৎকেন্দ্রে ডাকাতের হানা আটক ১১
বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র থেকে মালপত্র ডাকাতির চেষ্টার সময় বাধা দিতে গেলে হামলার শিকার হন সেখানকার নিরাপত্তাকর্মীরা। এ সময় আনসার সদস্যসহ ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। গত বুধবার রাত ১১টার দিকে বিদ্যুৎকেন্দ্রের উত্তর-পশ্চিম কোণের (মেটেরিয়াল ইয়ার্ড) ৩নং টাওয়ার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ এ পর্যন্ত ১১ জনকে আটক করেছে। আহতরা হলেন সেন্ট্রি সিকিউরিটি সার্ভিস লিমিটেডের (এসএসএসএল) নিরাপত্তা সুপারভাইজার আকরাম (৫৫), সাইদুল ইসলাম (৩৭), মিন্টু বৈরাগী (৪০), ব্রজেন মণ্ডল (৩০) ও আনসার ব্যাটালিয়নের হাবিলদার কামাল পাশা (৩৮)। তাদের উদ্ধার করে প্রথমে বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরীণ চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়। পরে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহত ব্রজেন মণ্ডল ও আনসার সদস্য কামাল পাশাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জানা যায়, সেন্ট্রি সিকিউরিটি সার্ভিস লিমিটেড (এসএসএসএল) নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা ঘটনার সময় বিদ্যুৎকেন্দ্রের ওই এলাকায় দায়িত্বে ছিলেন। কয়েকজনকে রডসহ বিভিন্ন মালপত্র নিয়ে যেতে দেখে নিরাপত্তাকর্মীরা তাদের আটকাতে যান। তখন ওই লোকগুলো নিরাপত্তাকর্মীদের ওপর হামলা চালায়। তাদের বেধড়ক মারধর করে এবং তাদের মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
০৫ এপ্রিল, ২০২৪

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ডাকাতির চেষ্টা, আহত ৫
বাগেরহাটে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি প্রাইভেট লিমিটেডের রামপাল পাওয়ার প্লান্টে সংঘবদ্ধ ডাকাতরা হামলা চালিয়েছে। ডাকাত দলে ৫০ থেকে ৬০ জন অস্ত্রধারী ছিল। তারা প্লান্টে কর্তব্যরত আনসারদের ওপর অতর্কিতে হামলা চালায়। অস্ত্রধারী ডাকাতদের হামলায় দুই আনসার সদস্যসহ ৫ নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। বুধবার (৩ এপ্রিল) রাত ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে তাপবিদ্যুৎ কেন্দ্রের আবাসিক ভবনের ৩ নম্বর টাওয়ারের ৫নং ইয়ার্ডে এই হামলার ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাপবিদ্যুৎ কেন্দ্রের উপমহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম এ তথ্য নিশ্চিত করেছেন।
০৪ এপ্রিল, ২০২৪

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তারসহ গ্রেপ্তার ৩
বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তামার তার চুরি করে পাচারকালে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আটক তিনজন হলেন- খুলনার দাকোপ উপজেলার ওড়াবুনিয়া এলাকার হাবিবুর রহমান সরদার, লিটন বিশ্বাস ও বাগেরহাটের মোরেলগঞ্জের পশ্চিম সরালিয়া এলাকার মো. রাসেল হাওলাদার। রামপাল থানার ওসি সোমেন দাস কালবেলাকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার (২৫ মার্চ) রাতে তাপবিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে এএইচপি এনসিসি-৩ ভবনের জেটি এলাকা থেকে তার পাচারের চেষ্টা করছিল ওই তিনজন। এ সময় তাদের কাছে থাকা ২৪ কেজি তারসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
২৬ মার্চ, ২০২৪

রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের নতুন এমডি প্রকৌশলী সঙ্গীতা
বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি প্রাইভেট লিমিটেডের (বিআইএফপিসিএল) নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন প্রকৌশলী সঙ্গীতা কৌশিক। রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের উপব্যবস্থাপক আনোয়ারুল আজিম এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার (৩১ জানুয়ারি) তিনি এই পদে যোগ দেন। এর আগে প্রকৌশলী সঙ্গীতা কৌশিক ভারতের এনটিপিসি লিমিটেডের নির্বাহী পরিচালক (ব্যবসা উন্নয়ন, আন্তর্জাতিক ব্যবসা উন্নয়ন ও পরামর্শক) ছিলেন। ১৯৬৬ সালে ভারতের দিল্লিতে জন্মগ্রহণ করা প্রকৌশলী সঙ্গীতা দেশটির গোবিন্দ বল্লভ পন্ত ইউনিভার্সিটি অব এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি থেকে ইলেকট্রিক্যাল স্ট্রিম বিষয়ে স্মাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৮৬ সালে এনটিপিসিতে ইঞ্জিনিয়ার ট্রেইনি হিসেবে যোগদানের মধ্য দিয়ে তার কর্মজীবন শুরু করেন। পরে তিনি ভারতে গুরগাঁওয়ের এমডিআই থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন বিজনেস ম্যানেজমেন্ট ডিগ্রি অর্জন করেন। প্রকৌশলী সঙ্গীতা এনটিপিসির নির্বাহী পরিচালক ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।  
০৩ ফেব্রুয়ারি, ২০২৪

তাপ বিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে মোংলায় ভিড়েছে এমভি ওশান বে
রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে এমভি ওশান বে নামক একটি বাণিজ্যিক জাহাজ। আইল অফ ম্যান পতাকাবাহী ওই জাহাজটি মঙ্গলবার (১৯ ডিসেম্বার) ভোরে মোংলা বন্দরে নোঙর করে। কয়লাবাহী ওই জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিং অ্যান্ড লজিস্টিকের উপব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক জানান, ইন্দোনেশিয়ার মুয়ারা পান্তাই বন্দর থেকে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য ৫৫ হাজার টন কয়লা নিয়ে ছেড়ে আসা জাহাজ এমভি ওশান বে।  এর আগে সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টায় মোংলা বন্দরের নোঙর করে। সুন্দরী কোঠায় কিছু কয়লা বাণিজ্যিক জাহাজ থেকে লাইটারে খালাস করে বিদেশি জাহাজটি উঠে আসবে হারবাড়িয়া এলাকায়। সেখান থেকে সব কয়লা লাইটার জাহাজে খালাস করে নেওয়া হবে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের জেটিতে। জানা যায়, ওই বিদেশি জাহাজটির ড্রাফট বেশি থাকার কারণে বহিনোঙরে কিছু কয়লা খালাস করা হবে।
১৯ ডিসেম্বর, ২০২৩

ফের উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট
যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ থাকা রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে আবারও উৎপাদন শুরু হয়েছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে প্রথম ইউনিটের উৎপাদন শুরু হয়।  এরইমধ্যে প্রথম ইউনিট চালু হওয়ার পর উৎপাদিত ৪৮০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিড লাইন সরবরাহ হচ্ছে। এর আগে গত ৫ নভেম্বর সকাল সোয়া ছয়টায় যান্ত্রিক ত্রুটির কারণে দুটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায় কেন্দ্রটির। বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেডের (বিআইএফপিসিএল) উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. আনোয়ার উল আজীম বলেন, বৃহস্পতিবার বিকেল থেকে  ফের উৎপাদন শুরু হয়েছে রামপাল কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে। সন্ধ্যা থেকে উৎপাদিত ৪৮০ মেগাওয়াট যুক্ত হয়েছে জাতীয় গ্রিডে। দ্রুত সময়ের মধ্যে দ্বিতীয় ইউনিটের উৎপাদন স্বাভাবিক হবে বলে জানান তিনি। গত বছরের ১৭ ডিসেম্বার বিদ্যুৎ উৎপাদন শুরুর পর ১৪ জানুয়ারি বিদ্যুৎ কেন্দ্রটি প্রথম যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যায়। এরপর ১৫ এপ্রিল, ২৩ এপ্রিল, ৩০ জুন, ১৬ জুলাই, ৩০ জুলাই, ১৫ সেপ্টেম্বর ও সর্বশেষ ৫ নভেম্বর যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যায় রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন।
১০ নভেম্বর, ২০২৩

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে জাহাজ মোংলায়
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে  এমভি বসুন্ধরা ইমপ্রেস নামক একটি বাণিজ্যিক জাহাজ। শনিবার (৪ নভেম্বর) মোংলা বন্দরের হারবাড়ীয়া এলাকায় ভিড়ে এমভি বসুন্ধরা ইমপ্রেস।  ইন্দোনেশিয়ার মুয়ারা পান্তাই বন্দর থেকে কয়লাবোঝাই করে জাহাজটি ২৮ হাজার টন কয়লা নিয়ে মোংলা বন্দরের হারবাড়ীয়া এলাকায় ভিড়ে। জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার (৪ নভেম্বর) ভোরে মোংলা বন্দরের হারবাড়ীয়া এলাকায় নোঙর করে বাংলাদেশি পতাকাবাহী কয়লাবাহী ওই জাহাজটি। এরপর সকাল থেকেই শুরু হয় জাহাজ থেকে লাইটারে কয়লা খালাসের কাজ। এরপর লাইটারেজে করে কয়লা নেওয়া হবে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিতে। পরে জেটি থেকে তা সংরক্ষণ করা হবে বিদ্যুৎকেন্দ্রের গোডাউনে।  এর আগে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৫৪ হাজার ৭০ টন কয়লা নিয়ে ১ নভেম্বর মোংলা বন্দরে আসে এমভি জগ রাজিব নামক ভারতীয় পতাকাবাহী একটি জাহাজ। ওই জাহাজ থেকে পণ্য খালাস এখনো চলমান।
০৪ নভেম্বর, ২০২৩

রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে জাহাজ মোংলায়
রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে এমভি জগ রাজীব নামে একটি বাণিজ্যিক জাহাজ। বুধবার (১ নভেম্বর) ভোরে মোংলা বন্দরের ফেয়ারওয়ে এলাকায় নোঙর করে জাহাজটি। এরপর সকাল থেকেই শুরু হয় জাহাজ থেকে কয়লা খালাস ও পরিবহনের কাজ।   ইন্দোনেশিয়ার মুয়ারা পান্তাই বন্দর থেকে গত ২১ অক্টোবর ৫৪ হাজার ৭০ টন কয়লা নিয়ে বাংলাদেশের উদ্দ্যেশে ছেড়ে আসে ভারতীয় পতাকাবাহী এ জাহাজটি। জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ফেয়ারওয়ে এলাকায় রেখে ওই জাহাজ থেকে ২৩ হাজার টন কয়লা খালাস করা হবে। এরপর বাকি ৩১ হাজার ৭০ টন কয়লা নিয়ে জাহাজটি  বন্দরের হারবাড়িয়ায় আসবে। সেখানে রেখে লাইটারে খালাস করা হবে জাহাজে থাকা অবশিষ্ট কয়লা। এরপর লাইটারেজে করে নেওয়া কয়লা নেওয়া হবে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের জেটিতে। পরে জেটি থেকে তা সংরক্ষণ করা হবে বিদ্যুৎকেন্দ্রের গোডাউনে।  এদিকে পরিক্ষামূলক উৎপাদন শুরু হওয়া  রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট ভ্যাচুয়ালি উদ্বোধন করার কথা রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) উপমহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম জানান, মঙ্গলবার (২৪ অক্টোবর) বিদ্যুৎকেদ্রের দ্বিতীয় ইউনিটের পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছিল। এ সময় ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়।  বিদ্যুৎকেন্দ্রের এ কর্মকর্তা জানান, ১ নভেম্বর মোংলা-খুলনা নতুন নির্মিত রেলপথের ভার্চুয়ালি উদ্ধোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় ভার্চুয়ালি রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের উদ্ধোধন করা হবে। এর পর নিয়মিত বিদ্যুৎকেন্দ্রের দুইটি ইউনিট প্রতিনিয়ত বিদ্যুৎ উৎপাদন করবে।  বিআইএফপিসিএলের ব্যবস্থাপনা পরিচালক সাঈদ আকরাম উল্লাহ বলেন, মৈত্রী প্রকল্প বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব ও দৃঢ় বন্ধনের প্রতীক। দেশ-বিদেশের কর্মরত সব কর্মকর্তা-কর্মচারী এবং বিশেষজ্ঞদের প্রচেষ্টায় আমরা দ্বিতীয় ইউনিটের কাজ সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। এর আগে ২০২২ সালের ১৭ ডিসেম্বর এই বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট উৎপাদনে যায়। এরপর কয়েক দফা বন্ধ হলেও বর্তমানে কেন্দ্রটির প্রথম ইউনিট চালু রয়েছে। দুই ইউনিট মিলে এই কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ১ হাজার ৩২০ মেগাওয়াট।
০১ নভেম্বর, ২০২৩
X